নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'
সবুজ পাহাড়ের কোলে ছবির মতো সুন্দর একটা গ্রাম। নাম নেফিউ পাড়া। বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গে পৌছতে হলে এই নেফিউ পাড়া না গিয়ে কোন উপায় নাই। কিন্তু আমরা যেদিকটা দিয়ে নেফিউ পাড়াতে পৌছে ছিলাম ঐ দিককার রাস্তাটা ছিল একটা মরণ ফাঁদের মতো।
প্রত্যেকের পিঠে ট্র্যাভেল ব্যাগ, গলায় ঝুলানো ক্যামেরা, অনেক উঁচু খাড়া সরু পথ, এক পাশে পাহাড়ের খাড়া দেয়াল, অন্য পাশটা নেমে গেছে হাজার ফিট নিচের উপত্যকায়। সেই যাথে ঝুরঝুরে আলগা মাটি, চার হাত পায়ে ভর করে কি যে ভয়ঙ্কর কষ্ট করে আর মৃত্যু আতঙ্ক নিয়ে আমরা এই পাড়ায় ঢুকেছিলাম তা ভুক্তভোগী ছাড়া কেউ বুঝবে না।
মুরংদের এই গ্রামটাতে গিয়ে আমার কাছে মনে হয়েছে যেন আমরা এক লাফে চলে গিয়েছি হাজার বছর আগের সেই আদিম যুগে। পাহাড়ের উপরের এক টুকরো সমতলে মাচার উপর দাড়িয়ে আছে জড়াজির্ণ কয়েকটি কুঁড়ে। অর্ধ উলঙ্গ মহিলারা ইতিউতি কাজকর্ম করে ছলেছে, সেই সাথে এক দঙ্গল উলঙ্গ অর্ধ উলঙ্গ শিশু। বাচ্চাদের কানে মোটা ছিদ্র করে ঢুকিয়ে রাখা হয়েছে গাছের পাতা কিংবা মোটা কাগজ। শুকর আর গয়ালের মলমুত্রে একাকার পুরো এলাকা। কারবারী (গ্রাম প্রধান) আর বয়স্ক দুয়েকজন ছাড়া কেউ বাংলাও বুঝে না।
তবে ওদের আতিথেয়তায় আমরা মুগ্ধ। আর ওখানে কাটানো রাত্রিটি ছিলো আমার জীবনে সব চেয়ে ভয়াবহ শীতের রাত। সব জামা কাপড় গায়ে দিয়ে স্লিপিং ব্যগের ভেতর ঢুকেও মোটেও কাপাকাপি বন্ধ হয়নি আমাদের টিমের কারোরই।
সাতদিন ক্যামেরা চার্জ দেয়ার কোন সুযোগ না থাকায়, আর আমাদের টিমে কিছু মেয়ে সদস্য থাকায় ছবি তোলায় স্বাচ্ছন্দ ছিলাম না। তবু যেটুকু তুলতে পেরেছি তারই কিছু দিয়ে আজকের পোষ্ট সাজালাম।
(২/৩) দূর্গম পথ পাড়ি দিয়া যখন নেফিউ পাড়ার প্রবেশ করলাম তখনও শরীরের কাপুনি দুর হয়নি। তাই এই খোলা চালার নিচে কেউ বসে কেউবা শুয়ে পড়লাম।
(৪/৫) শিশুগুলো আমাদের দেখছিলো অবাক হয়ে, আর আমরাও এই সময়ে ওদের সবার হাতে যখন চকলেট ধরিয়ে দিলাম।
(৬) গ্রামে ঢুকেই পিপাসার্ত আমরা ওদের বানানো লাউয়ের খোলসের পানি পাত্র হাতে নিয়া ঢক ঢক করে পানি পান করলাম।
(৭) নেফিউ পাড়ার পিছন দিকে পাহাড়ের আর একটু উপরে উঠে ছবি তুললে এই পুরো পাড়াটিকে যেমন দেখায়।
(৮) এই পাড়ার লোকেরা প্রচুর গয়াল পালন করে। দেখতে ভয়ঙ্কর হলেও বাস্তবে খুবই নিরীহ।
(৯/১০) একজন আবার দেখলাম কোন ঝিড়ি থেকে যেনো চিংড়ি মাছ ধরে গ্রামে ফিরছে। পর্বত চুড়ায় চিংড়ি দেখে অবাক না হয়ে পারলাম না।
(১১) কোন একটা কাজ করছে (টপলেছ মহিলা)।
(১২) কাঁচা বাঁশের ভেতর কিছু একটা রান্না করছে (টপলেছ মহিলা)।
(১৩) গাছের গুড়িতে ধান ভানছে (টপলেছ মহিলা)।
(১৪) ওদের সাথে আমি।
(১৫) কারবারীর ঘরের ভেতর আমাদের রান্না চলছে।
(১৬) কারবারীর পরিবার খেতে বসেছে।
(১৭) কাঠবেড়ালী, এটা পরবর্তিতে উঠবে ওদের খাবারের থালায়।
সময়ের অভাবে এই আদীম গ্রামটাকে খুব বেশী একটা জানতে পারিনি। প্রথম দিন ছিলাম খুবই টায়ার্ড, আর দ্বিতীয় দিন ছিলাম দৌড়ের উপর। তবে নেফিউ পাড়ার আদিমতাকে জানার ইচ্ছেটা আমার প্রবল, আশা করছি আবারো ওখানে যাবো, মিশে যাবো একেবারে ওদের পরিবারের সাথে।
২২ শে মে, ২০১৪ সকাল ৭:০২
সাদা মনের মানুষ বলেছেন: সামনে গেলে ওদের জন্য কৃমির ঔষধ নিয়া যাইতে হইবো
২| ২১ শে মে, ২০১৪ সন্ধ্যা ৬:৪১
নীল ভোমরা বলেছেন: আপনারা কি রেমাক্রি দিয়ে নেফিউ পাড়ায় গেছিলেন?
