নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছিলাম বইয়ের পোকা, এখন ইন্টারনেটের ।

সাদা মনের মানুষ

বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'

সাদা মনের মানুষ › বিস্তারিত পোস্টঃ

বনে বাদাড়ে....২১

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৫


প্রকৃতির সৌন্দর্যের সাথে আমার প্রেম । বনে বাঁদাড়ে ঘুরে বেড়াই, পাখি দেখি, ফুল দেখি, আর মাঝে মাঝে ছবি তোলার চেষ্টা করি। ইচ্ছে করে পাহাড়ে হেলান দিয়ে নীল আকাশ দেখি, ইচ্ছে করে ঘাস ফুলদের সাথে চুপি চুপি কথা বলি, ইচ্ছে করে সাগর, নদী খাল-বিলে সাতার কাটি রাজহংসের মতো । ইচ্ছে করে বাংলার প্রতিটি ইঞ্চি মাটির সুবাস নেই ।

ইচ্ছেগুলো কতটা সফল হবে জানিনা, তবে সংসারের যাতাকল থেকে সুযোগ পেলেই আমি হারিয়ে যাই আমার ইচ্ছে ভুবনে । সেই সাথে আমার দেখা সৌন্দর্যকে ধরে রাখার জন্য তুলে রাখি অঢেল ছবি, আর সেই ছবিগুলো নিয়েই আমার বনে বাঁদাড়ে সিরিজটা শুরু করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে ।

(২) বাঁদুড়, ঢাকার বলদা গার্ডেন থেকে তোলা ছবি।


(৩) ঘাসের ডগায় শিশির বিন্দু, বটেশ্বর নরসিংদী থেকে তোলা ছবি।


(৪) হামহাম বা চিতা ঝর্ণা, বাংলাদেশের মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলা থেকে তোলা ছবি।


(৫) ছোট সোনা মসজিদ, এটি বাংলাদেশের অন্যতম প্রাচীন মসজিদ। প্রাচীন বাংলার রাজধানী গৌড় নগরীর উপকন্ঠে ফিরোজপুর গ্রামে এ স্থাপনাটি নির্মিত হয়েছিলো, যা বর্তমান বাংলাদেশের রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার অধীনে পড়েছে।


(৬) লাল কাকড়া, কাকড়া গুলো মার্চ করে পানি থেকে উঠে আসছে। ইনানী বিচ আর কক্সবাজারের মাঝামাঝি কোন স্থান থেকে তোলা ছবি।


(৭) সন্ধ্যা মালতি, আমার নিজ বাড়ি থেকে তোলা ছবি।


(৮) স্বপ্নপূরী, দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার খালিশপুর থেকে তোলা ছবি।


(৯) টমেটুর ফুল, ওয়ারী বটেশ্বরের ছবি।


(১০) উপজাতি মা ও শিশু, বান্দরবানের সিপ্পি পাহাড়ের রোনিন পাড়া থেকে তোলা ছবি।


(১১) কমলা, মৌলভীবাজারের জুড়ি থেকে তোলা ছবি।



(১২) সেন্টমার্টিন সী বীচ।


(১৩) শ্বাসমূল আর সুন্দরী গাছ, সুন্দরবনের হাড়বাড়িয়া থেকে তোলা ছবি।


(১৪) গাঁয়ের বধু, শর্ষে ক্ষেতের আইলে গাঁয়ের বধুর ছবিটা তুলেছি নরসিংদীর বালুচর গ্রাম থেকে।


(১৫) দোচুলা, এগার হাজার (১১০০০) ফিট উচ্চতায় ভুটানীদের একটা পূণ্যস্থান।দোচুলায় মূল আকর্ষণ এখানকার বৌদ্ধমঠ। খাড়া পাহাড়ের উপর বিশাল বৌদ্ধমঠ; বৌদ্ধমঠটি স্থাপত্যশৈলী আর শিল্পশৈলীর নজরকারা স্থাপনা। ভ্রমণার্থী আর পূণ্যার্থীদের ভিড়ে বৌদ্ধমঠটি বেশ জনসমাগম। দোচুলায় সৌন্দর্য্য আরো বাড়িয়ে দেয় ১০৮টি বৌদ্ধ স্তূপ । ২০০৪ সালে ভুটানের জ্যোষ্টতম রাণীমাতা আশী দরযী ওয়াংমো ওয়াংচুক দক্ষিণ ভুটানে আসাম বিদ্রোহে মারা যাওয়া শহীদের স্মরণে এই ১০৮টি বৌদ্ধ স্তূপ তৈরী করেন। কাঠের তৈরী এই স্তূপ গুলোতে বৌদ্ধ ধর্মীয় বিশ্বাস, ভুটানের সংস্কৃতি, ঐতিহ্যের পরম স্পর্শ।


(১৬) লালা খাল, সিলেট থেকে তোলা ছবি।


(১৭) সবুজ ক্ষেতের আইল ধরে হেটে চলা কৃষকের ছবিটা তুলেছি নরসিংদীর বালুসাইর গ্রাম থেকে।


(১৮) নুহাস পল্লী থেকে তোলা ছবি।


(১৯) ফুলগুলোর নাম সম্ভবত পিটুনিয়া, ড্রিম হলিডে পার্ক নরসিংদীর চৈতাব থেকে তোলা ছবি।


