নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছিলাম বইয়ের পোকা, এখন ইন্টারনেটের ।

সাদা মনের মানুষ

বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'

সাদা মনের মানুষ › বিস্তারিত পোস্টঃ

হানজরাই পাড়া.......একটি স্বর্গীয় গ্রাম

১৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৩৭



বাংলার ভূ-স্বর্গ পার্বত্য জেলা বান্দরবান। এর ভেতরের ছোট্ট এক টুকরো স্বর্গের নাম হানজরাই পাড়া। বান্দরবানের গহীনে পাহাড়ি অরণ্য ঘেরা ছোট্ট একটা গ্রাম। গ্রামটা খুব একটা গোছানো তেমন বলা যাবে না। তবে খরস্রোতা রেমাক্রি খালের পাশে এ গ্রামটিকে স্বর্গ বললে যেনো একটু কমই বলা হয়। এখানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ত্রিপুরাদের বসবাস।



দুই দিকেই উঁচু পাহাড় দ্বারা পরিবেষ্টিত। আর সামনে রেমাক্রি খাল, রেমাক্রি খালটাকে আমি নদী বলতেই স্বাচ্ছন্দ বোধ করি। খালের উপারে আবারো উঁচু পাহাড়। আমি সঠিক বলতে পারছি না এই গ্রামের উচ্চতা, তবে অনুমান করি ১২০০ থেকে ১৫০০ ফুট উঁচুতে এই গ্রামটি। উচ্চতা কম হলে কি হবে, এই গ্রামে পৌছতে হলে আপনাকে টপকাতে হবে অনেক উঁচু উঁচু পাহাড়, মানে অনেকগুলো উঁচু পাহাড়ের মধ্যিখানে নীচু একটা গ্রাম।



এই গ্রামটিতে পৌছতে বান্দরবান থেকে তিন দিনের পথ। বগালেকের কাছাকাছি পর্যন্ত চান্দের গাড়িতে করে যাওয়া যাবে তারপর পুরোটাই পাহাড়ের চড়াই উৎরাই পেরিয়ে যেতে হবে এই গ্রামটিতে। এখান থেকে মাথা উঁচু করলে দেখা যায় বাংলাদেশের সর্বোচ্চ চুড়া সাকা হাফং। আসুন আমার ক্যামেরায় দেখি এই সুন্দর গ্রামটিকে।



(২) নয়াচরণ পার হয়ে আমাদের টিম ক্রমান্বয়ে অনেক নিচের হানজরাই পাড়ার দিকে নেমে যাচ্ছে।





(৩) ওই তো রেমাক্রির ওপারের দেখা যায় কাঠ বাঁশের স্বর্গীয় কুড়েগুলো।





(৪) এক সময় আমরা নেমে এলাম রেমাক্রির বুকে, অসম্ভব পিচ্ছিল এই পাথর সঙ্কুল খরস্রোতা রেমাক্রিতে একটু অসতর্ক হলেই মহা বিপদ। তাই খুব সাবধানে এই খাল পারি দিতে হয়।





(৫) আমাদেরকে প্রথম যিনি স্বাগতম জানিয়েছেন, একজন ত্রিপুরা শিশু।





(৬/৭) আমাদের আগমনে গ্রামের লোকজন সবাই বেড়িয়ে আসতে থাকে।







(৮) একটি বাড়ির সামনে অনেকগুলো ত্রিপুরা শিশু আগুন পোহাচ্ছিল।





(৯) এই গ্রামে দাড়িয়ে খুব কাছেই দেখা যায় আকাশ ছোয়া বাংলাদেশের সর্বোচ্চ চুড়া সাকা হাফং, যদিও ওখানে চড়তে হলে আর প্রায় ২০০০ফিট পাহাড় আমাদেরকে ডিঙ্গাতে হবে।





(১০/১১) এক সময় আমরা হানজরাই পাড়াকে পিছনে ফেলে রেমাক্রি ধরে আরো এগিয়ে চললাম।







(১২) পেছন ফিরে হানজরাই পাড়ার আরো একটা ছবি..........





