![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'
উপচে পড়া সবুজে সবুজময় ভাওয়াল শাল বনের ভেতর বিশাল অরণ্যভূমিতে তৈরি করা হয়েছে থাইল্যান্ডের সাফারি ওয়ার্ল্ড এবং ইন্দোনেশিয়ার 'বালি সাফারি পার্ক'-এর অবয়বে এশিয়ার সর্ববৃহৎ 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্ক'।
রাজধানী থেকে ৪৫ কিলোমিটার উত্তরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাঘের বাজার থেকে ৩ কিলোমিটার পশ্চিমে গভীর শাল বনের ভেতর ৩ হাজার ৮১০ একর ভূমির ওপর প্রতিষ্ঠা করা হয়েছে এ পার্ক।
বঙ্গবন্ধু সাফারি পার্কের দৃষ্টিনন্দন প্রধান ফটক পার হয়েই ভেতরে রয়েছে বিলুপ্ত ও দুর্লভ প্রজাতির বৃক্ষ, কোর সাফারি, সাফারি কিংডম, বায়োডাইভারসিটি পার্ক, এক্সটেনসিভ এশিয়া সাফারি, বাঘের আস্তানা, সিংহের আস্তানা, চিত্রা হরিণ, কালো ভাল্লুক, সাম্বার হরিণ ও জলহস্তীর আস্তানা। রয়েছে ডরমেটরি, বন্যপ্রাণী হাসপাতাল, ঝুলন্ত সেতু, ন্যাচারাল হিস্ট্রি পর্যবেক্ষণ কেন্দ্র, গুইসাপ পার্ক, ফেন্সি কার্প পার্ক, ক্রাউন ফিজেন্ট পাখিশালা, পেলিকেল পাখির জলাধারা, অতিথি পাখির জলাধারা, বার্ডশো গ্যালারি, অর্কিড হাউস, ফোয়ারা, প্রজাপতি-পেঁচা ও শকুনের আস্তানা, ক্যাঙ্গারু গার্ডেন, হাতি গ্যালারি, লেক ও জলাধারা ইত্যাদি।
(২) পার্কে ঢোকার আগে পার্কের সামনে আমি আর আমার এক বন্ধু।
(৩) পার্কে ঢুকেই প্রথম এই ম্যাপটা দেখে নিলে আপনার পার্ক দেখাটা সহজ হবে।
(৪) প্রথমেই পুকুরের ফুটন্ত লাল শাপলা আপনার মন কেড়ে নেবে।
(৫) সাফারি কিংডম।
(৬) পাখিটা ক্যামেরা দেখে কেমন ভাবে পোজ দিয়ে দেখছেন ?
(৭/৮) নানা রঙের পাখিগুলো দেখে মুহুর্তেই মনটা ভালো হয়ে যায়।
(৯/১০) ঝগড়া বা খুনসুটি কোন কিছুতেই পিছিয়ে নেই ওরা।
(১১) ইচ্ছে হলে খুব কাছ থেকে ওদের সাথে ছবি তোলা যায়।
(১২) আবার নিজ হাতে খাওয়ানো ও যায়।
(১৩) কতো রকম পাখি যে আছে ?
