নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'
রেল লাইন ধরে পায়ে হেটে ঢাকার কমলাপুর স্টেশন থেকে চিটাগাং পর্যন্ত যাওয়ার পরিকল্পনার কথা অনেকেই জানেন । ইতিমধ্যেই আমরা চিটাগাং পৌছে গিয়েছি । ঢাকা থেকে চিচাগাং যেতে অনেকগুলো ছোট স্টেশন আছে যেগুলোর নাম এবং সংখ্যা অনেকেই জানেন না, আমি ও জানি না । আমি এক ষ্টেশন থেকে পরবর্তী স্টেশনের মধ্যবর্তী স্থানগুলোর ছবি দিব এবং প্রতি ষ্টেশনের জন্য একটা করে পোষ্ট । এতে করে স্টেশনের নাম এবং সংখ্যাটা ও হিসেব হয়ে যাবে ।
আমাদের হাটার ধরণঃ- সারাদিন রিলাক্স মুডে রেল লাইন ধরে হাটব, সন্ধ্যায় গাড়িতে করে বাড়িতে ফিরে আসব । এই সপ্তায় যেখানে আমার হাটা শেষ হবে আগামী সপ্তায় সেখান থেকে হাটা শুরু করবো এবং আবারো সন্ধ্যায় বাড়িতে ফিরে আসব । এভাবেই পর্যায়ক্রমে আমি চিটাগাংএর দিকে অগ্রসর হব এবং যতদিন না আমি চিটাগাং পৌছতে পারি ।
আমরা অলরেডি চিটাগাং পৌছে গেছি, এখন শুধু পোষ্ট দেওয়া বাকী ।
স্টেশনের অবস্থানঃ ভাটিয়ারী চট্টগ্রাম জেলার শীতাকুন্ড উপজেলায় অবস্থিত একটা রেল স্টেশন।
(২) আমরা হেটে পরবর্তি স্টেশনের দিকে এগিয়ে চললাম।
(৩) ফুলে প্রজাপতি।
(৪) একটা ফুট ওভার ব্রীজ।
(৫) গাছে ফুটে থাকা চমৎকার ফুলটার নাম জানতাম, কিন্তু এখন আর মনে পরছে না ।
(৬) আমাদেরকে অতিক্রম করে যাওয়া একটা যান্ত্রিক অজগর।
(৭) জামরুল ফুল।
(৮) এই পথে শুধুই হেটে চলা...........
(৯) খুব কাছেই পরবর্তি স্টেশন, আগের স্টেশন থেকে এই স্টেশনের দুরত্ব খুবই অল্প।
(১০) এবার আমরা চট্টগ্রাম থেকে মাত্র ১২ কিলোমিটার দুরত্বের ফৌজদারহাট স্টেশনে পৌছে গেলাম।
আগের পর্বঃ ঢাকা টু চিটাগাং, ( কুমিরা, স্টেশন নং- ৫৪)
পরবর্তি পর্ব হবেঃ ঢাকা টু চিটাগাং, ( ফৌজদারহাট, স্টেশন নং- ৫৬)
২৫ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:০৮
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ, শ্রদ্ধা জানবেন।
২| ২৫ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৫৯
ভিটামিন সি বলেছেন: ফুটওভার ব্রিজটা তো দারুন। কেডায় বানাইলো এমন সুন্দর ব্রিজ? আমার মনে স্বৈরাচার দুলাভাই এর সময় এটা বানানো হইছে। সঠিক কিনা কৈতারি না।
২৫ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৫৫
সাদা মনের মানুষ বলেছেন: হইতে পারে, দুলাভাই বানাইলে কেডা কি কইবো
৩| ২৫ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:২৩
নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন: ঢাকা থেকে চট্টগ্রাম যেতে এতগুলো স্টেশন পড়ে, অথচ আমরা যখন জার্নি বাই ট্রেন করি তখন কিছুই বুঝি না!!! স্ট্রেইঞ্জ, ব্যাপক স্ট্রেইঞ্জ!!!
