নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'
ঢাকা টু চিটাগাং রেল লাইন ধরে হাটা শেষ করেছি। পরবর্তি পরিকল্পনা ছিল ঢাকা টু সিলেট রেল লাইন ধরে হাটার । আখাউড়া স্টেশনের আগে তিতাস নদীর কড্ডা ব্রিজ পর্যন্ত ঢাকা টু চিটাগাং আর ঢাকা টু সিলেটের একই রুট হওয়ায় আমি সিলেটের পথে হাটা ধরেছি আসলে তিতাস নদীর কড্ডা ব্রিজ থেকে। আর কড্ডা ব্রিজের আগে যতগুলো স্টেশন আছে সেগুলোও আমি গননায় আনবো। সুতরাং আমার ঢাকা টু সিলেট প্রথম পোষ্টই হবে ঢাকা টু সিলেট ২৪তম স্টেশন। তারপর ২৫..২৬......এভাবেই ক্রমান্বয়ে সিলেট পর্যন্ত যতগুলো স্টেশন গনণা হয়ে যাবে।
আমার হাটার ধরণ তো আপনাদের জানাই আছে। আমি এক ষ্টেশন থেকে পরবর্তী স্টেশনের মধ্যবর্তী স্থানগুলোর ছবি দিব এবং প্রতি ষ্টেশনের জন্য একটা করে পোষ্ট । এতে করে স্টেশনের নাম এবং সংখ্যাটা ও হিসেব হয়ে যাবে ।
আমাদের হাটার ধরণঃ- সারাদিন রিলাক্স মুডে রেল লাইন ধরে হাটব, সন্ধ্যায় গাড়িতে করে বাড়িতে ফিরে আসব । এই সপ্তায় যেখানে আমার হাটা শেষ হবে আগামী সপ্তায় সেখান থেকে হাটা শুরু করবো এবং আবারো সন্ধ্যায় বাড়িতে ফিরে আসব । এভাবেই পর্যায়ক্রমে আমি সিলেট এর দিকে অগ্রসর হব এবং যতদিন না আমি সিলেট পৌছতে পারি। প্রতি সপ্তাহে হাটা আমার দ্বারা সম্ভব হচ্ছে না, তাই সিলেট পর্যন্ত কবে গিয়ে পৌছব এখনো জানি না, বলতে পারেন অজানা গন্তব্য
স্টেশনের অবস্থানঃ এটা হবিগঞ্জ জেলার মাধবপুর থানার অন্তর্গত একটা স্টেশন।
(২/৩) কাসিম নগর স্টেশন পার হয়ে আমরা এগিয়ে চললাম সিলেটের দিকে.........
(৪) শিমুল ফুলের সুবাস নিচ্ছে একটা ভাট শালিক।
(৫) আমাদের অতিক্রম করে যাচ্ছে একটা ট্রেন।
(৬) আমরা ক্রমান্বয়ে সিলেটের আরো কাছে চলে যাচ্ছি।
(৭) ভাট ফুল বা বন জুঁই, এমন ফুলগুলো আমাদের পথ চলার ক্লান্তি দূর করে নিমিষেই।
(৮) এবার উল্টো দিক থেকে আরো একটা ট্রেন।
(৯) রেল লাইনের পাশে ফুটে থাকা ল্যান্টানা ফুলগুলো সর্বদা আমাদের মুগ্ধ করে রাখে।
(১০) একজন কৃষক হেটে যাচ্ছে সবুজ ধানক্ষেতের পাশের মেটো পথ ধরে।
(১১) সিগন্যাল লাইট বলছে পরবর্তি স্টেশন খুব দূরে নয়।
(১২) স্থানীয় ভাষায় এই ফলকে আমরা বলি মেস্টা, এটা ডালে টক দেওয়ার কাজে ব্যব হার হয়।
(১৩/১৪) এক সময় আমরা চলে এলাম পরবর্তি স্টেশন মনতলায়।
আগের পর্বঃ ঢাকা টু সিলেট..( কাসিম নগর, স্টেশন নং-২৮)
পরবর্তি পর্ব হবেঃ ঢাকা টু সিলেট..(ইটাখোলা, স্টেশন নং-৩০)
২৭ শে মে, ২০১৪ সকাল ১১:১১
সাদা মনের মানুষ বলেছেন: হয়তো হিমালয়ে হাটবো না, তবে আপনার কথায় অনুপ্রেরণা পেলাম অনেক, ধন্যবাদ।
২| ২৭ শে মে, ২০১৪ সকাল ১০:৫৩
এম হাবিব আহসান বলেছেন: চমৎকার ব্লগ +++++++
২৭ শে মে, ২০১৪ সকাল ১১:১৪
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ আহসান ভাই, শ্রদ্ধা জানবেন।
৩| ২৭ শে মে, ২০১৪ দুপুর ১:০৯
নাহিদ শামস্ ইমু বলেছেন: ইতিমধ্যেই অন্য একটি ব্লগে কমেন্ট করেছিলাম। আবারও করছি...