(১৪) আমার প্রথম দেখা একটা চমৎকার ছোট্ট ফুল।
(১৫) একজন ক্ষুদে দর্শনার্থী।
(১৬/১৭) সাদা কালো রাজহাঁস।
(১৮/১৯) এমন আরো চমৎকার সব ছোট বড় বিভিন্ন প্রজাতির হাঁস রয়েছে একটি জলধারায়।
(২০) ময়ুর এবং আরো কিছু সুন্দর পাখির আস্তানা এটা, বিশাল নেটে ঢাকা জায়গা, উপর দিয়ে ফ্লাই ওভারের মতো জায়গায় দাড়িয়ে দর্শকরা পাখির সৌন্দর্য্য উপভোগ করবে।
(২১/২২) বিশাল নেট লাগানো জায়গাটায় শুয়ে বসে অলস সময় কাটাচ্ছে দুটি ময়ুর, লাল রঙের পাখি দুটি আপন মনে খেলে বেড়াচ্ছে।
(২৩) আছে ছোট বড় নানা রকম কুমির।
(২৪) কোর সাফারি পার্ক।
(২৫) জিরাফ।
(২৬) জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে হাতি, তবে ভয়ের কিছু নেই, সাথে আছে মাহুত।
(২৭) জঙ্গলে ছুটে চলা এমন জংলী গরু এতোদিন শুধু টিভির পর্দায়ই দেখেছি।
(২৮) জেব্রাগুলো হাটতে হাটতে কোথায় হারিয়ে গেলো পরে আর তাদের খুঁজে পেলাম না।
(২৯) জংলী পরিবশে হরিঙুলো মনে হয় বেশ ভালোই আছে।
(৩০) আমরা এটাকে বলি বিলাই চিমটি, খুবই ভয়ংকর জিনিস, গায়ে লাগলে চুলকাইতে চুলকাইতে জান শেষ।
(৩১) এবার বাঘ দেখার পালা।
(৩২) বাঘ এবং সিং দেখার জন্য রয়েছে খুবই চমৎকার দুটি রেষ্টুরেন্ট, রেষ্টুরেন্টে থেকে গ্লাসের ভেতর দিয়ে ওদের দেখে ছবি তোলায় ব্যস্ত দর্শকরা।
(৩৩/৩৪) গ্লাসের ভেতর থেকে তোলা বাঘদের ছবি।
আমি যখন গিয়েছিলাম তখনো সাফারি পার্কের গাড়ি চালু হয়নি, তাই যতটুকু দেখেছি হেটেই দেখতে হয়েছে, কিছুটা বাদ ও পড়েছে। এখন হয়তো গাড়ি চালু হয়ে গেছে, সুতরাং সাফারি পার্ক দেখতে একন আর কোন কষ্ট হবে না।
১২ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:০৭
সাদা মনের মানুষ বলেছেন: যান ভালো লাগবে, তবে সব কাজ এখনো শেষ হয়নি।
২| ১২ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:৫৩
হেডস্যার বলেছেন:
ওহ !! ছবি দেখেই তো যাইতে মন চাইতেছে।
কিভাবে যাব একটু যদি নির্দেশনা দিতেন
ছবি সেরকম হইছে। +
১২ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:১১
সাদা মনের মানুষ বলেছেন: ঢাকা থেকে ময়মনসিংহের পথে বাঘের বাজার নামতে হবে, ওখান থেকে অটো রিক্সা বা সিএনজি নিয়ে তিন কিলোমিটার গ্রামের ভেতর দিয়ে পাকা রাস্তা।
তবে কোন গাড়ি দিয়া বাঘের বাজার যাওয়াটা সহজ আমি জানি না, কারণমোটর সাইকেল নিয়ে গিয়েছিলাম।
৩| ১২ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:৫৪
হৃদ যমুনার জল বলেছেন: ঢাকা থেকে যাবার রাস্তাটা বলেন।বাস,ট্রেন।কোথায় গেলে কোথায় নামতে হবে?
১২ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:১২
সাদা মনের মানুষ বলেছেন: ট্রেনে কিভাবে যাওয়া যায় আমি জানি না, তবে সড়ক পথেঢাকা থেকে ময়মনসিংহের পথে বাঘের বাজার নামতে হবে, ওখান থেকে অটো রিক্সা বা সিএনজি নিয়ে তিন কিলোমিটার গ্রামের ভেতর দিয়ে পাকা রাস্তা।
তবে কোন গাড়ি দিয়া বাঘের বাজার যাওয়াটা সহজ আমি জানি না, কারণমোটর সাইকেল নিয়ে গিয়েছিলাম।
৪| ১২ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:৫৮
আহমেদ আলিফ বলেছেন:
ভালো লেগেছে !
যাবার ইচ্ছা আছে ।
টিকেট কত ? শুক্রবার খুলা থাকে কি?