(১৩) খুবই ঝুঁকিপূর্ণ পথ ধরে আমরা এগিয়ে গেলাম।





(১৪) কখনো বা বিশাল বিশাল পাথরের মাধ্যিখান দিয়ে এগিয়ে চললাম, যেখানে আমরা ব্যগ নিয়ে আটকে পড়ছিলাম।





(১৫) এক সময় আমরা পথ ভুল করে হানজরাই পাড়া সংলগ্ল রেমাক্রি খালের এমন একটা পয়েন্টে এসে উপস্থিত হয়েছি যে আমরা সবাই বাকরুদ্ধ প্রায়।





(১৬) পথ যে ভুল করেছি সেটা আমরা ভুলে গেলাম, ঝাপ দিলাম এক স্বর্গের শীতল জলে, নিমেষে আমাদের তিন দিনের পথ ক্লান্তি রেমাক্রির জলের স্রোতের সাথে মিশে পাহাড়ের কোন বাঁকে হারালো কে জানে?





পরিশেষে পাহাড়ি সুন্দরী রেমাক্রির কানে কানে আমি শুধু একটা কথাই বলেছিলাম, আই লাভ ইউ রেমাক্রি। জবাবে সে খলবলিয়ে হেসে হেসে ছুটে চললো পাহাড়ের ঐ অজানে কোন বাঁকে।

মন্তব্য ৬৩ টি রেটিং +৪/-০

মন্তব্য (৬৩) মন্তব্য লিখুন

১| ১৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:০৪

ভিটামিন সি বলেছেন: সেইরাম চমতকার করে ছবি আর বর্ণনা দিলেন কামাল ভাই। আপনার চোখে আমি দেশকে দেখছি। ভালো থাকবেন নিরন্তর।

১৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৭:৩৩

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, আপনিও ভালো থাকুন সব সময়।

২| ১৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:১২

নীল ভোমরা বলেছেন: হানচি-তিন্দু-রেমাক্রি পর্যন্ত নৌপথেই যাওয়া যাবে!....... আমি রেমাক্রি, না্ফাখুম গেছি। কোনটা হানজরাইপাড়া বলতে পারবোনা। রেমাক্রিখুম (যেখানে রেমাক্রি খাল সাঙ্গুতে মিশেছে) হতে রেমাক্রি খালের পাড় দিয়ে হাটাপথে নাফাখুম পর্যন্ত গেছি.... পথে হানজরাইপাড়া পরেছে কি?

১৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৭:৪০

সাদা মনের মানুষ বলেছেন: না ভাই, আপনি রেমাক্রি বাজার থেকে রেমাক্রি খাল ধরে যে নাফাখুম গিয়েছেন সেখানে মোটামুটি ৩ থেকে ৪ ঘন্টার পথ। আর রেমাক্রি বাজার থেকে হানজরাই পাড়া কমপক্ষে দুই দিনের পথ। রেমাক্রি খালটা কিন্তু এঁকেবেঁকে বান্দরবানের অনেক বিশাল এলাকায় বয়ে বেড়িয়াছে।

আপনি নাফাখুমের কাছাকাছি কোথাও দাড়িয়ে বাংলাদেশের সর্বোচ্চ চুড়া সাকাহাফং দেখার চিন্তা করতে পারেন না। এই গ্রামটা সাকা হাফং এর প্রায় পায়ের কাছের একটা গ্রাম। যদিও ওখান থেকে সাকা হাফং চড়তে আরো প্রায় ২০০০ ফিট উঠতে হবে, ধন্যবাদ।

৩| ১৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:১৯

শরৎ চৌধুরী বলেছেন: বাহ কি সুন্দর!!!

১৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৭:৪৩

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, ,শ্রদ্ধা জানবেন।

৪| ১৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪২

আমাবর্ষার চাঁদ বলেছেন: সুন্দর এবং চমৎকার.......

১৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৭:৪৫

সাদা মনের মানুষ বলেছেন: ঠিক আমাবর্ষার চাঁদের মতোই, তাই না ভাই :D

৫| ১৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৫০

কান্ডারি অথর্ব বলেছেন:


অনেক সুন্দর পোস্ট ++++

১৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৭:৪৬

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ কান্ডারি, ভালো থাকুন, সব সময়।

৬| ১৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৩

সিদ্ধার্থ. বলেছেন: পাহাড়ি মানুষের মন কত সুন্দর না ....সত্যিকারের সরল আর পরিশ্রমী ।

+++

১৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৭:৪৮

সাদা মনের মানুষ বলেছেন: ১০০% ঠিক বলেছেন ভাই, পাহাড়িদের সরলতায় আমি বরাবরই মুগ্ধ, আর ওদের পরিশ্রমী জীবনের কথাটা নাই বা বললাম, ধন্যবাদ।

৭| ১৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৩

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: অদ্ভূত রকমের সুন্দর তো!




