![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'
রেল লাইন ধরে পায়ে হেটে ঢাকার কমলাপুর স্টেশন থেকে চিটাগাং পর্যন্ত যাওয়ার পরিকল্পনার কথা অনেকেই জানেন । ইতিমধ্যেই আমরা চিটাগাং পৌছে গিয়েছি । ঢাকা থেকে চিচাগাং যেতে অনেকগুলো ছোট স্টেশন আছে যেগুলোর নাম এবং সংখ্যা অনেকেই জানেন না, আমি ও জানি না । আমি এক ষ্টেশন থেকে পরবর্তী স্টেশনের মধ্যবর্তী স্থানগুলোর ছবি দিব এবং প্রতি ষ্টেশনের জন্য একটা করে পোষ্ট । এতে করে স্টেশনের নাম এবং সংখ্যাটা ও হিসেব হয়ে যাবে ।
আমাদের হাটার ধরণঃ- সারাদিন রিলাক্স মুডে রেল লাইন ধরে হাটব, সন্ধ্যায় গাড়িতে করে বাড়িতে ফিরে আসব । এই সপ্তায় যেখানে আমার হাটা শেষ হবে আগামী সপ্তায় সেখান থেকে হাটা শুরু করবো এবং আবারো সন্ধ্যায় বাড়িতে ফিরে আসব । এভাবেই পর্যায়ক্রমে আমি চিটাগাংএর দিকে অগ্রসর হব এবং যতদিন না আমি চিটাগাং পৌছতে পারি ।
আমরা অলরেডি চিটাগাং পৌছে গেছি, এখন শুধু পোষ্ট দেওয়া বাকী ।
স্টেশনের অবস্থানঃ কৈবল্যধাম চট্টগ্রাম জেলায় অবস্থিত একটা রেল স্টেশন।
(২) কৈবল্যধাম ছেড়ে আমরা হেটে চললাম চট্টগ্রামের দিকে ।
(৩) দাড়িয়ে বসে খেলারত শিশুরা।
(৪) অতঃপর ক্যামেরা দেখেই দাড়িয়ে পোজ দিলো চমৎকার ভাবে।
(৫) সগর্জনে ধুলি উড়িয়ে আমাদের পাশ কাটিয়ে চলে গেলো একটা ট্রেন।
(৬) ফুলের মাঝে আপন মনে খেলছে একটা টিয়া পাখি।
(৭) রেল লাইনকে ক্রস করে চলে গেছে মহা সড়ক।
(৮) এলাকাটা পরিচ্ছন্ন নয়, বেশ আবর্জনা পূর্ণ।
(৯) পরবর্তি স্টেশনটা খুব দূরে নয়।
(১০/১১) এক সময় আমরা চলে এলাম পাহাড়তলী স্টেশনে।
আগের পর্বঃ ঢাকা টু চিটাগাং, ( ফৌজদারহাট, স্টেশন নং- ৫৬)
পরবর্তি পর্ব হবেঃ ঢাকা টু চিটাগাং, ( পাহাড়তলী, স্টেশন নং- ৫৮)
০৬ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:১৩
সাদা মনের মানুষ বলেছেন: হুমম, তাহলে আমি হয়তো মহা সেলিব্রেটি হয়ে উঠতাম
২| ০৬ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:৫১
এই আমি রবীন বলেছেন: সাম্প্রতিক সময়ে হরতালের কারণে পাহাড়তলী থেকে কুমিরা পর্যন্ত রেল ভ্রমন করছি!
তবে অফিস টাইমে "সুন্দর কাদিঁয়া মরে, দেখার সময় নেই!"
তাছাড়া, প্রায় ৫/৬ শ মানুষ গিজ গিজ করে, ট্রেন থামলেই আগে উঠার প্রতিযোগিতা!
তাই আপনার ছবিতে স্টেশনগুলোও বেশ ঝকঝকে লাগছে!
অভিনন্দন, আপনার পরিকল্পনার সফল সমাপ্তির জন্য।
০৬ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:১৮
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ রবীন ভাই, আমি যখন গিয়েছি তখন তো হরতাল ছিলো না
৩| ০৬ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৩৫
এস এম পাশা বলেছেন: আপনি দিনে দিনে অনণ্য হয়ে উঠছেন কামাল ভাই
০৬ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৫
সাদা মনের মানুষ বলেছেন: কি যে বলেন ভাই ? আপনাদের কাছে আমি তো নস্যি মাত্র
৪| ০৬ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১০
নীলসাধু বলেছেন: শুভেচ্ছা কামাল ভাই
গেরেট
চিটাগং চইলা গেলেন তাইলে
০৬ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৯
সাদা মনের মানুষ বলেছেন: থ্যাংকু মাসুদ ভাই, আপনারা এমন ভাবেই আমার পাগলামীতে উৎসাহ যুগিয়ে আমার সর্বনাশটা করেছেন
৫| ০৬ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৭
স্বপনচারিণী বলেছেন: ক্লান্তিহীন পথচলা। চলুক............