১২ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:১৫
সাদা মনের মানুষ বলেছেন: যতদুর জেনেছি, সপ্তাহে সাত দিনই খোলা থাকে, ভেতরে ঢোকার টিকেট পঞ্চাশ টাকা। আবার পাখি দেখার জন্য দশ টাকা, ময়ুরের আস্তানায় ঢোকার জন্য আলাদা দশ টাকা করে লাগে।
৫| ১২ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:১৯
মামুন রশিদ বলেছেন: চমৎকার! দেখি যাব একবার ।
১২ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:২০
সাদা মনের মানুষ বলেছেন: যান, খুবই ভালো লাগবে।
৬| ১২ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:২৬
বোকা মানুষ বলতে চায় বলেছেন: আগে এই সাফারি পার্কের কথা পরলেও আপনার পোস্ট দেইখা এখনই দৌড় দিতে মুঞ্ছায়।
পোস্টে +
১২ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১৮
সাদা মনের মানুষ বলেছেন: দৌড়াইয়া যান সমস্যা নাই, তয় উষ্ঠা খাইয়া পরলে কিন্তু খবর আছে
৭| ১২ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:২৯
অ্যানোনিমাস বলেছেন: দারুণ তো! দেশে এই জিনিস কবে হইল!!
১২ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:২১
সাদা মনের মানুষ বলেছেন: মাত্র গত মাসের ৩১ তআরিখে শেখ হাসিনা এটা উদ্বোধন করেছে, তবে এখনো এর অনেক কাজ বাকী রয়েছে।
৮| ১২ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৪১
মোঃ আনারুল ইসলাম বলেছেন: অসম্ভব সুন্দর ।
১২ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:২২
সাদা মনের মানুষ বলেছেন: আমিও তাই বলি
৯| ১২ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৪৬
আরিফুর রহমান বাবুল বলেছেন: বাঘের বাজার যাওয়ার সুবিধা হলো। মহাখালি বাস ষ্টেশনে আসুন, এখানে যে কোন বাসে বাঘের বাজার যায়।
১২ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:২৪
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ, বলে দেওয়ার জন্য।
১০| ১২ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৪৭
মাথা ঠান্ডা বলেছেন: দারুন তো । যাওয়ার ইচ্ছা জাগল।
১২ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:২৬
সাদা মনের মানুষ বলেছেন: ঠান্ডা মাথায় কইছেন তো
১১| ১২ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:১৪
জনাব মাহাবুব বলেছেন: সুন্দর পোষ্ট।
সাফারী পার্ক দেখতে মঞ্চায়
১২ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৪
সাদা মনের মানুষ বলেছেন: আমারো মুন্চায়
১২| ১২ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৩২
বনসাই বলেছেন: বাংলাদেশে এমনটা আছে জানা ছিলো না। শিরোনামে 'এশিয়ার সর্ববৃহৎ সাফারি পার্ক ভ্রমণ' দেখে ভাবলাম বিদেশের কোনোটা? কোথায় সেটা পড়তে যেয়েই প্রথম বাক্যেই আটকে গেলাম। এ যে আমাদের দেশেই, হাতের নাগালের ভেতর। রাজনৈতিক অবস্থা সহনশীল হলেই যাওয়ার ইচ্ছা আছে।
নিরাপত্তা ব্যবস্থা কেমন? গাড়ি ও পরিবার নিয়ে এখন যাওয়া কি যাবে?
রেস্টুরেন্টের খাবারের মান কেমন? বাইরের খাবার কি সাথে নেয়া যায়?
