নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'
রেল লাইন ধরে পায়ে হেটে ঢাকার কমলাপুর স্টেশন থেকে চিটাগাং পর্যন্ত যাওয়ার পরিকল্পনার কথা অনেকেই জানেন । ইতিমধ্যেই আমরা চিটাগাং পৌছে গিয়েছি । ঢাকা থেকে চিচাগাং যেতে অনেকগুলো ছোট স্টেশন আছে যেগুলোর নাম এবং সংখ্যা অনেকেই জানেন না, আমি ও জানি না । আমি এক ষ্টেশন থেকে পরবর্তী স্টেশনের মধ্যবর্তী স্থানগুলোর ছবি দিব এবং প্রতি ষ্টেশনের জন্য একটা করে পোষ্ট । এতে করে স্টেশনের নাম এবং সংখ্যাটা ও হিসেব হয়ে যাবে ।
আমাদের হাটার ধরণঃ- সারাদিন রিলাক্স মুডে রেল লাইন ধরে হাটব, সন্ধ্যায় গাড়িতে করে বাড়িতে ফিরে আসব । এই সপ্তায় যেখানে আমার হাটা শেষ হবে আগামী সপ্তায় সেখান থেকে হাটা শুরু করবো এবং আবারো সন্ধ্যায় বাড়িতে ফিরে আসব । এভাবেই পর্যায়ক্রমে আমি চিটাগাংএর দিকে অগ্রসর হব এবং যতদিন না আমি চিটাগাং পৌছতে পারি ।
আমরা অলরেডি চিটাগাং পৌছে গেছি, এখন শুধু পোষ্ট দেওয়া বাকী ।
স্টেশনের অবস্থানঃ ভাটিয়ারী চট্টগ্রাম জেলার শীতাকুন্ড উপজেলায় অবস্থিত একটা রেল স্টেশন।
(২/৩) ফৌজদারহাট স্টেশনকে পিছনে ফেলে আমরা ছুটে চললাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে।
(৪) একটা রেল ক্রেন, অন্য লাইন দিয়ে হেটে যাচ্ছে স্থানীয় কোন স্কুল/কলেজের দুই ছাত্রী।
(৫) ঢাকা টু চট্টগ্রাম হাটার পথে রেল লাইনের পাশে এমন ঝাউ বন এই প্রথম দেখলাম।
(৬) কথা নয় কাজ, সেই সাথে নারকেল বাগানে চমৎকার একটা মসজিদ, বুঝতেই পারছে সেনা বাহিনীর এলাকা।
(৭) পথ এখনো অনেক দূর, যেন শেষ হতেই চায় না।
(৮) খুবই ক্লান্ত, আমার সঙ্গী তো রেল লাইনেই শুয়ে পড়েছে।
(৯) ট্রেন আসছে, তাই রাস্তা থেকে সরে দাড়াতেই হবে।
(১০) ঘুমিয়ে থাকা লাল শাপলা, রাতের বেলায় জাগবে ওরা।
(১১) ছোট্ট এই টিলাটা দেখতে ঠিক যেন একটা বাড়ি।
(১২) আমার সঙ্গী এবার লাইন ম্যানের ভুমিকায়, সবুজ পতাকা উড়িয়ে ট্রেনকে লাইন ক্লিয়ারের সংকেত দিচ্ছে।
(১৩) লাইন ক্লিয়ার পেয়ে সগর্জনে আমাদের অতিক্রম করে চলে গেলো যান্ত্রিক অজগরটি।
(১৪) তারপর শুধুই হেটে চলা...............
(১৫/১৬) এক সময় চলে এলাম পরবর্তি স্টেশন কৈবল্যধামে।
আগের পর্বঃ ঢাকা টু চিটাগাং, ( ভাটিয়ারী, স্টেশন নং- ৫৫)
পরবর্তি পর্ব হবেঃ ঢাকা টু চিটাগাং, ( কৈবল্যধাম, স্টেশন নং- ৫৭)
২৯ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮
সাদা মনের মানুষ বলেছেন: এই গাড়িটার অপর পাশে রেল লাইনের বিভিন্ন কাজ করার জন্য রয়েছে একটা ক্রেন, প্রথম কমেন্টের জন্য শুভেচ্ছা।
২| ২৯ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:২৪
মামুন রশিদ বলেছেন: রেল লাইন ধরে যেন আপনাদের সাথেই হেটে গেলাম ।
২৯ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:১০
সাদা মনের মানুষ বলেছেন: আপনারা আমার সাথে হাটেন বলেই আমিও নির্ভয়ে পথ চলি, ধন্যবাদ রশিদ ভাই।
৩| ২৯ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:২৩
ডরোথী সুমী বলেছেন: কী মজা! আমাদেরও ভ্রমন হয়ে গেল আপনাদের সাথে সাথে। চলুক এই যাত্রা।
২৯ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:১১
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ সুমী, ভালো থাকুন, সব সময়।
৪| ২৯ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৩০
রাফসান বড়ুয়া বলেছেন: Today's Post Title: ঢাকা টু চিটাগাং, ফৌজদারহাট
You proclaimed your next post title as like: ঢাকা টু চিটাগাং, কৈবল্যধাম
But you upload pic on this post:
এত ইমেজ আসলো কেন বুঝলাম না। যাই হোক আপনার পোষ্টে অল্প একটু ভুল চোখে পড়লো তাই জানালাম।
২৯ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:১৬
সাদা মনের মানুষ বলেছেন: আমার আগের পোষ্টে ফৌজদারহাটের ছবি আছে, মনে ঐ দিন হেটে ফৌজদার হাট পর্যন্ত পৌছেছি। আজকের পোষ্টে কৈবল্যধাম পর্যন্ত পৌছেছি বলেই কৈবল্যধামের ছবি, এটা কোন ভুল নয়, ইচ্ছাকৃত দেওয়া ছবি, ধন্যবাদ।
আপনি ছোট বেলায় যে বান্দর আছিলেন ছবি দেইখা বুঝতে পারছি
৫| ৩০ শে অক্টোবর, ২০১৩ সকাল ৮:৫৯
ভিটামিন সি বলেছেন: ওকি?? এতো দেখি বিচ্ছু পোলাপাইনের কারখানা @ রাফসান। একটা গাছে এতোগুলা চড়ছে, গাছটা ভাইঙ্গা পড়বো তো....
৩০ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩
সাদা মনের মানুষ বলেছেন: আমারও খুব ডর লাগতাছে।
৬| ৩০ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:২৯
মোঃ ইসহাক খান বলেছেন: ফৌজদারহাট পর্বে ভালোলাগা রেখে গেলাম।
৩০ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ইসহাক ভাই, ভালো থাকুন সব সময়।
৭| ৩১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৪৪
আদম_ বলেছেন: এত ভালো পোস্ট কমেন্ট এত কম কেন। ছেমরিরা এই পোস্ট দিলে দেকতেন কমেন্ট কাহারে কয়..
৩১ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:১৯
সাদা মনের মানুষ বলেছেন: আদম ভাই কমেন্ট নিয়া আমি ভাবি না, আমি আমার মনের আনন্দে ভ্রমণ করি, আর মনের সুখে পোষ্ট দেই। কমেন্ট কতগুলো করা হলো না হলো এসব নিয়া আমি খুব একটা ভাবী না, ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২৯ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:২০
ভিটামিন সি বলেছেন: আচ্ছা এই ছোট ছোট গাড়িগুলো দিয়ে কি করে? ট্রেন আসলে এরা লাইন থেকে সরে কিভাবে?? প্রথম কমেন্ট করলাম আজকে।