নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'
সাংগ্রাই মুলত মারমা আদিবাসীদের বর্ষবরণের উৎসব। খেযাং, খুমি, চাক'রা ও এ উৎসব পালন করে থাকে। মারমাগণ সবাই বুদ্ধএর ছবি সহকারে নদীর তীরে যান এবং দুধ কিংবা চন্দন কাঠের জল দিয়ে এ ছবিটিকে স্নান করান। তারপর আবার এই ছবিটিকে আগের জায়গায় অর্থাৎ মন্দির বা বাসাবাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। মারমা সম্প্রদায় সেই আদিকাল থেকে অন্যান্য সম্প্রদায় থেকে ভিন্ন আঙ্গিকে পুরনো বছরের বিদায় এবং নতুন বছরের আগমনকে স্বাগত জানাতে বিভিন্ন অনুষ্ঠান পালন করে আসছে, যা মারমা ভাষায় সাংগ্রাই নামে পরিচিত। মূলত 'সাক্রাই' (সাল) শব্দ থেকেই 'সাংগ্রাই' শব্দ এসেছে বলে ধারণা করা হয়। যা বাংলাই 'সংক্রান্তি' বলে পরিচিত। মারমা সম্প্রদায়ের 'সাংগ্রাই জ্যা'র (মারমা বর্ষপঞ্জি) গঠনের মাধ্যমে সাংগ্রাইয়ের দিন ঠিক করা হয়ে থাকে। মাইংমা ১৩৫৯ খ্রিস্টাব্দের আগে থেকেই এ 'সাক্রাই' বা সাল গণনা করা হয়, যা 'জ্যা সাক্রই' নামে পরিচিত। সময় স্বল্পতায় আমি মাত্র একদিনের জন্য ওদের উৎসবে যোগ দিতে পেরেছিলাম, সেটা ছিলো আমাদের ১লা বৈশাখ। আসুন দেখি আমার ক্যামেরায় সাংরাইয়ের খন্ড চিত্র।
(২) খাগড়াছড়ি শহরের পানখাইয়া পাড়ার দিকে ভোর হতেই ছুটছে মারমা জনগোষ্ঠির লোকেরা, আমরা ছুটলাম ওখানেই।
(৩/৪) কিছুক্ষণের মধ্যেই পানখাইয়া পাড়ায় ওদের নির্ধারিত অনুষ্ঠান স্থল নানা রঙে নানা বর্ণের রঙিন পোষাক পড়া তুণ তরুণীদের দ্বারা কানায় কানায় পূর্ণ হয়ে গেলো।
(৫)
(৬)
(৭)
(৮)
(৯)
(১০)
(১১/১২) বাদ ছিলোনা শিশুরাও
(১৩) আমাদের মধ্য থেকেও কেউ কেউ ওদের সাথে পোজ দিতে দাড়িয়ে গিয়েছিলো।
(১৪) ভ্রমণ বাংলাদেশ সাংগ্রাই টিম।
(১৫) এম সময় ওদের নেতৃবৃন্দ মঙ্গল প্রদীপ জ্বালিয়ে উৎসবের উদ্বোধন ঘোষণা করেন।
(১৬/১৭) অতঃপর ওদের র্যালি ছুটে চলে খাগড়াছড়ি শহর অভিমুখে, র্যালি থেকে পানি ছিটিয়ে রাস্তার লোকদের ওরা ভিজিয়ে দিচ্ছিল, আর রাস্তার পাশের লোকজন ও ওদের দিকে পানি ছিটিয়ে নিজেদের আনন্দ প্রকাশ করছিলো।
(১৮/১৯) পুরো শহর হয়ে উঠলো উৎসব মুখর, কিন্তু আমাদের ক্যামেরা ম্যানদের হয়েছে যত জ্বালা, কখন কোন দিক থেকে পানি এসে আমাদের ক্যামেরা ভিজিয়ে দেবে সেই জন্য সদা থাকতে হয়েছে তটস্থ।
(২০/২১) র্যালি শহর প্রদক্ষিণ করে আবার চলে এলো পানখাইয়া পাড়ায়।
(২২) এবার পানি খেলার প্রস্ততি চলছে।