ছবিগুলো অনেক সুন্দর, ভালো লেগেছে।
২৫ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৫৭
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ, অভিযাত্রী, আপনি আমার জন্য আরো একটা দুয়ার খুলে দিলেন, আমি রেল লাইন শেষ করে মহাসড়ক ধরে হাটার জন্যও ভবিষ্যতে চেষ্টা করবো।
৪| ২৫ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:৪৬
আনোয়ার ভাই বলেছেন: রেল লাইনে হাটা অপরাধ। হয়তো বলবেন কত কত অন্যায় কত অপরাধ হচ্ছে এ দেশে।
২৫ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:০৩
সাদা মনের মানুষ বলেছেন: আমার এই অপরাধে কারো কোন ক্ষতি হয় না, বরঞ্চ আমি এবং আমার টিম দেশকে আরো কাছ থেকে দেখে আরো বেশী ভালো বাসার উদ্দেশ্যেই এমনটি করা, রেল লাইন পাশের সাধারন মানুষরা ও এই দোষটি করে চলছে সব সময়।
দেশ দেখার নেশায় এমন নির্দোষ অপরাধ করতে আমি কখনো পিছপা হবো, ঢাকা চট্টগ্রাম হাটা শেষ করেছি, ঢাকা সিলেট হাটা শুরু করেছি, এবং পর্যায়ক্রমে দেশের সমস্ত রেল পথ আমার পদানত হইবে সেটা আমি নির্দিধায় বলতে পারি, ধন্যবাদ আনোয়ার ভাই।
৫| ২৫ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:০৩
মোঃ ইসহাক খান বলেছেন: ধারাবাহিক ছবি ব্লগ যেন চলতেই থাকে। তবে সতর্ক হয়ে হাঁটবেন যেন!
২৫ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:০৫
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ইসহাক ভাই, আমার কাছের মানুষরা সব সময়ই আমাকে এমন সতর্কতা অবলম্বনের জন্য বলে থাকে।
৬| ২৫ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:০৫
নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন: আনোয়ার ভাইয়ের মন্তব্যের জবাবে লেখক ব্লগার কি বলবেন জানি না তবে আমি একটা কথা বলতে চাই। রেল লাইনে হাঁটা অপরাধ হতে পারে। কিন্তু এক্সপেডিশনের নেশার কাছে কোন অপরাধই অপরাধ না বলে আমি মনে করি। আমার এমন কথা বলার উদ্দেশ্য হল আমিও আল্লাহ্র রহমতে হেঁটেছি। তবে তা রেল লাইন ধরে না। জাতীয় ও আন্তর্জাতিক মহাসড়ক ধরে। আমি যেভাবে হেঁটেছি সেটা একদিক দিয়ে যেমন আমার জীবনের জন্য ঝুঁকির ছিল তেমনি তা অপরাধও ছিল কারণ আমি বাস-ট্রাকের রাস্তা ধরে হেঁটেছি। এক কিলো দু কিলো না, একশ' কিলো বা দুশ' কিলো না। আল্লাহ্ তায়ালার অশেষ রহমতে ১৫০০ কিলোর উপরে দেশের বিভিন্ন মহাসড়ক ধরে হেঁটে গিয়েছি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে। এই পথচলায় আমি কি কোন অপরাধ করিনি? করেছি। কিন্তু আমার মাথায় যে ঘোরাঘুরির দুর্বার নেশা। সেখানে বিধিনিষেধের কড়াকড়ি ঘোরাঘুরির অদম্য নেশার তোড়ে খড়কুটোর মতো ভেসে যায়, এবং গিয়েছেও।
২৫ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:২০
সাদা মনের মানুষ বলেছেন: ভাই আপনার ১৫০০ কিলোর উপর হাটা পথ ভ্রমণটা কিভাবে করেছেন বা হেটেছেন একটু বিশদ জানতে চাই, আমার সত্যিই কঠিন লোভ লাগছে। ভাবছি শুরু করে দেব। একটু সাজেশান চাই।
৭| ২৫ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৪৫
রাফসান বড়ুয়া বলেছেন: অনেক সুন্দর হয়েছে প্রতিবারের মতই। আমার একটা জিনিস চাওয়ার আছে, না করবেন না প্লিজ..........
যদি আমার মন্তব্যটা আপনার চোখ না এড়ায়, তাহলে__
আমার আপনার জিমেইল আইডি টা ভীষন দরকার। অনেক আগেই কথাটা বলতে চেয়েছি পারিনি, কারন তখন মন্তব্য করতে পারতাম না। তবে এখন জেনারেল হয়েছি। এখানে দিতে সমস্যা মনে হলে আমাকে মেইল করবেন প্লিজ।।।।
ছোট ভাই হিসেবে খুব বেশি চেয়েছি কি?
২৫ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:২৪
সাদা মনের মানুষ বলেছেন: আমার ইমেইল আইডিতে আমি বছরে একবার ঢু মারি কিনা সন্দেহ।
বার্তা আদান প্রদানের জন্য আমার FB আইডির লিঙ্ক দিলাম, ধন্যবাদ।
http://www.facebook.com/kamal.uddin.359
৮| ২৫ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৫৭
হাটহাজারী, চট্ট্রগাম। বলেছেন: http://www.youtube.com/watch?v=te__hlJz9x0
৯| ২৫ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৫৮
হাটহাজারী, চট্ট্রগাম। বলেছেন:
২৫ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১১
সাদা মনের মানুষ বলেছেন: নিঃশব্দ ভিডিও দেখে আমি কি বুঝলাম ??
১০| ২৫ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:০৯
অচিন্ত্য বলেছেন: সাবাস !!!