২২ শে মে, ২০১৪ সকাল ৭:০৩
সাদা মনের মানুষ বলেছেন: না ভাই, আমরা বুমা দিয়ে ঢুকে রেমাক্রি দিয়া বের হয়ে এসেছি, ধন্যবাদ।
৩| ২১ শে মে, ২০১৪ সন্ধ্যা ৬:৫৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: সময়ের আগে সময়ের পরে..
আমরা কি সময়ের ঢেউয়ের উপর চলেছি!!
২০১৪তে এই সামান্য একটু দূরেই জীবনের কি বাস্তবতা!!!
আর কর্পোরেট সুশীল নাগরিক জীবন যাপনের কি আয়োজন!
বিস্ময়কর! বৈপরীত্য!
২২ শে মে, ২০১৪ সকাল ৭:২০
সাদা মনের মানুষ বলেছেন: ২০১৪তে এই সামান্য একটু দূরেই জীবনের কি বাস্তবতা!!!
আর কর্পোরেট সুশীল নাগরিক জীবন যাপনের কি আয়োজন!
বিস্ময়কর! বৈপরীত্য!
..........ধন্যবাদ বিদ্রোহী, চমৎকার কমেন্ট করেছেন।
৪| ২১ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:২১
নিউরোকথক বলেছেন: বেশ ভালো লাগল, অনেক কিছু জানলাম! ধন্যবাদ আপনাকে!!
২২ শে মে, ২০১৪ সকাল ৭:২৬
সাদা মনের মানুষ বলেছেন: আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা
৫| ২১ শে মে, ২০১৪ রাত ৯:০২
মামুন রশিদ বলেছেন: ভালো লেগেছে ।
২২ শে মে, ২০১৪ সকাল ৭:২৭
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ রশিদ ভাই, কেমন আছেন?
৬| ২১ শে মে, ২০১৪ রাত ৯:০৫
তাসজিদ বলেছেন: আহ, যদি যাওয়া যেত!!!!!!!!!!!!!!!
২২ শে মে, ২০১৪ সকাল ৭:২৯
সাদা মনের মানুষ বলেছেন: ইচ্ছে থাকলে উপায় হয়, ধন্যবাদ।
৭| ২১ শে মে, ২০১৪ রাত ৯:৩০
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: দারুন!
২২ শে মে, ২০১৪ সকাল ৭:৩০
সাদা মনের মানুষ বলেছেন:
৮| ২১ শে মে, ২০১৪ রাত ৯:৫৫
বোকামানুষ বলেছেন: ভাইয়া আপনাদের সাথে ট্র্যাকিং এ মেয়েরা যায় তাহলে আমার ট্র্যাকিং ভাল লাগে যদিও করি নাই কখনো
আপনারা কি কোন ভ্রমণ গ্রুপ এর মাধ্যমে যান মানে যদি আমরা কেউ যেতে চাই এধরনের ট্যুরে তাহলে আপনাদের সাথে যোগাযোগের উপায় কি?
২২ শে মে, ২০১৪ সকাল ৭:৩৬
সাদা মনের মানুষ বলেছেন: আমাদের ভ্রমণ গ্রুপের নাম ভ্রমণ বাংলাদেশ।
আমাদের সাথে প্রতিটা ট্যুরেই অনেক মেয়েরা যায়। যোগাযোগের জন্য আপনি ওখানে বার্তা দিতে পারেন, আর সর্বশেষ আমার সাথেও যোগাযোগ করতে পারেন, ধন্যবাদ।
৯| ২১ শে মে, ২০১৪ রাত ৯:৫৬
মুদ্দাকির বলেছেন: আমার হয়ত আর কখনো যাওয়া হবে না !!!!