(২৩) অপর দিকে মঞ্চে চলছে পাহাড়ি শিল্পীদের গাওয়া গান, আর সেখানে যুবক বুড়ো সবাই নেচে গেয়ে পানি ছিটিয়ে আনন্দে মাতোয়ারা।
(২৪/২৫) জলকেলী বা মৈত্রী পানি বর্ষণে মেতে ওঠেছে মারমা তরুণ-তরুণীরা। ছোট-বড় কয়েকটি ভাগে বিভক্ত হয়ে তরুণ-তরুণীরা পানি খেলায় অংশ নেয়। এই জলকেলী বা পানি খেলায় বিবাহিতরা অংশ নিতে পারে না। মারমা তরুণ-তরুণীরা একে অপরের গায়ে পানি ছিটিয়ে ভাবের আদান প্রদানের মাধ্যমে সম্পর্কের সেতু বন্ধন তৈরি করে পরবর্তী সময়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।
(২৬) জলকেলী শেষ, এবার ক্যামেরার সামনে দাড়িয়ে গেলো একটা দল ছবি তুলতে।
(২৭) এক সময় প্রচন্ড গরমে অতিষ্ঠ হয়ে ওদের তৈরী তেতুল আর গুড়ের তৈরী ফ্রি শরবত খেয়ে বিদায় নিলাম।
পাহাড়ে এমন প্রাণের উচ্ছাস আর ওদের আথিথেয়তায় আমি আগেই মুগ্ধ ছিলাম, আরো একবার হলাম। সেই সাথে আবারো কোন বৈশাবীতে তোমাদের সাথে যোগ দেওয়ার ইচ্ছাটা তো মনের মাঝে পুষে রাখলামই।
১৬ ই এপ্রিল, ২০১৪ সকাল ৮:৪৬
সাদা মনের মানুষ বলেছেন: কি খবর কইবেন আগে থাকতেই কন, কালকে আবার ঘুরতে যাইতাছি গা
২| ১৬ ই এপ্রিল, ২০১৪ সকাল ৮:২৫
মামুন রশিদ বলেছেন: বর্ণিল একটা উৎসব, অথচ কেমন স্নিগ্ধ!
১৬ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:০২
সাদা মনের মানুষ বলেছেন: ঠিক বলেছেন মামুন ভাই, সাংগ্রাই উৎসবে মেয়েদের অংশগ্রহণটাই মনে হয় বেশী।
৩| ১৬ ই এপ্রিল, ২০১৪ সকাল ৮:৪০
দ্যা ফ্রীল্যান্সার বলেছেন: এদের ভাগ্য ভাল যে এরা মুসলমান নয়, মুসলমানদের কোন আনন্দ নেই, কেবল মৃত্যু চিন্তা করা আর পৃথিবীকে বিভৎস কবরস্থানে পরিণত করা ছাড়া এদের কোন কাজ নেই। মুসলমান হলে ছবির মেয়েগুলোকে দুররা মারা হতো। এমনি বর্বর এই ধর্ম।
১৬ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:০৩
সাদা মনের মানুষ বলেছেন: কেন ঢাকায় কি ১লা বৈশাখে আপনি মেয়েদের কম দেখেছেন?
৪| ১৬ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:১১
এন ইউ এমিল বলেছেন: বাহ মনো হলো আমিও উৎসবের সাথে এক হয়ে গেলাম
সকাল সকাল মনটা ভাল হয়ে গেল
১৬ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:২৩
সাদা মনের মানুষ বলেছেন: মন ভালো হওয়ার মতোই একটা উৎসব বটে, ধন্যবাদ এমিল ভাই।
৫| ১৬ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:২২
আমিনুর রহমান বলেছেন:
ওরে পোষ্ট রে ভাই ! সকাল বেলা এ কি দেখালেন !!