এই অপরাধটি আপনি করেছেন শুনে খুব খুশি হলাম। ভবিষ্যতে এ ধরণের অপরাধ আরো করবেন আশা করি।
ভাল থাকবেন
২৫ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:২৭
সাদা মনের মানুষ বলেছেন: আপনার মন্তব্যে উৎসাহিত হলাম, ইনশাআল্লাহ আমি চালিয়ে যাবো, ধন্যবাদ।
১১| ২৫ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:২৯
বেসিকালি সেটা বলেছেন: সাবধ।নে হাটবেন
২৫ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৪১
সাদা মনের মানুষ বলেছেন: অবশ্যই
১২| ২৫ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:০৫
স্নিগ্ধ শোভন বলেছেন: দারুণ !!! সাথেই আছি....
২৬ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৩৩
সাদা মনের মানুষ বলেছেন: আপনারা সাথে আছেন বলেই আমি এগিয়ে যাওয়ার প্রেরণা পাই, ধন্যবাদ।
১৩| ২৫ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৪৯
মামুন রশিদ বলেছেন: ব্রিটিশ আমলে আসাম-বাংলা রেলের পক্ষ থেকে একটা বই বেরিয়ে ছিল । রেল লাইন যেদিকে গিয়েছে সেই সব অঞ্চলের প্রতিটা জনপদের ইতিহাস ঐতিহ্য জীবনযাপন সব কিছুর নিখুত সচিত্র বর্ণনা দেয়া ছিল ঐ বইয়ে । ঢাউস সাইজের এই বইয়ের একটা কপি সিলেটের মুসলিম সাহিত্য সংসদের লাইব্রেরিতে আছে । মুগ্ধতা নিয়ে পড়েছি সেই বই ।
আপনার পোস্ট পড়ে যেন সেই মুগ্ধতা ফিরে পেয়েছি ।
২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:২৩
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ রশিদ ভাই, আপনার মন্তব্যে আমি উৎসাহিত।
১৪| ২৭ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:৩৪
আদম_ বলেছেন: ছবিগুলা আমাকে মন্ত্রমুগ্ধের মত টানে
২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:২৫
সাদা মনের মানুষ বলেছেন: আপনাদের এমন চমৎকার মন্তব্যের জন্য আমিও তাই সদা সর্বদা কৃতজ্ঞ
১৫| ২৭ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৩১
সাজিদ ঢাকা বলেছেন: ভাই আপনার পোস্ট খালি পড়ে যাই , , কিছু লিখার সাহস পাই না ............
২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:২৬
সাদা মনের মানুষ বলেছেন: সাহস করে কিছু লিখলে আমি নিজেকে ধন্য মনে করি, সব সময়।
১৬| ২৮ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮
সপন সআথই বলেছেন: apnar desh e jayoar sujog pelei, ei jayga guloy jabo
২৮ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:৩০
সাদা মনের মানুষ বলেছেন: মানে আপনি কি বাংলাদেশী নন ??
১৭| ২৮ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:৩৭
সপন সআথই বলেছেন: na, ami kolkatar chele.
২৯ শে অক্টোবর, ২০১৩ সকাল ৭:২৮
সাদা মনের মানুষ বলেছেন: ও আচ্ছা, ধন্যবাদ।
১৮| ২৯ শে অক্টোবর, ২০১৩ সকাল ৮:৪৮
খেয়া ঘাট বলেছেন: এই পোস্টে মনে হয় ছবি সবচেয়ে কম দিলেন।
আনন্দময় হোক আপনার রেলপথচলা, আনন্দময় হোক আপনার জীবনের পথচলা।
২৯ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৩৮
সাদা মনের মানুষ বলেছেন: হুমম, কমই দিয়েছি, কারণ শহুরে এলাকায় ছবি তোলার মতো অপশন ছিলো কম, আর স্টেশনের দূরত্বও ছিলো অল্প, ধন্যবাদ।
১৯| ২৯ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৫৫
চাঁন মিঞা সরদার বলেছেন: অনেক ভালো লাগলো।
আমার মাঝে মাঝে ইচ্ছা হয়, পায়ে হেটে বিশ্ব ভ্রমন করার।
রেল লাইনে হাটার সময় খুব সাবধানে থাকবেন।
+++++
২৯ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:২১
সাদা মনের মানুষ বলেছেন: সরদারজি বুড়ো বয়সেও চশমা ছাড়া আমার পোষ্ট আপনি পড়তে পেরেছেন বলে আমি অবাক হলাম।
সতর্কতার জন্য ধন্যবাদ।
২০| ১৯ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:২৫
আমিনুর রহমান বলেছেন:
এগিয়ে চলুন ...
২৩ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৩৬
সাদা মনের মানুষ বলেছেন: এবার সিলেটের পথে এগিয়ে যাবো ইনশাআল্লাহ্
©somewhere in net ltd.
১| ২৫ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:০৩
বোকামন বলেছেন:
পোস্টে ভালোলাগা রইলো :-)