নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছিলাম বইয়ের পোকা, এখন ইন্টারনেটের ।

সাদা মনের মানুষ

বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'

সাদা মনের মানুষ › বিস্তারিত পোস্টঃ

বনে বাদাড়ে.....১৮

০১ লা নভেম্বর, ২০১৩ বিকাল ৪:১০


প্রকৃতির সৌন্দর্যের সাথে আমার প্রেম । বনে বাঁদাড়ে ঘুরে বেড়াই, পাখি দেখি, ফুল দেখি, আর মাঝে মাঝে ছবি তোলার চেষ্টা করি। ইচ্ছে করে পাহাড়ে হেলান দিয়ে নীল আকাশ দেখি, ইচ্ছে করে ঘাস ফুলদের সাথে চুপি চুপি কথা বলি, ইচ্ছে করে সাগর, নদী খাল-বিলে সাতার কাটি রাজহংসের মতো । ইচ্ছে করে বাংলার প্রতিটি ইঞ্চি মাটির সুবাস নেই ।

ইচ্ছেগুলো কতটা সফল হবে জানিনা, তবে সংসারের যাতাকল থেকে সুযোগ পেলেই আমি হারিয়ে যাই আমার ইচ্ছে ভুবনে । সেই সাথে আমার দেখা সৌন্দর্যকে ধরে রাখার জন্য তুলে রাখি অঢেল ছবি, আর সেই ছবিগুলো নিয়েই আমার বনে বাঁদাড়ে সিরিজটা শুরু করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে ।

(২) নাম না জানা কোন ফল ও ফুল। জয়নগর শিবপুর থেকে তোলা ছবি।


(৩) যাদুকাটা নদীতে মানুষ ও মোটর সাইকেল পারাপার, তাহিরপুর, সুনামগঞ্জ থেকে তোলা ছবি।


(৪) লটকন, নরসিংদীর বটেশ্বর গ্রাম থেকে তোলা ছবি।


(৫) লজ্জাবতী ফুল, বটেশ্বর, নরসিংদী থেকে তোলা ছবি।


(৬) বৃষ্টি ভেজা শ্রমিক, তেলিয়াপাড়া, মাধবপুর, হবিগঞ্জ থেকে তোলা ছবি।


(৭) লালা খাল, জাফলং, সিলেট থেকে তোলা ছবি।


(৮) আখের গুড় তৈরী হচ্ছে, নরসিংদী সদর থানার নুরালাপুর গ্রাম থেকে তোলা ছবি।


(৯) পাখি, বাইক্কা বিল, শ্রীমঙ্গল থেকে তোলা ছবি।


(১০) সূর্য্য, পানির নিচের এই সূর্য্যের ছবিটাও বাইক্কা বিল থেকেই তোলা।


(১১/১২) এটা কোথায় তা তো সবারই জানা, সোনারগাঁ যাদুঘরের সামন. দুই দিক থেকে তোলা দু'টি ছবি।



(১৩) পাখিটা সম্ভবত নীল টুনটুনির বউ, কারণ পুরুষ পাখিটা নীল, আর এটা অন্য রকম। আতা গাছে শুধু তোতা পাখিই নয়, নীল টুনটুনিও বাসা বানায়:)


(১৪) রংধনু, আমার বাড়ির ছাদে দাড়িয়ে তোলা ছবি।


(১৫) প্যাঁচা, প্যাঁচার ছবি যতই তুলেছি সব সময় দেখেছি বড় বড় চোখ করে ওরা তাকিয়ে আছে, আজই প্রথম দেখলাম প্যাঁচারাও ঘুমায়। কুমিল্লার শালবন বিহার থেকে তোলা ছবি।


(১৬) অচেনা গুল, দেখতে অনেকটা বক ফুলের মতো কিন্তু এর নাম জানিনা। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের মেরাসানী থেকে তোলা ছবি।