সারাদিন ভালোই যাবে মনে হচ্ছে।
পোষ্টে কইস্যা প্লাস !!!
১৬ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৪৬
সাদা মনের মানুষ বলেছেন: সারা দিন, সারা সপ্তাহ, সারা মাস এবং সারা বছর ভালো যাক, এই কামনা করছি।
৬| ১৬ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:৩৭
কান্ডারি অথর্ব বলেছেন:
পোস্টের তুলনা পোস্টটা নিজেই। অদ্ভুত সুন্দর একটা পোস্ট। হিংসা হচ্ছে কেন সামনে থেকে এই বর্ণিল উৎসব উপভোগ করলাম না।
অগণিত ++++++++++++++++++++++
১৬ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:১৬
সাদা মনের মানুষ বলেছেন: ইচ্ছে থাকলে পরবর্তি বছর যাওয়ার পরিকল্পনা রাখতে পারেন, ধন্যবাদ।
৭| ১৬ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:৩৯
রাজহংসী বলেছেন: মদীনার ইহুদীদের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মহানুভবতা জানুন
৮| ১৬ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:৫৫
তাহসিন মামা বলেছেন: চার বার এই অনুষ্ঠান দেখার সুযোগ হয়েছে। তিন পার্বত্য জেলার অনুষ্ঠানে কিছুটা ভিন্নতা থাক্লেও উৎফুল্লটা একই রকম। তরমুজ যে খেলেন তার ছবি কই?
১৬ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:১৮
সাদা মনের মানুষ বলেছেন: তাহসিন ভাই, আপনি হইলেন আমার গুরু, আপনাদের জন্য এই পোষ্ট না।
৯| ১৬ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:০৯
রাজু রহমান বলেছেন: খুব সুন্দর লাগল। ছবি দিয়ে সুনিপুণ ভাবে ব্লগটি লিখেছেন।
১৬ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:১৯
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ রাজু ভাই, শুভেচ্ছা জানবেন।
১০| ১৬ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:২২
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: পোষ্টটি দেখে মনটা জুড়ায়ে গেল। সুন্দর হয়েছে আপনার পোষ্টটি। ধন্যবাদ।
১৬ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:২০
সাদা মনের মানুষ বলেছেন: আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা
১১| ১৬ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:৪১
রোহান খান বলেছেন: ভাই কি দেখাইলেন, সক্কাল বেলায় খালি আইটেম আর আইটেম...(তেতুল আর গুড়ের শরবত আরকি)
২০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:৫৯
সাদা মনের মানুষ বলেছেন:
১২| ১৬ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:০১
মুদ্দাকির বলেছেন: চমৎকার সব ছবি গুলো !! দারুন !!
২২ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:০৪
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ মুকতাদির ভাই, শুভেচ্ছা জানবেন।
১৩| ১৬ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:৪৭
নাজমুল হাসান মজুমদার বলেছেন: ক্যাপচার ভালো ভাই , ঘুরার খুব ইচ্ছা । কবে যে ট্যুর দিমু।
২২ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:০৫
সাদা মনের মানুষ বলেছেন: ছবির ব্যাপারে আমি নবীস, ভালো হয়ে গেলে সেটা ভুলক্রমে, তবে আমার চেষ্টার কমতি কখনো থাকে না, ধন্যবাদ।
১৪| ১৬ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:৩০
অন্ধবিন্দু বলেছেন:
সাদা মনের মানুষ,
ভাগাভাগি করার জন্য ধইন্যবাদ !