ধন্যবাদ।

১৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৭:৫০

সাদা মনের মানুষ বলেছেন: সত্যিই ভাই, আমাদের দেশ অসম্ভব রকম সুন্দর, ধন্যবাদ।

৮| ১৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৪

মোঃ আনারুল ইসলাম বলেছেন: বাহ কি সুন্দর ও চমৎকার!!! এত সুন্দর পোস্টে +++++++++++ নাদিলে পাপ হবে।

১৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৭:৫২

সাদা মনের মানুষ বলেছেন: কিযে বলেন ভাই, ভালো থাকবেন, সব সময়।

৯| ১৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:২২

বন্ধুহারা০০ বলেছেন: অসম্ভব সুন্দর পোষ্ট........

১৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৭:৫৫

সাদা মনের মানুষ বলেছেন: আপনি বন্ধুহারা নন, আমিই হবো আপনার বন্ধু :-B

১০| ১৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪৩

মামুন রশিদ বলেছেন: চমৎকার ভ্রমন!

১৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৭:৫৬

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ মামুন ভাই, কেমন আছেন ?

১১| ১৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:২০

পথহারা নাবিক বলেছেন: ভাই এইটা কি দিলেনরে!! মনতো আর ঘরে থাকতে চায় না!!

১৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৭:৫৯

সাদা মনের মানুষ বলেছেন: আপনি তো পথ হারিয়েছেন অনেক আগেই, ঘরে পৌছলেন কবে ;)

১২| ১৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:০৮

হেডস্যার বলেছেন:
ওফ ! মাইরি কি অসাধারন রে ??

১৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৮:০১

সাদা মনের মানুষ বলেছেন: স্যার আপনে এইডা কি কন ;)

১৩| ১৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩৬

এবার তোরা মানুষ হ বলেছেন: কামাল ভাইয়ের কারনে বাংলাদেশের অনেক সুন্দর সুন্দর জায়গা গুলো ঘুরা হয়ে যায় তার সাবলীল বর্ণণার কারনে ।ধন্যবাদ ব্রাদার , ভালো থাকবেন।

১৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৮:০৮

সাদা মনের মানুষ বলেছেন: অনেক ধন্যবাদ ভাই, আপনাদের এমন মন্তব্যে আমি বরাবরই উৎসাহিত হই।

১৪| ১৫ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫০

দুঃখিত বলেছেন: স্বর্গীয় প্লাস ++++ পোস্ট এ :)

১৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৮:১০

সাদা মনের মানুষ বলেছেন: স্বর্গীয় ধন্যবাদ :-B

১৫| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫২

খেয়া ঘাট বলেছেন: এবার তোরা মানুষ হ বলেছেন: কামাল ভাইয়ের কারনে বাংলাদেশের অনেক সুন্দর সুন্দর জায়গা গুলো ঘুরা হয়ে যায় তার সাবলীল বর্ণণার কারনে ।ধন্যবাদ ব্রাদার , ভালো থাকবেন।

আচ্ছা এই বিচ্ছিন্ন গ্রামের অধিবাসীরা জীবিকা, ভরণ-পোষন এসব করে কেমন করে। শুধুই কি প্রকৃতি নির্ভর?

১৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:২১

সাদা মনের মানুষ বলেছেন: ওরা অনেকটাই স্বয়ং সম্পূর্ণ টাইপের, পাহাড়ি খালের মাছ, জুম চাষের শাকশবজি আর চাল ছাড়াও এসব গ্রামে প্রচুর শুকর মুরগী কোন কোন গ্রামে দেখেছি অনেক গয়াল ওরা পালন করে, অনেকে কাপড় ও বুনে। আর ঘরবাড়ির জন্য কাঠ, বাঁশ, ছনের তো পাহাড়ে কোন কমতি নেই। তারপরও কিছু কিছু জিনিসের জুন্য ওদের শহরে আসতে হয় কেউ আসে তিন দিনের পথ পারি দিয়ে কেউ বা পাঁচ দিনের, ধন্যবাদ।

