নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছিলাম বইয়ের পোকা, এখন ইন্টারনেটের ।

সাদা মনের মানুষ

বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'

সাদা মনের মানুষ › বিস্তারিত পোস্টঃ

পর্বত কন্যা নয়াচরণ ।

০৩ রা এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:১২



আমাদের বান্দরবানকে বলা হয় ভূস্বর্গ, এর গভীরে হারিয়ে যেতে আমার নেই মানা। সাকা হাফং (বাংলাদেশের সর্বোচ্চ চুড়া) এর পথে থান দুই পাড়া পার হয়ে আমরা এক সময় চলে আসি রেমাক্রি খালের পাশে। রেমাক্রি খালটা এখানে অনেকটা ইউ টার্ন নিয়ে মাঝখানে একটা দ্বীপ সৃষ্টি করেছে। রেমাক্রির কিছুটা উজানে যে ক্ষুদ্র নৃগোষ্ঠি (সম্ভবত) মুরংদের বসতি, সেটাই নয়াচরণ পাড়া। প্রচন্ড ক্ষরস্রোতা এই রেমাক্রির জলে মুখ ধুয়ে নিলাম, মুহুর্তেই আমাদের তিন দিনের পাহাড় বেয়ে চলার ক্লান্তি ভুলে গেলাম। চারিপাশে শ্রেণীবদ্ধ সবুজ অরণ্য বেষ্টিত পাহাড়গুলো, আশেপাশে ফুটে থাকা নাম না জানা পাহাড়ি ফুল আর পায়ের নিচে পাহাড়ি সুন্দরী রেমাক্রির ক্ষরস্রোতা স্বচ্ছ জলের নৈসর্গ, বাড়ি ফেরার কথা ভুলে যাওয়াটা অস্বাভাবিক কিছু না।



নৈসর্গের মাঝখান দিয়ে আমরা এগিয়ে চললাম নয়াচরণ পাড়ার দিকে.......ক্যামেরার ব্যাটারি চার্জ দেওয়ার কোন ব্যবস্থা না থাকায় খুব হিসেব করে ছবি তুলতে হয়েছে। আসুন দেখি আমার ক্যামেরায় তোলা নয়াচরণ পাড়ার কিছু হিসেবি ছবি।



(২) থান দুই পাড়া থেকে নেমে কিছুটা আসার পরই আমাদের নজরে আসে দৃষ্টি নন্দন রেমাক্রি খাল।





(৩) এমন চমৎকার লোকেশানে একটা গ্রুপ ছবি না তুললে ভ্রমণে একটা অপুর্ণতা থেকেই যাবে।





(৪/৫) রেমাক্রিকে পেছনে ফেলে আমরা ক্রমান্বয়ে উপরে নয়াচরণের দিকে এগিয়ে চললাম।







(৬) এক সময় আমরা পাড়ায় পৌছে গেলাম, আর আমাদেরকে অবাক দৃষ্টিতে দেখছে এক মুরং মহিলা।





(৭/৮) ক্লান্ত সবাই, তাই একটু জিরিয়ে নেওয়া।







(৯/১০) আমাদের দেখে শিশুরা অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়।







(১১) কর্ম ব্যাস্ত প্রায় সবাই।



(১২)



(১৩)





(১৪/১৫) কিছু সময় জিরিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের সামনের গন্তব্যের দিকে ( গন্তব্য সাকা হাফং)।







(১৬) এই পাড়ায় এমন কিছু মহিলা আছে যারা এখনো উপরের অংশ অনাবৃতই রাখে।





(১৭) নয়াচরণ থেকে নেমে আসার সময় দেখা যায় নীয়ে আরো একটা ক্ষুদ্র গ্রাম।





পরিশেষ আমি বলবো এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি...............

মন্তব্য ১৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৩ রা এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:১৭

ইমাম হাসান রনি বলেছেন: চোখ জুরিয়ে গেল । অনেক সুন্দর । বান্দরবান যাওয়া হইছে কিন্তু ঐ দিকটাতে যাইনাই ।

০৩ রা এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৩০

সাদা মনের মানুষ বলেছেন: ওটা বান্দরবানের অনেক গহীনে। রুমা থেকে গেলে বগালেক>কেউকারাডাং>বাকলাই পাড়া>থানদুই পাড়া হয়ে নয়া চরণ পাড়া। মোটামুটি তিন দিনের হাটা পথ।

অপর দিকে থানচি হয়ে গেলেও নাফাখুম হয়ে দুই থেকে আড়াই দিনের পাহাড়ি হাটা পথ। বলা চলে খুবই দূর্গম এলাকা, ধন্যবাদ।

২| ০৩ রা এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৪৭

নীল ভোমরা বলেছেন: আপনারা তাহলে রেমাক্রি হয়ে সাকাহাফং গেছেন!