২২ শে মে, ২০১৪ সকাল ৮:০৩
সাদা মনের মানুষ বলেছেন: শারীরিক সামর্থ্য ও মনের শক্তি না থাকলে ওখানে যাওয়া কখনো সম্ভব নয়।
১০| ২১ শে মে, ২০১৪ রাত ১০:৩৩
স্বপ্নবাজ অভি বলেছেন: দুর্দান্ত !
খুব ভালো লাগলো আপনার ভ্রমণ অভিজ্ঞতা !
২২ শে মে, ২০১৪ সকাল ৮:০৫
সাদা মনের মানুষ বলেছেন: ধনয়বাদ ভাই, আমারও স্বপ্নবাজ হইতে মনে চায়
১১| ২২ শে মে, ২০১৪ সকাল ৯:০৬
হেডস্যার বলেছেন:
টপলেছ মহিলা
সুন্দর ছবি....
২৩ শে মে, ২০১৪ সকাল ৮:০৬
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ স্যার
১২| ২২ শে মে, ২০১৪ সকাল ১০:০১
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: চমৎকার ছবি ও লেখা। যাইতে মন চায়।
২৫ শে মে, ২০১৪ সকাল ৭:১৬
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, আমারো আবার যাইতে মন চায়।
১৩| ২২ শে মে, ২০১৪ দুপুর ১:২৯
আমারে তুমি অশেষ করেছ বলেছেন: গত বছর গিয়েছিলাম। বিস্মিত হবার মতো অনেক কিছু দেখেছি।
২৫ শে মে, ২০১৪ সকাল ৭:১৭
সাদা মনের মানুষ বলেছেন: আরো কতো কিযে দেকার বাকী এখনো, কবে যে এসব দেখে শেষ করতে পারবো ?
১৪| ২২ শে মে, ২০১৪ দুপুর ১:৫৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার পোষ্ট! এই সংক্রান্ত আমার কিছু অভিজ্ঞতা আছে, পরে আপনার পোষ্টে এসে শেয়ার করব।
২৫ শে মে, ২০১৪ সকাল ৭:১৮
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভালোবাসা, আমিও অপেক্ষায় থাকলাম।
১৫| ২৩ শে মে, ২০১৪ সকাল ৮:২১
সায়েদা সোহেলী বলেছেন: আপনার মাধ্যমে এমন একটি জায়গা ঘুরে এলাম! !
।ধন্যবাদ
।অনেক দিন আগে একটা ডকুমেন্টারী তে দেখেছিলাম তারা কেউ খুব বেসি বৃদ্ধ হয়ে গেলে বাসের সাথে বেধে ঝুলিয়ে ঘুরতে থাকে , উত্সব আমেজে । ারএকপাশে বড় একটা পাত্রে পানি জাল হতে থাকে যতক্ষণ পর্যন্ত অই বৃদ্ধ মারা না যায় ( বাকিটুকু না লিখি ) । জায়গাটা বাংলাদেশ এই , আপনি কি বলতে পারবেন কোথায়? ।
২৫ শে মে, ২০১৪ সকাল ৭:১৯
সাদা মনের মানুষ বলেছেন: ভয়ঙ্কর তথ্য, আমি এমনটা এখনো শুনিনি আপু, ধন্যবাদ।
১৬| ২৫ শে মে, ২০১৪ সকাল ৮:২৪
আদম_ বলেছেন: ভালো লেগেছে।
সিলেটের পোস্ট পাচ্ছিনা কেন?
২৫ শে মে, ২০১৪ সকাল ৯:১৯
সাদা মনের মানুষ বলেছেন: পরবর্তি পোষ্টই হবে সিলেটের পোষ্ট, ধন্যবাদ াদম ভাই।
১৭| ০৮ ই জুন, ২০১৪ রাত ১২:৪৭
পাজল্ড ডক বলেছেন: নেফিউ পারা যাবো!!!
০৯ ই জুন, ২০১৪ রাত ৮:৫৪
সাদা মনের মানুষ বলেছেন: আপনি যদি বাংলাদেশের সর্বোচ্চ চুড়া সাকা হাফং যেতে চান, তাহলে নেফিউ পাড়া না হয়ে যেতে পারবেন না, আর নেফিউ পাড়া গেলে সাকা হাফং সামিট না করে চলে আসার মতো বোকামী আর হতে পারে না, ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২১ শে মে, ২০১৪ সন্ধ্যা ৬:৩৪
শুঁটকি মাছ বলেছেন: অস্থির একটা পোস্ট।
বাচ্চাগুলা খুবই সুন্দর। কিন্তু বেচারাদের দেখলাম কৃমি ভরা পেট!