১৬| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৫১

অন্তরন্তর বলেছেন:

শান্তির জায়গা। ছবিগুলো দেখে এমন জায়গায় শুধু
ঘুরতে না সারাজীবন থেকে যেতে ইচ্ছে করছে।
পোস্টে অনেক ভাললাগা রইল।

১৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩২

সাদা মনের মানুষ বলেছেন: ঠিকই বলেছেন অন্তরন্তর, তবে ওদের জীবন খুবই কঠিন, তবু কেনো জানি আমার ইচ্ছে হয় ওখানেই থেকে যাই।

১৭| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:২৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: দারুন দারুন এবং দারুন! খুবই যাওয়ার ইচ্ছে হচ্ছে! যদি ফাইনাল করি তাহলে আপনার সাথে যোগাযোগ করব। কিছুটা গাইডেন্স লাগলে নিব। ধন্যবাদ পোষ্ট প্রিয়তে নিলাম।

১৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:০৭

সাদা মনের মানুষ বলেছেন: আপনার ভালোবাসা কাল্পনিক হলেও আমারটা হবে বাস্তব, আপনার কোন প্রয়োজনে অবশ্যই সাধ্যানুযায়ী চেষ্টা করবো :D

১৮| ১৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৮:৩২

মোস্তফা কামাল পলাশ বলেছেন: "দেখিতে গিয়াছি র্পবতমালা
দেখিতে গিয়াছি সিন্ধু
দেখা হয় নাই চক্ষু মেলিয়া
ঘর হইতে দুই পা ফেলিয়া
একটি ঘাসের ডগার উপর
একটি শিশির বিন্দু।"


আমাদের পর্যটন কর্পোরেশনের উচিত দেশের জায়গা গুলো নিয়ে বিদেশে প্রচারনা চালানো। এতে করে দেশের পর্যটন আয় নিশ্চিত করেই বেড়ে যাবে বলে আমি মনে করি।

কানাডার নায়াগ্রা জলপ্রপাত, আমেরিকার রকি পর্বত দেখা হলেও দেখা হয়নাই দেশের সৌন্দর্য। আপনাকে ধন্যবাদ সেই সুযোগ করে দেবার জন্য।

পোস্টে পিলাচ +


১৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:০৮

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ মিতা, আপনি ঠিকই বলেছেন।

১৯| ১৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৩৮

হাসান কালবৈশাখী বলেছেন:
ছবিগুলো খুব সুন্দর উঠেছে!
মিষ্টি রোদে ... ঝলমল করছে!

১৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:১৬

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ হাসান ভাই, শ্রদ্ধা জানবেন।

২০| ১৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৪১

নীল ভোমরা বলেছেন:
আমি বগালেকেও গেছি........ তারপর চিংড়ি ঝর্ণা পর্যন্ত। বগালেক থেকে হানজরাইপাড়া পর্যন্ত হাঁটাপথে কতদিন লাগবে?

১৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:১৬

সাদা মনের মানুষ বলেছেন: চিংড়ি ঝর্ণার পর কেওকারাডাং পার হয়ে পাসিং পাড়া পর্যন্ত আমার মতে সহজ পথ, আর তার পরেই পথ অনেক কঠিন। আর চিংড়ি ঝর্ণা থেকে হানজরাই পর্যন্ত তিন দিনের হাটা পথ, যাওয়ার রুট হবে জাদিপাইপাড়ার পাস দিয়ে গিয়ে বাকলাই পাড়া-সিমত্লাপিপাড়া-থানদুইপাড়া-নয়াচরণপাড়া অতঃপর হানজরাই পাড়া

২১| ১৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:২০

ডরোথী সুমী বলেছেন: উফ! কী অপূর্ব ছবি। গ্রামটাও ছবির মতই সুন্দর!