১২ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৫১
সাদা মনের মানুষ বলেছেন: নিরাপত্তা ব্যবস্থায় আমার মনে হয় কোন সমস্যা নাই, রেষ্টুরেন্টগুলো ঠিক চালু হয়েছে বলা যাবেনা, তবে ফাষ্টফুট জাতিয় খাবার পাওয়া যায়। পরিার নিয়া গেলেই তো মজা বেশী, বিষেশ করে ছোট বাচ্চারা খুবই মজা পাবে, ধন্যবাদ।
১২ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৫
সাদা মনের মানুষ বলেছেন: বাহিরের খাবার সাথে নেওয়া যাবে না।
১৩| ১২ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৪২
মুস্তাক বলেছেন: দয়া করে আমায় কি ঠিকানাটা দিবেন? আমি যেতে ইচ্ছুক, সঠিক ঠিকানাটা দরকার, ঢাকা থেকে যেতে চাইলে কোথায় নামতে হবে জানাবেন প্লিজ, আমায় একটা ম্যাসেজ করলে উপকৃত হব ০১৭১৭৭৬১৬১০ অথবা মেইল ঃ [email protected] / [email protected]
১২ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৩
সাদা মনের মানুষ বলেছেন: ঢাকা থেকে ময়মনসিংহে রুটে বাঘের বাজার নামতে হবে, ওখান থেকে অটো রিক্সা বা সিএনজি নিয়ে তিন কিলোমিটার গ্রামের ভেতর দিয়ে পাকা রাস্তা। কোন ঝুট ঝামেলা নাই।
১৪| ১২ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৪৭
শাহরিয়ার খান রোজেন বলেছেন: প্রেমিকারে নিয়া এই মাসেই চইল্যা যামু ।
১২ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৪
সাদা মনের মানুষ বলেছেন: মারাত্বক কাজ অইবো, বনের ভেতর সুন্দর সুন্দর বেঞ্চ বানানো আছে, অনায়াসেই একটি দিন কাটিয়ে দেওয়া যায়।
১৫| ১২ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৫৮
গান পাগলা বলেছেন: খাঁন রোজেন বলেছেন: প্রেমিকারে নিয়া এই মাসেই চইল্যা যামু ।
১২ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৬
সাদা মনের মানুষ বলেছেন: ক্যান কম খারাপ হইবনি ?
১৬| ১২ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:২৯
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: দারুন তো! এই খানে তো বেড়াইতে যাওয়া লাগে!!!!
১২ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৯
সাদা মনের মানুষ বলেছেন: হুমম, খুবই চমৎকার জায়গা।
১৭| ১২ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৯
টুম্পা মনি বলেছেন: বাহ দারুণ তো!!! ঐ পাখিগুলো কামড় দেয় না? আমার একটা টিয়া ছিল। ও কামড় দিতো।
১২ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৯
সাদা মনের মানুষ বলেছেন: ওরাও তাই করে, তবে সব সময় তো আর কামড়ায় না।
১৮| ১২ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৩
মাহতাব সমুদ্র বলেছেন: প্রেমিকা থাকলে এই শুক্রবারেই যাইতাম। আপাতত প্রিয়তে নিলাম থাক, জুটলে নিয়ে যাব
১২ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:০১
সাদা মনের মানুষ বলেছেন: একটা বিজ্ঞপ্তি দিোয়া তাড়াতাড়ি প্রেমিকা একটা জুটাইয়া ফেলেন, তারপর
১৯| ১২ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৪
শরৎ চৌধুরী বলেছেন: ভিতরে কি বাইক নিয়ে যাওয়া যায়?