(১৭) ক্ষুদে ফল, দেখতে বেশ সুন্দর ক্ষুদে এই ফলগুলোর নাম জানিনা, স্থানীয় ভাষায় আমরা বলি সিটকি। টেটিয়া, আড়াইহাজার, নারায়ণ গঞ্জ থেকে তোলা ছবি।


(১৮) কাশ বাগানে বাড়ি, পদ্মা নদীর চর থেকে তোলা ছবি, সম্ভবত জাজিরা থানায় পড়েছে জায়গাটা।


(১৯) চলে আমার মোটর সাইকেল হাওয়ার বেগে উইড়া ইউড়া......ঢাকা ময়মনসিং মহাসড়কের গাজীপুর থেকে তোলা ছবি।


(২০) গাজীপুরে এশিয়ার সর্ববৃহত সাফারি পার্কের মেইন গেইট থেকে তোলা নকল মাকড়শার ছবি।


(২১) জাহাজ, পশুর নদী, মংলায় একটা চলন্ত কার্গো জাহাজের প্রায় মুখোমুখি দাড়িয়ে তোলা ছবি।

বনে বাঁদাড়ে.....১১
বনে বাঁদাড়ে.....১২
বনে বাঁদাড়ে.....১৩
বনে বাঁদাড়ে.....১৪
বনে বাঁদাড়ে.....১৫
বনে বাঁদাড়ে.....১৬
বনে বাঁদাড়ে.....১৭


মন্তব্য ১৯ টি রেটিং +২/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ০১ লা নভেম্বর, ২০১৩ বিকাল ৪:১৯

পরিবেশ বন্ধু বলেছেন: প্রকৃতির রঙে রাঙা
মনোহর ছবি
বেশ ভাল লাগা ভ্রমন কথা
দেখে আজ মুগ্ধ কবি ,
এমন নয়ন ভুলানো
ছবি আর কোথাও নাই
নিত্য ভোরে দেখি সে রূপ
সত্যি অতুলনীয় তাই ।।

০১ লা নভেম্বর, ২০১৩ বিকাল ৪:২২

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ বন্ধু, আপনার কাব্য মন্তব্যে আমি মুগ্ধ।

২| ০১ লা নভেম্বর, ২০১৩ বিকাল ৪:২৩

সাদা মনের মানুষ বলেছেন: ২১ নং ছবিটা কেনো আসে নাই জানিনা, আবার দিলাম।

৩| ০১ লা নভেম্বর, ২০১৩ রাত ৯:৩০

রাফসান বড়ুয়া বলেছেন: আপনি ভাই একখান জিনিস। জানলাম আপনি সিলেটের পথে হাটা দিয়েছেন। সে না হয় গেলো। কিন্তু সিলেটে শেষে যেখানে যাবেন আমি সাথে যাবো (যদি সম্ভব হয়, টাকা পয়সা নো প্রবলেম)। আর একটা কথা। আপনার ঢাকা টু চট্রগ্রাম এর সব গুলা ছবি জিপ/রার ফাইল করে যদি আমাকে মেইল করতেন আমি খুবই খুশি হতাম। হাটহাজারীর কোন ছবি আছে আপনার কাছে? থাকলে একটা আলাদা পোষ্ট করবেন সেটার উপর প্লিজ.......। আর আপনি কোথায় থাকেন?

০১৮৩৬৯৯৪০৪৮ আমাকে না পেলে চাইলেই দিবে আর আমার মেইল হল: [email protected] ( gTalk a add o korte paren)।


সব গুলা প্রশ্নের উত্তর দিবেন আশা করি আর পারলে একবার ফোন করবেন, অন্তত নমবরটা তো পেতাম। ভালো থাকুন। পোষ্ট খুব সুন্দর হয়েছে As Always..........