০৪ ঠা এপ্রিল, ২০১৪ সকাল ৯:৫৫

সাদা মনের মানুষ বলেছেন: না ভাই, আমরা রুমা দিয়ে ঢুকে রেমাক্রি, থানচি দিয়ে বের হয়ে এসেছি।

৩| ০৩ রা এপ্রিল, ২০১৪ রাত ১১:৪২

মামুন রশিদ বলেছেন: চমৎকার!

০৪ ঠা এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৪২

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ রশিদ ভাই, শ্রদ্ধা জানবেন।

৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৪ সকাল ৮:৪৯

কান্ডারি অথর্ব বলেছেন:


আহা!!! ......... ছবিতে মুগ্ধতা

০৪ ঠা এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৪৭

সাদা মনের মানুষ বলেছেন: অনেক ধন্যবাদ অথর্ব, শুভেচ্ছা জানবেন।

৫| ০৪ ঠা এপ্রিল, ২০১৪ বিকাল ৪:১৯

স্নিগ্ধ শোভন বলেছেন:


দুর্দান্ত কিছু ভ্রমণ পোষ্ট আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

আপনার মত ঘুরে বেড়াতে পারলে অনেক সুখী হতাম।



++++++++++++++

০৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:৪১

সাদা মনের মানুষ বলেছেন: ইচ্ছে থাকলে আর শরীরটাকে কিছুটা ফিট রাখলে কঠিন কিছু নয়, ধন্যবাদ শোভন ভাই।

৬| ০৪ ঠা এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৪৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
অসাধারণ এই পোস্টটি কি পূর্বে কোথাও দেখেছি?
দেখলেও আবার দেখে ভালো লাগলো... আমাদের দেশের এমন অপরূপ দেশ কোথায় আছে বলুন!

ধন্যবাদ, সাদামন ভাই :)

০৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:৫৬

সাদা মনের মানুষ বলেছেন: না মইনুল ভাই, এই পোষ্ট আগে দেখেন নাই, একেবারে আনকোরা পোষ্ট, প্রথম আলো এবং সামহোয়ারইনে একই সাথে প্রকাশিত হয়েছে, ধন্যবাদ।

৭| ০৪ ঠা এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৩৫

বিদ্রোহী বাঙালি বলেছেন: আচ্ছা ঐখানে যদি আমরা বাড়ি করতে চাই, দিবো? :)
'যদি আমাকে দেখতে সাধ হয়, বাংলার রূপ তুমি দেখে নিও'। গানের কথাগুলো একদম যথার্থ। অনেক সুন্দর করে পাহাড়ি সৌন্দর্যকে ক্যামেরাবন্দী করেছেন সাদাভাই।

০৯ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:১৮

সাদা মনের মানুষ বলেছেন: আতিক ভাই, আপনাদের ভালোবাসা আমার পথ চলার পাথেয়।

৮| ০৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:২৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
তবে আমি গভীরভাবে দুঃখ প্রকাশ করছি।
একটি ছবি আমাকে ওই ধারণাটি করতে প্ররোচনা দিয়েছিলো।
হয়তো সেটি ঠিক নয়।

আপনার ছবি ব্লগ বাংলা ব্লগের প্রাণ।

শুভেচ্ছা জানবেন।

০৯ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:২০

সাদা মনের মানুষ বলেছেন: মইনুল ভাই, আমার বনে বাদাড়ে পোষ্টে অনেক সময় অনেক ছবি দিয়ে থাকি, সেখানেই হয়তো আপনি এখানকার কোন ছবি পেয়ে গেছেন, ধন্যবাদ।

৯| ১৫ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৩১

তাহসিন মামা বলেছেন: বর্ণনা ও ছবি ভাল হয়েছে সাদা মনের মানুষ :) :D

১৬ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:২৫

সাদা মনের মানুষ বলেছেন: তাহসিন ভাই, আপনার নেতৃতেই সেদিন আমরা এই দূর্গম পথ পারি দিয়ে ছিলাম নিঃসঙ্ক চিত্তে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.