১২ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:০২
সাদা মনের মানুষ বলেছেন: না, বাইক কিংবা কার নিয়া ঢোকা যাবে না, ধন্যবাদ।
২০| ১২ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:২৩
অপরাজিত একজন বলেছেন: বঙ্গবন্ধুর আরো একটি স্বপ্ন বাস্তবায়িত হলো। বঙ্গবন্ধু সাফারি পার্ক ভালো লাগলো । সময় পেলে যাব একদিন।
১২ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬
সাদা মনের মানুষ বলেছেন: স্বপ্ন কিনা জানিনা, তবে বিষয়টা খুবই ভালো, ধন্যবাদ।
২১| ১২ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:৩৮
ইয়েন বলেছেন: অসাধারণ ..... +
১২ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৩
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ, আপনাকেও +++++
২২| ১২ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:৩৮
সরকার আলী বলেছেন: যদি কিছু মনে না করেন তাহলে বলি-
যেকোন সাফারি পার্ক বা চিড়িয়াখানায় বিনোদন, সংরক্ষণ ও গবেষণার জন্য আবদ্ধ রাখা প্রাণি, পাখির শেডে (shed) দর্শনার্থীদের প্রবেশ (আপনার চিত্র নং- ১১) এবং/অথবা তাদেরকে খাবার খাওয়ানো (চিত্র নং- ১২) আইনত নিষেধ এবং দন্ডনীয় অপরাধ। কেন না আপনি নিজে এবং/অথবা আপনার সরবরাহ করা খাবার পশু-পাখির রোগের কারণ হওয়া অস্বাভাবিক কিছু নয়। বিপরীতক্রমে, পশু-পাখি হতে আপনি নিজেও সংক্রামক ও মারাত্মক zoonotic disease যেমন Dengue fever, N1H1 flu, Nipah fever, Plague, Rabies ইত্যাদিতে আক্রান্ত হতে পারেন।
এ ব্যাপারে 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্ক' কর্তৃপক্ষ ও দর্শনার্থীদের সদয় দৃষ্টি আকর্ষণ করছি।
১২ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৩
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ সদুপদেশ দেওয়ার জন্য, তবে আমি যখন পাখির সেডে গিয়েছিলাম তখনই মাত্র পাখির সেডের তালা খুলেছিলো, সারা রাত না খেয়ে পাখিগুলোও ছিলো বেশ ক্ষুধার্থ। পাখিগুলোকে খাওয়ানোর জন্য কর্তৃপক্ষ সুর্য্যমুখীর যে বিচি পাঠিয়েছিলো সেগুলো থেকেই আমি ওদের খাইয়েছি ওদের অনুমতিক্রমে।
আর আমি সব সময় সারা দেশ চষে বেড়াই, কোথায় রোগ জীবানু আছে বা নাই এসব আমার ভাবার সময় নাই, তাই তো আমি ড্যাম কেয়ার। আমি আজো ঘুরতে গেলে ঝর্ণা বা নদী বা পুকুরের পানি পান করি, রোগ শোকের মতো এতোসব নিয়ে ভাবলে আমাকে বাড়িতেই আবদ্ধ থাকতে হবে, ধন্যবাদ।
২৩| ১২ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:২০
মোঃ ইসহাক খান বলেছেন: অনেক কিছু দেখা হল।
বরাবরের মতই ভালোলাগা।
১২ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৪
সাদা মনের মানুষ বলেছেন: আপনার প্রতি রইলো অনেক অনেক শুভেচ্ছা
২৪| ১২ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৫
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: প্রিয় কামাল ভাই:
বাঘ দেখে ভয় পাই নি, তবে বিলাই চিমটি দেখে ভয় পেয়েছি।
ভেতরে গাড়ি চলে? জানি না।
যেতে হবেই একবার।
শুভেচ্ছা জানবেন
১২ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৯
সাদা মনের মানুষ বলেছেন: ৩১ অক্টোবর উদ্বোধন হয়েছে, আমি গিয়েছিলাম ২ নভেম্বর, তখন ভেতরে গাড়ির ব্যবস্থা ছিলো না, শুনেছিলাম সপ্তাহ খানেকের ভেতরেই গাড়ির ব্যবস্থা হয়ে যাবে, সেই হিসাবে মনে হয় এখন গাড়ি চলে, ধন্যবাদ মইনুল ভাই, কেমন আছেন?
২৫| ১২ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:১৩
একজন আরমান বলেছেন:
দারুণ তো। আপনার ভ্রমন পোষ্ট দেখে তো আমার এখন ই যেতে ইচ্ছা করছে।
১২ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩২
সাদা মনের মানুষ বলেছেন: ভ্রমণের নেশা যাদের তাদের কেউ আটকে রাখতে পারে না, না সংসার না চাকুরী, ধন্যবাদ।
২৬| ১২ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৩২
কাশিফ বলেছেন: এক দেশে এক নামে একই জিনিষ কয়টা থেকে?কক্সবাজারে একটা আবার ময়মনসিংহে আরো একটা?
