![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'
ঢাকা টু চিটাগাং রেল লাইন ধরে হাটা শেষ করেছি। পরবর্তি পরিকল্পনা ছিল ঢাকা টু সিলেট রেল লাইন ধরে হাটার । আখাউড়া স্টেশনের আগে তিতাস নদীর কড্ডা ব্রিজ পর্যন্ত ঢাকা টু চিটাগাং আর ঢাকা টু সিলেটের একই রুট হওয়ায় আমি সিলেটের পথে হাটা ধরেছি আসলে তিতাস নদীর কড্ডা ব্রিজ থেকে। আর কড্ডা ব্রিজের আগে যতগুলো স্টেশন আছে সেগুলোও আমি গননায় আনবো। সুতরাং আমার ঢাকা টু সিলেট প্রথম পোষ্টই হবে ঢাকা টু সিলেট ২৪তম স্টেশন। তারপর ২৫..২৬......এভাবেই ক্রমান্বয়ে সিলেট পর্যন্ত যতগুলো স্টেশন গনণা হয়ে যাবে।
আমার হাটার ধরণ তো আপনাদের জানাই আছে। আমি এক ষ্টেশন থেকে পরবর্তী স্টেশনের মধ্যবর্তী স্থানগুলোর ছবি দিব এবং প্রতি ষ্টেশনের জন্য একটা করে পোষ্ট । এতে করে স্টেশনের নাম এবং সংখ্যাটা ও হিসেব হয়ে যাবে ।
আমাদের হাটার ধরণঃ- সারাদিন রিলাক্স মুডে রেল লাইন ধরে হাটব, সন্ধ্যায় গাড়িতে করে বাড়িতে ফিরে আসব । এই সপ্তায় যেখানে আমার হাটা শেষ হবে আগামী সপ্তায় সেখান থেকে হাটা শুরু করবো এবং আবারো সন্ধ্যায় বাড়িতে ফিরে আসব । এভাবেই পর্যায়ক্রমে আমি সিলেট এর দিকে অগ্রসর হব এবং যতদিন না আমি সিলেট পৌছতে পারি । প্রতি সপ্তাহে হাটা আমার দ্বারা সম্ভব হচ্ছে না, তাই সিলেট পর্যন্ত কবে গিয়ে পৌছব এখনো জানি না, বলতে পারেন অজানা গন্তব্য
স্টেশনের অবস্থানঃ এটা ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার অন্তর্গত একটি স্টেশন ।
(২) আজমপুর স্টেশন পার হয়ে আমরা সিলেটের দিকে এগিয়ে চললাম।
(৩) দু'জন মাদ্রাসা ছাত্র রেল লাইন ধরে হেটে যাচ্ছে।
(৪) একজন স্থানীয় সবজি বিক্রেতা।
(৫) মাছ ধরারত বালক।
(৬) জঙ্গল মেহেদির ফুল ও ফল।
(৭) কাজতো একটাই, শুধু হেটে এগিয়ে যাওয়া।
(৮) শাপলা ফুল।
(৯) চাঁদমালা ফুল মালার মতো ফুটে আছে সরোবরে।
(১০) সব সময় তো ক্যামেরার পিছনে থাকি, তাই একটু সামনে আসা
(১১/১২) ছোট্ট চমৎকার এই ফলগুলো আগে কখনো দেখিনি, নাম ও জানিনা।
(১৩) চোখ ধাঁধাঁনো সবুজ ভেদ করে ছুটে আসছে যান্ত্রিক অজগর।
(১৪) স্থানীয় ভাষায় আমরা এই ফলটাকে বলি দাতই, বিচি সর্বস্য এই ফল খাওয়াও যায়, তবে কোন স্বাদ নেই।
(১৫) বাঁশ কঞ্চির এক ধরনের বন্দুক বানিয়ে এই দাতই ফল দিয়া বানাতাম গুলি। কঞ্চির দুই দিকের ছিদ্রে এই ফল ডুকিয়ে যেকোন একদিক থেকে নিচের সরু কন্চিটা দিয়ে জোরে চাপ দিলেই বিপরীত দিক থেকে বুনোফলটা শব্দ করে বের হয়ে যায়। তারপর একটা একটা করে বুনোফল ভরে চাপ দিয়ে তা ফাটানো হয়...
এই বন্দুক দিয়ে, গায়ে লাগলে ব্যথাও হয় বেশ।
(১৬/১৭) এক সময় আমরা পৌছে যাই পরবর্তি স্টেশন মেরাসানীতে।
আগের পর্বঃ ঢাকা টু সিলেট...... ( আজমপুর, স্টেশন নং-২৪)
পরবর্তি পর্ব হবেঃ ঢাকা টু সিলেট...... ( মুকুন্দপুর, স্টেশন নং-২৬)
০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ৯:০৮
সাদা মনের মানুষ বলেছেন:
২| ০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ৯:০৯
লেখোয়াড় বলেছেন:
আপনার এই ভ্রমণ আমাকে দারুন পুলকিত করে। আমার মনে হয় আমি যদি একটু সময় পেতাম, তবে এমনভাবে ঘুরে বেড়াতাম।
আপনারা ক'জন এক সাথে?
অনেক অনেক শুভকামনা আপনার জন্য।
০২ রা জানুয়ারি, ২০১৪ সকাল ৭:৪৯
সাদা মনের মানুষ বলেছেন: আমি নিজেও যে কোন ভ্রমণেই রোমাঞ্চিত হই, আমারা দুইজন থেকে চারজনের টিম সম সময় যাই, ধন্যবাদ।
৩| ০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ৯:১৩
রেন বলেছেন: Nice to see again!