(২০) পিয়াইন নদী, জাফলং থেকে তোলা ছবি।


(২১) সব শেষে আমার শর্ষে ক্ষেত বিজয়ের ছবিটা নরসিংদীর বালুচর গ্রামের:)

বনে বাঁদাড়ে.....১১
বনে বাঁদাড়ে.....১২
বনে বাঁদাড়ে.....১৩
বনে বাঁদাড়ে.....১৪
বনে বাঁদাড়ে.....১৫
বনে বাঁদাড়ে.....১৬
বনে বাঁদাড়ে.....১৭
বনে বাঁদাড়ে.....১৮
বনে বাঁদাড়ে....১৯
বনে বাঁদাড়ে....২০

মন্তব্য ২৮ টি রেটিং +২/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৯

শরৎ চৌধুরী বলেছেন: বাহ! কি চমৎকার।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:০৪

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ দাদা, শ্রদ্ধা জানবেন।

২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:০৫

সুমন কর বলেছেন: সুন্দর !!

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০০

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা

৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:২২

ভিটামিন সি বলেছেন: আপনাদের নরসিংদীর গ্রামের নামগুলিও তো দেখি সুন্দর। বটেশ্বর, বালুচর... কে রেখেছে এমন নাম? ছবি সেইরাম হইছে রে পাগলা.....

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩০

সাদা মনের মানুষ বলেছেন: প্রতিটা নামেই যেন রয়েছে বিটামিন সি :-B

৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:০৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ফাটাফাটি ভাই!!!!!!

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩২

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, আপনারা উৎসাহ দেন বলেই আমি নবিস হওয়া সত্বেও চালিয়ে যাচ্ছি।

৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:০০

মামুন রশিদ বলেছেন: ঘাসের ডগায় শিশির বিন্দু, কমলা আর হামহাম ঝর্ণার ছবি বেশি ভালো লাগছে ।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৭

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ রশিদ ভাই, শ্রদ্ধা জানবেন।

৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:০৭

মাটি আমার মা বলেছেন: ছবিগুলো দেখলে সত্যি হারিয়ে যেতে চায় মন। কিন্তু সময় বড়ই নিষ্ঠুর। তাই ছবি দেখে মজা নেই।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪০

সাদা মনের মানুষ বলেছেন: সময় বের করার ষোল আনা চেষ্টা করলে হয়ে যায়, সব সময়, ধন্যবাদ।

৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:১১

আদম_ বলেছেন: প্লাসাইবার জন্য লগাইলাম।
ইউ আর এ জেমস-স্টোন অব দিস ব্লগ।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪৩

সাদা মনের মানুষ বলেছেন: জেমস-স্টোন কেডা ? আদম ভাই ?

৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৫৪

কামরুল ইসলাম রুবেল বলেছেন: কি ক্যামেরা?

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৭:৫৯

সাদা মনের মানুষ বলেছেন:

৯| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:১৮

আদম_ বলেছেন: আপনেইতো ; আবার কোন হালায় B-)) :#) ;) B-)

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫৬

সাদা মনের মানুষ বলেছেন: ইজ্জত মাডার কইরা আলছে :-P

১০| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৩১

এহসান সাবির বলেছেন: চমৎকার সব ছবি.......!!

ভালোলাগা।

শুভকামনা।

০৭ ই মার্চ, ২০১৪ সকাল ৯:৫৬

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ সাবির ভাই, শুভ কামনা জানবেন।

১১| ০১ লা মার্চ, ২০১৪ সকাল ১১:১৬

লিঙ্কনহুসাইন বলেছেন: ছমতকার

০৭ ই মার্চ, ২০১৪ সকাল ৯:৫৭

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ দাদা

১২| ০৬ ই মার্চ, ২০১৪ সকাল ৯:৪৪

সুফিয়া বলেছেন: তিন নং ছবিটা অসাধারণ। !

বাকীগুলোও কোনটা কম নয়।

ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

০৭ ই মার্চ, ২০১৪ সকাল ৯:৫৯

সাদা মনের মানুষ বলেছেন: অনেক ধন্যবাদ আপু, শ্রদ্ধা জানবেন।

১৩| ০২ রা এপ্রিল, ২০১৪ রাত ৯:২৬

মনিরুল হাসান বলেছেন: বলদা গার্গেন জায়গাটার নাম সম্ভবত বলদা গার্গেনের বদলে বলদা গার্ডেন।
পিটুনিয়া হলো ফুলগুলোর নাম, ফয়লগুলোর নাম নয়।
:) :)

০৩ রা এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৩৬

সাদা মনের মানুষ বলেছেন: হাসান ভাই, আমি বানান ভুলের ওস্তাদ, এখনি সংশোধন নিচ্ছি, ধন্যবাদ।

১৪| ০৩ রা এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৫৭

বিদ্রোহী বাঙালি বলেছেন: আপনার ছবিডা বড়ই সৌন্দর্য কামাল ভাই। :)

০৪ ঠা এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৪২

সাদা মনের মানুষ বলেছেন: ঠিক ঘাস ফুলেরই মতো B-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.