Click This Link
১২ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬
সাদা মনের মানুষ বলেছেন: এই বিষয়ে আমার কোন বক্তব্য নাই, আমি রাজনীতিক লোক নই, এটা রাজনৈতিক প্রশ্ন
২৭| ১২ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৮
আমি ইহতিব বলেছেন: আপনার ভ্রমণ বিষয়ক পোস্ট দেখে দেখে অদেখা ও অজানা অনেক জায়গা দেখ হয় আর অনেক তথ্য জানাও হয়। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য। আপনার অন্য পোস্টগুলোও সময় করে দেখার চেষ্টা করবো।
১২ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:০৬
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ আপু, আপনি ইদানিং আমার পোষ্টগুলোতে খুবই নিয়মিত থাকছেন।
২৮| ১২ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:২১
েবনিটগ বলেছেন:
১৩ ই নভেম্বর, ২০১৩ সকাল ৮:০৫
সাদা মনের মানুষ বলেছেন:
২৯| ১২ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৩০
অথৈ সাগর বলেছেন: জানা ছিল না । যেতে হবে । ধন্যবাদ ।
১৩ ই নভেম্বর, ২০১৩ সকাল ৮:০৯
সাদা মনের মানুষ বলেছেন: নতুন হয়েছে, তাই বেশীর ভাগ মানুষই এখনো জানেনা, যান ভালো লাগবে।
৩০| ১২ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৫২
নুর ফ্য়জুর রেজা বলেছেন: ++
১৪ ই নভেম্বর, ২০১৩ সকাল ৮:৪১
সাদা মনের মানুষ বলেছেন:
৩১| ১২ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:১২
এহসান সাবির বলেছেন: চমৎকার। যেতে হবে......!!!
১৪ ই নভেম্বর, ২০১৩ সকাল ৮:৪২
সাদা মনের মানুষ বলেছেন: হুমম
৩২| ১২ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৫৬
কিং অফ মাইনকা চিপা বলেছেন: চমৎকার। জেতেই হবে।
সাপ্তাহিক বন্ধের দিন আছে? নাকি প্রতিদিন ই খলা থাকে?
১৪ ই নভেম্বর, ২০১৩ সকাল ৮:৪৫
সাদা মনের মানুষ বলেছেন: সম্ভবত কোন সাপ্তাহিক ছুটি নাই।
৩৩| ১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ২:০২
স্নিগ্ধ শোভন বলেছেন:
দুর্দান্ত পোষ্ট++++++
১৪ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:১৪
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ
৩৪| ১৩ ই নভেম্বর, ২০১৩ সকাল ৮:১৪
ভিটামিন সি বলেছেন: আমি ভিটামিন সি বলছি। অসম্ভব সুন্দর লেগেছে পোষ্ট টা। কিছু কিছু বিষয় আমি সিংগাপুর বার্ড পার্ক এবং সিংগাপুর জু এর অনুকরনে করা হয়েছে দেখতে পেলাম । ভালোই লাগছে যে আমার ছেলে মেয়েকে বাঘ, সিংহ, ময়ুর, কুমির দেখাতে আর মিরপুর যাওয়া লাগবে না। বাড়ির এতো কাছে জু রেখে মিরপুর কেন যাবো?? আমার বাড়ি থেকে মাত্র ৩৩কিমি (৭৮-৪৫) দুরে এই পার্ক!!!
যাওয়ার রাস্তাটা কামাল ভাই আমি বলে দেই। মহাখালী বাস টার্মিনাল থেকে মাওনা, ভালুকা, ময়মনসিংহ, ফুলবাড়ীয়া, মুক্তাগাছা, জামালপুর, শেরপুর, নালিতাবাড়ী, ঝিনাইগাতী, হালুয়াঘাট, নেত্রকোনা, আঠারোবাড়ী, গৌরীপুর, ঈশ্বরগঞ্জ, পাকুন্দিয়া, হোসেনপুর এর যে কোন গাড়িতে উঠেই আপনি বাঘের বাজার যেতে পারবেন। তবে এতো অল্প দুরত্বের জন্য দুরপাল্লার গাড়িতে করে না গিয়ে প্রভাতী বনশ্রীতে / জলসিড়িতে করে চলে যান বাঘের বাজার। তারপর দেখবেন কত্ত কত্ত সিএনজি দাড়িয়ে আছে আপনাকে ভেতরে নেয়ার জন্য।
১৪ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:১৯
সাদা মনের মানুষ বলেছেন: অনেক ধন্যবাদ, আপনার কাছ থেকে যাতায়াতের ব্যাপারটা বিস্তারিত জানা গেল।
৩৫| ১৩ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:০৬
সুমন জেবা বলেছেন: চমৎকার। জেতেই হবে।
সাপ্তাহিক বন্ধের দিন আছে? নাকি প্রতিদিন ই খলা থাকে?