Rafsan

০৩ রা নভেম্বর, ২০১৩ সকাল ৮:০২

সাদা মনের মানুষ বলেছেন: আমি আপনাকে ফোন করবো।

৪| ০১ লা নভেম্বর, ২০১৩ রাত ১০:৩৩

মোঃ ইসহাক খান বলেছেন: এবারের ছবিগুলো ভিন্ন মাত্রার। অনেক ভালোলাগা রইলো।

০৩ রা নভেম্বর, ২০১৩ সকাল ৮:০৩

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ গল্পকার, সালাম জানবেন।

৫| ০২ রা নভেম্বর, ২০১৩ রাত ১:১২

খেয়া ঘাট বলেছেন: খুবই ভালো লাগলো।+++++++++++++++++++++++++

০৩ রা নভেম্বর, ২০১৩ সকাল ৮:০৭

সাদা মনের মানুষ বলেছেন: আপনাদের ভালোলাগা মানেই আমার মনের প্রশান্তি, ধন্যবাদ।

৬| ০২ রা নভেম্বর, ২০১৩ সকাল ১০:৫১

আদম_ বলেছেন: আইসা পড়লাম। সবচেয়ে ভালো লাগছে "কাশবাগানে বাড়ি"। যেন এমনই একটা বাড়ির কথা মনে মনে ভাবতাম আমি। কোলাহল থেকে বহুদুরে, একাকী-নির্জন।

০৩ রা নভেম্বর, ২০১৩ সকাল ৮:১৪

সাদা মনের মানুষ বলেছেন: আমার মনের কথা বলেছেন, আমার ইচ্ছে করছে এমন বাড়িতে কয়েক দিন থাকতে, ধন্যবাদ।

৭| ০২ রা নভেম্বর, ২০১৩ রাত ৯:৩২

মামুন রশিদ বলেছেন: কোন ছবিটার কথা আলাদা করে বলব! সব গুলোই অসাধারণ!

এদের মাঝে বাইক্কা বিলে পানির নিচে সূর্যের ছবিটা বিশেষভাবে ভালো লেগেছে । অভিনব আইডিয়া!

পোস্টে ভালোলাগা ।

০৪ ঠা নভেম্বর, ২০১৩ সকাল ৭:৫৫

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ রশিদ ভাই, ভালো থাকুন, সব সময়।

৮| ০৩ রা নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৪

নেক্সাস বলেছেন: মনে মনে ভাবি াপনার মত মানুষ হতে পারতাম যদি

০৪ ঠা নভেম্বর, ২০১৩ সকাল ৮:০২

সাদা মনের মানুষ বলেছেন: কেন ভাই, আমার মতো ই হতে হবে কেনো ? আমার চেয়ে ভালো কেনো নয় ?

৯| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ ভোর ৫:১৪

সামুর ভক্ত বলেছেন: মিয়া বিদেশে থাকি , আপনার এই সব পোস্ট দেখলে আর এ দেশে থাকতে মন চা্য়না : পোস্ট ভালো হইছে :

০৪ ঠা নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১০

সাদা মনের মানুষ বলেছেন: বিদেশ গিয়েছেন যখন সময় সুযোগ পেলে দেখার মতো জায়গা গুলো দেখে ফেলুন, দেশেরগুলো তো আপনার জন্য রয়েই গেলো, ধন্যবাদ।

১০| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ সকাল ৮:৩৫

ভিটামিন সি বলেছেন: সামুর ভক্ত বলেছেন: মিয়া বিদেশে থাকি , আপনার এই সব পোস্ট দেখলে আর এ দেশে থাকতে মন চা্য়না : পোস্ট ভালো হইছে :

সবগুলি ছবিই ভালো হয়েছে। তবে ২ নং ছবিটার সাথে পরিচিতি আছে। এই গাছের কচি পাতার বোটা কাটলে এক ধরনের আঠালো কষ বের হয়। সেই কষ বিশেষ প্রক্রিয়ায় ফু দিলে ছোট গোল গোল বল তৈরী হয় এবং তা বাতাসে ভেসে বেড়ায়। ব্যাফুক বিনুদুন হয় তখন। ছোট বেলায় এই গাছকে বলতাম টেন্ডেরা। আসলে কি নাম জানি না।

০৪ ঠা নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৯

সাদা মনের মানুষ বলেছেন: টেন্ডেরা নামটা কম খারাপ না ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.