আপনার এই দুরন্ত অভিযাত্রায় পাশে আছি। ট্রেনে করে যাতায়াত করেছি অসংখ্যবার। বাইরের প্রকৃতির দিকে তাকিয়ে আনমনা হয়েছি কতবার তার ইয়ত্তা নেই। তবে আপনার মত এভাবে রেললাইন ধরে হেঁটে প্রকৃতির একেবারে কাছ থেকে প্রকৃতি দেখা হয় নি কখনো। ভাবছি আপনার চোখ দিয়েই দেখবো।
শুভকামনা রইলো। লেখকসহ লেখাটিকে প্রিয়তে নিলাম।
২৮ শে মে, ২০১৪ সকাল ৭:০৩
সাদা মনের মানুষ বলেছেন: অনেক ধন্যবাদ নাহিদ ভাই, শ্রদ্ধা জানবেন।
৪| ২৭ শে মে, ২০১৪ দুপুর ২:০১
আমি গাঙচিল বলেছেন: ভালো লাগলো
২৮ শে মে, ২০১৪ সকাল ৭:০৫
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ শুভেচ্ছা জানবেন।
৫| ২৭ শে মে, ২০১৪ দুপুর ২:৫৪
মামুন রশিদ বলেছেন: একটা বিরতির পর আবার শুরু হলো । আশা করি নিয়মিত চলবে আপনার ট্রেন লাইন ধরে সিলেটমুখী যাত্রা ।
২৮ শে মে, ২০১৪ সকাল ৭:১২
সাদা মনের মানুষ বলেছেন: আমিও চাচ্ছি নিয়মিত চালাতে, কিন্তু সব সময় সুযোগ করে উঠতে পারি না, ধন্যবাদ।
৬| ২৭ শে মে, ২০১৪ বিকাল ৩:৩০
স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অনেক অনেক ভালোলাগা আর হিংসা হইল দেখিয়া ! ++
ভাল থাকুন ।
২৮ শে মে, ২০১৪ সকাল ৭:১৪
সাদা মনের মানুষ বলেছেন: আপনাদের হিংসাকে আমি মনে করি আমার জন্য আশির্বাদ স্বরূপ
৭| ২৭ শে মে, ২০১৪ বিকাল ৪:০০
সঞ্জয় নিপু বলেছেন: ভাই আপনের পোস্ট দেখলে আমার পাও কেমন যেন চিন চিন করে ওঠে।
যাক মজা করলাম। এগিয়ে যান, সাথে তো আমরা আছি ই ।
সাবধানে থাকবেন।
২৮ শে মে, ২০১৪ সকাল ৭:৩২
সাদা মনের মানুষ বলেছেন: আমারও পথ শেষ হয় না বলে মনটা সব সময় চিন চিন করে
৮| ২৭ শে মে, ২০১৪ বিকাল ৪:১০
মুদ্দাকির বলেছেন: আমি সাথেই আছি
২৮ শে মে, ২০১৪ সকাল ৮:১৩
সাদা মনের মানুষ বলেছেন: আপনাদেরকে সাথে পেলে আমি উৎসাহিত হই।
৯| ২৭ শে মে, ২০১৪ বিকাল ৪:৩৭
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: চমতকার ফডু পোস্ট।++++
২৮ শে মে, ২০১৪ সকাল ৮:২৬
সাদা মনের মানুষ বলেছেন: ধইন্যা
১০| ২৭ শে মে, ২০১৪ বিকাল ৪:৪৪
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
মনতলা শুনলেই মনটা উতালা হয়ে যায়। এসব এলাকা আমার বাড়ির কাছাকাছি। তিতার নদির, কড্ডা এসব তো আমার এলাকা
শিমুল ফুলের ওপর শালিকের ছবি.... অসাধারণ
আপনার সিলেট মার্চের জন্য শুভ কামনা রইলো...