০৬ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২১
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ স্বপন, ভালো থাকুন সর্বদা।
৬| ০৬ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:০৯
সঞ্জয় নিপু বলেছেন: কামাল ভাই আপনার হাটার গল্প পড়তে পড়তে ক্লান্ত হয়ে পড়েছি ...
কবে শেষ হবে ভাই ?
হাটা শেষ করলেও পোস্ট যেন শেষ না হয় ।
অনেক শুভ কামনা রইলো।
০৬ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩০
সাদা মনের মানুষ বলেছেন: হাটা শেষ করেছি, পোষ্টও প্রায় শেষ পর্যায়ে, তবে নতুন হাটা শুরু করেছি, আবার পোষ্ট ও শুরু হবে, ধন্যবাদ নিপু দাদা।
৭| ০৬ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:২৩
বেকার সব ০০৭ বলেছেন: ভাই আপনার সব গুলো পোস্ট আমার খুব প্রিয়,ঢাকা টু চিটাগাং সব গুলো স্টেশনের নাম জানা হল
০৬ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫০
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, বেকার থেকেও আমার পোষ্টে ঢু মারার জন্য
৮| ০৬ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:২৭
মামুন রশিদ বলেছেন: পাহাড়তলি যখন এসে পৌছে গেছেন, বাকিটা মাত্র এক দৌড়ের রাস্তা ।
এ লিজেন্ডারি জার্নি ভায়া রেললাইন :-)
০৬ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫২
সাদা মনের মানুষ বলেছেন: হুম, মাত্র এক দৌড়েরই রাস্তা, ধন্যবাদ রশিদ ভাই।
৯| ০৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:১৭
সামুর ভক্ত বলেছেন: মামুন রশিদ বলেছেন: পাহাড়তলি যখন এসে পৌছে গেছেন, বাকিটা মাত্র এক দৌড়ের রাস্তা ।
এ লিজেন্ডারি জার্নি ভায়া রেললাইন :-)
০৭ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৪
সাদা মনের মানুষ বলেছেন: লেখক বলেছেন: হুম, মাত্র এক দৌড়েরই রাস্তা, ধন্যবাদ রশিদ ভাই।
১০| ০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:২৮
সোনালী ডানার চিল বলেছেন:
দারুণ সব অভিজ্ঞতা, চমৎকার সব ছবি!!!
শুভকামনা রইল!!
০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:১০
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ সোনালী, শ্রদ্ধা জানবেন।
১১| ০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৩৩
স্নিগ্ধ শোভন বলেছেন:
সাথেই আছি ভ্রমণের।
০৮ ই নভেম্বর, ২০১৩ সকাল ৮:৫৩
সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা শোভন
১২| ০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৩৯
মোঃ ইসহাক খান বলেছেন: পাহাড়তলি আর ৫৭ নং স্টেশনের জন্য ভালোলাগা রইলো।
আপনার সাথে নিখরচায় ভ্রমণ অনেকদিন ধরেই করছি। আরও অনেকদিন চালিয়ে যেতে চাই।
১০ ই নভেম্বর, ২০১৩ সকাল ৮:৩১
সাদা মনের মানুষ বলেছেন: আর বেশীক্ষণ নিখরচায় ভ্রমণ করতে পারবেন না, কারণ চট্টগ্রাম প্রায় এসে গেছি।
১৩| ০৪ ঠা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:২৬
অপ্রচলিত বলেছেন: বাহ দারুণ তো।
নিদারুন চমৎকার ছবিগুলোয় একরাশ মুগ্ধতা রেখে যাচ্ছি।
পরের পর্বের লিঙ্ক যোগ করে দিলে বোধহয় পোস্টটি আরও সমৃদ্ধ হত।
নিরন্তর শুভেচ্ছা।
০৫ ই মার্চ, ২০১৪ সকাল ৮:২৫
সাদা মনের মানুষ বলেছেন:
১৪| ২৬ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:৩৮
বোকামানুষ বলেছেন: প্রথমে দেয়া রেললাইনের ছবিটা অনেক পছন্দ হইছে
২৭ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:১৪
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, ভালো থাকুন, সব সময়।
©somewhere in net ltd.
১|
০৬ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:১১
খেয়া ঘাট বলেছেন: আমি বেশ এক্সাইটেড।চট্টগ্রামের একেবারে কাছাকাছি চলে আসছেন। বাংলাদেশে এই প্রথম আপনারা মনে হয় এরকম ঘটনা ঘটালেন। অভিনন্দন। শুভকামনা।
এটা পত্রিকায় সাংবাদিকদের একটা রিপোর্ট করা দরকার ছিলো।