Thanks
০২ রা জানুয়ারি, ২০১৪ সকাল ৭:৫০
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ
৪| ০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫৯
পথহারা নাবিক বলেছেন: ভাই আমাকে একটু নিয়া যাইতে পারলেন না!!
০২ রা জানুয়ারি, ২০১৪ সকাল ৭:৫৫
সাদা মনের মানুষ বলেছেন: আপনাকে নিলে তো আমি পথ হারিয়ে ফেলবো
৫| ০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩২
মামুন রশিদ বলেছেন: দাতই ফল দিয়ে আমরাও টাশটুশ বন্দুক কামান চালাতাম
সাথে আছি ভাই, আপনি এগিয়ে চলেন
০২ রা জানুয়ারি, ২০১৪ সকাল ৭:৫৮
সাদা মনের মানুষ বলেছেন: হুম, দুপক্ষ যুদ্ধও করতাম, খুব মজা হতো
৬| ০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১:০১
আবাবিল৬৯১৯ বলেছেন: ভাই আমেরিকায় থেকে ও মনে হয় দেশে ই আছি । দয়া করে শায়েসতা গনজ জগশন এর ছবি দেখটে খুব আগরহি । যেখানে আমার বাস ছিল ।
০২ রা জানুয়ারি, ২০১৪ সকাল ৮:০৪
সাদা মনের মানুষ বলেছেন: শায়েস্তাগঞ্জের বড় মসজিদটার ছবি আমার কাছে কোথাও আছে, পরে খুজে দেখবো, ধন্যবাদ।
৭| ০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ২:৫০
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনার সাথে এই ধরনের একটা ভ্রমনে যাবার ব্যাপারে তীব্র ইচ্ছা পোষন করি। সম্ভব হলে জানাবেন। অতি অবশ্যই অংশগ্রহন করিব। ব্যাপারটা খুবই এক্সাইটিং! সাথে আছি ভাই, চালিয়ে যান।
০২ রা জানুয়ারি, ২০১৪ সকাল ৮:০৬
সাদা মনের মানুষ বলেছেন: আমার পক্ষ থেকে কোন সমস্যা নাই, তবে আপাতত দেশের অবস্থা ভালো না হলে রেল লাইনে আর হাটছি না, ধন্যবাদ।
৮| ০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ৩:০১
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
নিজের জেলা।
মেরাসানি গিয়েও এসেছি দুইবার।
উচু এলাকা, বেশ সুন্দর।
০২ রা জানুয়ারি, ২০১৪ সকাল ৮:০৭
সাদা মনের মানুষ বলেছেন: ঠিক বলেছেন দুর্জয় ভাই, এলাকাটা বেশ পরিচ্ছন্ন, আমার খুবই ভালো লেগেছে।
৯| ০২ রা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০৭
শুঁটকি মাছ বলেছেন: দারুনতো!!!!!!!!!!
ছবিগুলো বেশ সুন্দর।পরে সময় পেলে বাকি পোস্টগুলিও দেখে নেব।
০২ রা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৭
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, পাগলের পোষ্ট মনে ধরেছে জেনে আমি পাগল হলাম
১০| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:০৫
সিদ্ধার্থ. বলেছেন: চলছি আপনার সাথে
০৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:২২
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ, সাথে থাকার জন্য
১১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪৯
মোঃ ইসহাক খান বলেছেন: ভালোলাগা রেখে গেলাম।
০৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:২৮
সাদা মনের মানুষ বলেছেন: আপনার ভালো লাগা আমি নিয়ে গেলাম
১২| ০৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:২৬
আদম_ বলেছেন: পথহারা নাবিক বলেছেন: ভাই আমাকে একটু নিয়া যাইতে পারলেন না!
লেখক বলেছেন: আপনাকে নিলে তো আমি পথ হারিয়ে ফেলবো
বেস্ট কমেন্ট অব দি ইয়ার
আল্লাহ আপনার হাতে কলম দেয়নি ক্যামেরা দিয়েছে। আমার প্রিয় পোস্টের তালিকায় যোগ হলো আরেকটি পোস্ট। ভালো থাকবেন।
০৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৬
সাদা মনের মানুষ বলেছেন: আদম ভাই, আপনি আমাকে ভালোবাসেন বলেই এমন বলেন, ধন্যবাদ ভাইজান।
১৩| ০৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৩৬
আবাবিল৬৯১৯ বলেছেন: শায়েসতাগনজের বড় মসজিদের ছবিটা ছাপবেন ।
০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৮:৪৫
সাদা মনের মানুষ বলেছেন: আমি খুজে দেখবো ভাই।
১৪| ১৬ ই মে, ২০১৪ রাত ৯:৩৪
বোকামানুষ বলেছেন: ১১/১২ ফলগুলো দেখতে দারুণতো খাওয়া যায় কি? মানে টেস্ট করে দেখতেন
২১ শে মে, ২০১৪ সন্ধ্যা ৬:৩০
সাদা মনের মানুষ বলেছেন: দেখতে সত্যিই চমৎকার, টেষ্ট করে দেখার সাহস হয়নি, ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ৯:০৩
খেয়া ঘাট বলেছেন: চমৎকার।
নিরাপদ,আনন্দদায়ক হোক আপনার পথ চলা।
নতুন বছরে রইলো নিরন্তর শুভকামনা।