২৮ শে মে, ২০১৪ সকাল ৮:৪২
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ মইনুল ভাই, আপনার এলাকায় এসে আপনাকে না পেয়ে মনটা খারাপ
১১| ২৭ শে মে, ২০১৪ বিকাল ৫:৪০
আদম_ বলেছেন: প্রথম স্থান ১০ নং
২য় ০৪ নং
৩য় ০৭ নং
২৮ শে মে, ২০১৪ বিকাল ৪:৪০
সাদা মনের মানুষ বলেছেন: আপনাকে প্লাস ++++
১২| ২৭ শে মে, ২০১৪ সন্ধ্যা ৬:৪৩
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনার সাথে তো সেই কবে থেকে হাটার প্ল্যান করতাছি!
শরৎ দা বলেছেন - অন্যমনস্ক শরৎ
১৩| ২৭ শে মে, ২০১৪ সন্ধ্যা ৬:৪৫
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: দুঃখিত আগের মন্তব্যটি অসম্পূর্ন।
আমি বলতে চেয়েছিলাম, শরৎ দা বলেছেন, আমি একদিন দেখতে চাই আপনি হিমালয়ের দিকে হাঁটা দিয়েছেন। আমার বিশ্বাস আপনি এবং আপনারা এটা পারবেন।
আমিও তাই মনে করি। আপনাদের জন্য রইল অনেক শুভ কামনা।
২৮ শে মে, ২০১৪ বিকাল ৪:৪৩
সাদা মনের মানুষ বলেছেন: লেখক বলেছেন: হয়তো হিমালয়ে হাটবো না, তবে আপনার কথায় অনুপ্রেরণা পেলাম অনেক, ধন্যবাদ।
১৪| ২৭ শে মে, ২০১৪ রাত ৮:৩৭
অন্ধবিন্দু বলেছেন:
ভালোলাগা রইলো।
২৮ শে মে, ২০১৪ বিকাল ৪:৫৬
সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন
১৫| ২৮ শে মে, ২০১৪ রাত ৮:৫৫
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
কখন যান, কোন মাসের কোন সময়টাতে, সাথে আরও কারা থাকেন... এসব জানালে আরও ভালো লাগতো....