১৪ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৪৭
সাদা মনের মানুষ বলেছেন: আমি যতটুকু জেনেছি সাত দিনই খোলা,
৩৬| ১৪ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:৫৫
জুন বলেছেন: আমাদের দেশেও এত সুন্দর সাফারি পার্ক আছে জেনে আর দেখে ভালোলাগলো সাদা মনের মানুষ। প্রানীগুলোও বেশ সুস্থ সবল মনে হলো। চিড়িয়াখানায় রাখা করুন জীর্ন দশা নয়।
শুভকামনা রইলো
+
১৪ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৬
সাদা মনের মানুষ বলেছেন: ঠিকই বলেছেন, ধন্যবাদ।
৩৭| ১৪ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:০৬
সিদ্ধার্থ. বলেছেন: দারুন সুন্দর !! এটাকে ন্যাচেরাল চিড়িয়াখানা বলা যেতে পারে ।পাখী গুলিকে তো খুবই সুন্দর ভাবে রাখা হয়েছে ।
১৪ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮
সাদা মনের মানুষ বলেছেন: তাও বলা যায়, ধন্যবাদ।
৩৮| ১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৪০
অদ্বিতীয়া আমি বলেছেন: আমার তো বিশ্বাস ই হচ্ছিলো না এমন কিছু আমাদের দেশে আছে । আপনার জন্য জানা হল । অনেক চমৎকার!
ভালো লাগলো অনেক ।
২৩ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:২৪
সাদা মনের মানুষ বলেছেন: হে হে হে আপনাকে ধন্যবাদ।
৩৯| ১৮ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:০২
আদম_ বলেছেন: অদ্বিতীয়া আমি বলেছেন: আমার তো বিশ্বাস ই হচ্ছিলো না এমন কিছু আমাদের দেশে আছে । আপনার জন্য জানা হল । অনেক চমৎকার!
২৩ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৩১
সাদা মনের মানুষ বলেছেন: লেখক বলেছেন: হে হে হে আপনাকে ধন্যবাদ।
৪০| ২২ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৩৯
এস এম কায়েস বলেছেন: ঘুরতে যেতে হয় একদিন তাহলে। এত সুন্দর একটা যায়গা!!
২২ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৪
সাদা মনের মানুষ বলেছেন: হুমম, যাওয়াই তো উচিৎ
৪১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:৫৭
খেয়া ঘাট বলেছেন: ++++++++++++++++++++++++++++++++++++++++++++
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:০৪
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ
৪২| ০৫ ই মার্চ, ২০১৭ রাত ৮:০৪
আমির ইশতিয়াক বলেছেন: বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্কে গিয়েছিলাম। মাঝপথে ক্যামেরা নষ্ট হয়ে যাওয়া তেমন ছবি তুলতে পারিনি। আমার এই ভ্রমণ নিয়ে আমি একটি ভ্রমণকাহিনী লিখেছি। কাহিনীর প্রয়োজনে আপনার এই পোস্ট থেকে দুটো ছবি নিলাম। ক্যাপশনে আপনার নাম ব্যবহার করেছি।
০৬ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:৪৪
সাদা মনের মানুষ বলেছেন: অনেক খুশি হলাম যে, আমার তোলা ছবি আপনার মতো গুণী মানুষের কোন কাজে এসেছে জেনে।
©somewhere in net ltd.
১|
১২ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:৫১
অশ্রু কারিগড় বলেছেন: অসাধারণ লাগল । যত তাড়াতাড়ি সম্ভব যাব একবার ।