২২ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:০৬
সাদা মনের মানুষ বলেছেন: বিন্ধু, আপনি সিন্ধু হন, সেই কামনা করছি।
১৫| ১৬ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:৫৪
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অসাধারন পোষ্ট! এই উৎসবে অংশগ্রহনের অভিজ্ঞতা আমার আছে। সত্যি বলতে যারা সেখানে যান নি তারা পাহাড়িদের এই চমৎকার কালচার আর আতিথিয়েতা দেখার সুযোগ হারিয়েছেন।
২২ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:০৮
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভালোবাসা, তাহলে আপনি আমার সিনিয়র, কারণ এবারই আমি খুব সোল্প সময়ের জন্য ওদের এই চমৎকার অনুষ্ঠানে অংশ গ্রহণের সুযোগ পেয়েছি।
১৬| ১৬ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৩৫
ভ্রমণ বাংলাদেশ বলেছেন: আপনি বড় ভাগ্যবান - সারা বছর ঘুরে বেড়ান ।
২২ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:০৯
সাদা মনের মানুষ বলেছেন: আমি বড়ই ভাগ্যবান, কারণ ভ্রমণ বাংলাদেশের মতো একটা সংগঠনের সাথে আমি যুক্ত হতে পেরেছি।
১৭| ১৭ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:০৮
দ্যা ফ্রীল্যান্সার বলেছেন: ইসলামে কোন আনন্দ উৎসব নেই। পহেলা বৈশাখ পালন করা ইসলামী মতে হারাম।
২২ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:১০
সাদা মনের মানুষ বলেছেন:
১৮| ১৭ ই এপ্রিল, ২০১৪ সকাল ৮:১৮
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
খবরের কাগজে এতটা পাওয়া যায় না...
মুগ্ধ হলাম
২২ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:১৩
সাদা মনের মানুষ বলেছেন: মইনুল ভাই, আপনার লেখনীর মতো অতোটা ভাবগম্ভীর থাকে না আমার পোষ্ট, তবু আপনি ভালো বলেছেন জেনে আমার ভালো লাগছে, ধন্যবাদ।
১৯| ১৭ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:০৬
হামিদ আহসান বলেছেন: সুন্দর পোস্ট ! অনেক ভাল লাগল ...........
২২ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:১৪
সাদা মনের মানুষ বলেছেন: ওহ্ হামিদ ভাই, আপনি চলে এসেছেন দেখে আমার খুব ভালো লাগছে, সামুতে আপনাকে শুভেচ্ছা
২০| ০২ রা মে, ২০১৪ দুপুর ১২:৫১
ভিটামিন সি বলেছেন: উ'সব কি আছে না শেষ? আমি একটু লেট করে ফেলেছি তাই দেরী হয়ে গেছে।
ওদের ছেলে মেয়ে তো দেখি সুন্দর আছে!!!! পুরাই বার্মিজ লুক। পোষাক ও বার্মিজ। ভাল্লাগছে।
০৪ ঠা মে, ২০১৪ সকাল ৭:৪৭
সাদা মনের মানুষ বলেছেন: আছে, আছে উৎসবের দিন আবার সামনের বৈশাখে আসবে, ধন্যবাদ।
২১| ০১ লা জুলাই, ২০১৪ বিকাল ৩:৩৩
বোকা মানুষ বলতে চায় বলেছেন: আপনি পোস্ট করার দিনই মোবাইল থেকে পড়েছি। কমেন্টস করা হয় নাই
অনেক ভালো লাগলো জীবন্ত সব ছবি দেখে।
০৮ ই জুলাই, ২০১৪ রাত ৮:২৫
সাদা মনের মানুষ বলেছেন: হাসান ভাই, আপনিও ভালো ইমোশনাল পাবলিক, দেখলাম গতকাল ফেজবুকে
©somewhere in net ltd.
১| ১৬ ই এপ্রিল, ২০১৪ সকাল ৮:২৪
বিদ্রোহী বাঙালি বলেছেন: পুরাই ফিদা হয়ে গেলাম পোস্ট পড়ে এবং ছবি দেখে। ভাইজান আমারেও আফনার লগে লইয়া যান। নাইলে কিন্তু খবর আছে!