[ আমি এলাকা-ছাড়া সেই ’৯২ সাল থেকে। এলাকার কেউ আমাকে চিনবেই না বাড়িতে চাই বছরে ২/১ বার। ]
১৫ ই জুন, ২০১৪ বিকাল ৫:৩১
সাদা মনের মানুষ বলেছেন: ঠিক আছে আমি নিজেই না হয় চিনে নেবো
১৬| ১৫ ই জুন, ২০১৪ দুপুর ১:৫৮
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: সিলেট বিভাগের তৃতীয় স্টেশন মনতলা। হরষপুর আর কাসিমনগরের তুলনায় মনতলা বাজার আকার প্রকারে বেশ বড়ো। মনতলা যে ইউনিয়নে তার নাম বহরা। বহরা সাহেববাড়ীর তিন প্রজন্ম শিক্ষা, প্রশাসন, ব্যাংকিং নানা ক্ষেত্রে প্রতিষ্ঠিত। এ বাড়ির এম.বি.চৌধুরী ছিলেন শিক্ষাবিদ। সিলেট এমসি কলেজ, যশোর এম এম কলেজের অধ্যক্ষ এবং যশোর বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালনের পর তিনি ১৯৭৪ সালে শিক্ষা বিভাগের তৎকালীন সর্বোচ্চ পদ (ডিপিআই) থেকে অবসর নেন। ডিপিআই অফিসকে বিভক্ত করেই সৃস্টি হয়েছে বর্তমান মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, কারিগরী শিক্ষা অধিদপ্তর, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। তাঁর ছেলে এ. বি. চৌধুরী সংস্থাপন সচিব এবং ইতালীতে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। এ বাড়ীর আরো কয়েকজন উচ্চতর সামরিক ও বেসামরিক পদে আসীন ছিলেন/আছেন।
১৫ ই জুন, ২০১৪ বিকাল ৫:৩৪
সাদা মনের মানুষ বলেছেন: ভাই আপনি তো দেখছি এই এলাকার সব হাড়ির খবরই রাখেন, আপনার বাড়ি এই এলাকার কোথায় জানতে পারি কি ?
১৭| ১৬ ই জুন, ২০১৪ রাত ১:০৯
নাহিদ ইসলাম ৩৫০ বলেছেন: খুবি সুন্দোর। ছবিগুলো।
আইডিয়া বাজ
১৬ ই জুন, ২০১৪ সকাল ৭:৫৪
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ নাহিদ ভাই, আপনার আইডিয়াবাজি দেখে এলাম
১৮| ১৬ ই জুন, ২০১৪ বিকাল ৩:৪৪
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: আমার বাড়ী নোয়াখালী। এ এলাকায় কিছু দিন চাকরীসূত্রে বাস করেছি বলে এসব জানার সুযোগ পেয়েছি।
১৬ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৫৩
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ
১৯| ১৫ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৩৩
স্বপনীল জলরং বলেছেন: আপনার ভ্রমন উম্মাদনা আমায় পাগল করে দিল!!!!
১৮ ই অক্টোবর, ২০১৪ সকাল ৯:০৯
সাদা মনের মানুষ বলেছেন: এই নেশা যাকে ধরে সে ঘরে থাকতে পারে না, ধন্যবাদ।
২০| ২৩ শে আগস্ট, ২০১৬ সকাল ৯:৩৬
রূপক বিধৌত সাধু বলেছেন: আপনার পোস্ট দেখে আমার পাগলামি তো বেড়ে গেলো । রেললাইন ধরে হাঁটাহাঁটি শুরু করবো শীঘ্রই । একসময় মামাতো ভাইয়ের সাথে সাইকেলযোগে কতো জায়গাই ঘুরে-বেড়িয়েছি; কয়েকমাস আগে এক বন্ধুর সাথে ময়মনসিংহ থেকে নেত্রকোণা গিয়েছিলাম বাইকযোগে । মোটামুটি তিন-চারটা উপজেলায় ঘুরেছি ।
(সবগুলো লিঙ্ক একসাথে পাওয়া যায় এমন একটা পোস্ট দেন)
২৩ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:২১
সাদা মনের মানুষ বলেছেন: জীবনটা উপভোগ করার জন্য এমন পাগলামীগুলো আমি খুবই ইনজয় করি.........সবগুলো পোষ্টের লিঙ্ক একসাথে নেই তবে ভবিষ্যতে একসাথে করার চেষ্টা করবো।
©somewhere in net ltd.
১| ২৭ শে মে, ২০১৪ সকাল ১০:৪৩
শরৎ চৌধুরী বলেছেন: বাহ! এবার ঢাকা টু সিলেট? আপনি পারেনও ম্যান। আমি একদিন দেখতে চাই আপনি হিমালয়ের দিকে হাঁটা দিয়েছে। আমার বিশ্বাস আপনি এবং আপনারা এটা পারবেন। অনেক অনেক অভিনন্দন।