১৬ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৩৩

সাদা মনের মানুষ বলেছেন: বান্দরবানের প্রতিটি এলাকাই ছবির চেয়েও অনেক সুন্দর, কিন্তু
দূর্গম এই এলাকাগুলোর যোগাযোগ ব্যবস্থা ভালো না বলে সাধারন মানুষদের পক্ষে যাওয়াটা প্রায় দুঃসাধ্য ব্যাপার, ধন্যবাদ।

২২| ১৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:২২

জেরিফ বলেছেন: সুন্দর পরিবেশ । আশা করছি যাওয়ার , বিস্তারিত লিখলে ভালো হত ।

ভালো থাকুন

১৮ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৪

সাদা মনের মানুষ বলেছেন: আমার লিখার হাত ভালো না, তাই ছবি দিয়েই সারি, তবে আপনার যদি কোন হেল্প লাগে আওয়াজ দিয়েন, ধন্যবাদ।

২৩| ১৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৩২

এবি মিনহাজ বলেছেন: চবি থেকে এত কাছে বান্দরবান, তারপরও অনেকদিন যাচ্ছি যাবো করে যাওয়া হচ্ছে না। যে বর্ণনা দিলেন ভাই, এখনতো দেখি না গিয়ে আর থাকা যাবে না। ধন্যবাদ ভাই।

১৯ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৮:৩৬

সাদা মনের মানুষ বলেছেন: ভ্রমণ পিয়াসীদের জন্য বান্দরবানই হলো বেষ্ট, ধন্যবাদ।

২৪| ১৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:২৬

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: ছবি গুলো সুন্দর

যাইতে মন চাচ্ছে

২০ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২৫

সাদা মনের মানুষ বলেছেন: ভালো ইচ্ছা, শুভেচ্ছা।

২৫| ১৭ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫৩

আদম_ বলেছেন: মন মেজাক বিলা হয়া আছে সাদামন পড়ে কথাকমুনে

২০ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২৭

সাদা মনের মানুষ বলেছেন: ঠিকাছে, পরেই কইয়েন :D

২৬| ১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৩৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: মনকাড়া ছবি...:)

‘আই লাপু রেমাক্রি’ :P

মজা পেলাম।

২২ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:১১

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ওটা আমার মনের কথা ছিলো মইনুল ভাই

২৭| ১৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:০৫

লিঙ্কনহুসাইন বলেছেন: সুন্দর

২২ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:১৩

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, শ্রদ্ধা জানবেন।

২৮| ১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩৩

মোঃ ইসহাক খান বলেছেন: ভক্ত হিসেবে শুভেচ্ছা রেখে গেলাম।

ভ্রমণ নিরাপদ হোক।

২২ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:২৩

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ প্রিয় গল্পকার

২৯| ২১ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:০৫

এহসান সাবির বলেছেন: চমৎকার.........!! মুদ্ধ.....!!

৩০| ২২ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:২৬

সাদা মনের মানুষ বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।

৩১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:২১

মুহিব বলেছেন: আমার যাওয়া হল না..................

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:০৪

সাদা মনের মানুষ বলেছেন: ভবিষ্যতে হবে ইনশাআল্লাহ্

৩২| ১২ ই মার্চ, ২০১৪ রাত ১:৫৯

রি হোসাইন বলেছেন: আমার পোস্টে আপনার মন্তব্যকে সম্মতি মনে করে আপনার লেখাটি আমার ম্যাগাজিন সমসাময়িক এ প্রকাশ করলাম :) প্লিজ লেখাটি কে শেয়ার দিয়ে আমার পেজের কিছু ভিজিটর বাড়াতে সাহায্য করবেন।

লেখাটির লিংক

আমি নিয়মিত আপনার পোষ্ট গুলো ঘেটে এই রকম লেখা পেলে প্রকাশ করবো... আশা করি সেই অনুমতিটুকু দিবেন :)

১২ ই মার্চ, ২০১৪ সকাল ৯:৪৪

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ র হোসাইন। আমি শেয়ার দিয়া দিলাম।

৩৩| ২০ শে মার্চ, ২০১৪ রাত ১২:৪১

রি হোসাইন বলেছেন: ভাই গতকাল আপনার একটি লেখা " আমিয়াখুম " আমার ম্যাগাজিন এ প্রকাশ করা হয়েছে :) । সামুর সার্ভার বিজি ছিলো বলে লেখাটার লিংক সময়মতো আপনাকে দেয়া সম্ভব হয় নি। যা হোক এখানে লিংক দিলাম। অনুগ্রহ করে লেখাটা শেয়ার দিয়ে আমার সাইট কে জনপ্রিয় করতে সাহায্য করবেন। আর হ্যা চমৎকার লেখার জন্যে স্পেশাল থ্যাংক্স

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.