নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'
বান্দরবান জেলার থানচি উপজেলার রেমাক্রি স্থানটি সাঙ্গু নদীর উজানে একটি মারমা বসতী। মারমা ভাষায় 'খুম' মানে হচ্ছে জলপ্রপাত। রেমাক্রি থেকে তিন ঘন্টার হাঁটা পথ পাড়ি দিয়ে যেতে হয় আশ্চর্য সুন্দর সেই জলপ্রপাতে, যার নাম 'নাফাখুম'। রেমাক্রি খালের পানি প্রবাহ এই নাফাখুমে এসে বাঁক খেয়ে হঠাৎ করেই নেমে গেছে প্রায় ২৫-৩০ ফুট....প্রকৃতির খেয়ালে সৃষ্টি হয়েছে চমৎকার এক জলপ্রপাত! সূর্যের আলো পেলেই সাতরঙা রংধনু সেখানকার পাহাড়ি সৌন্দর্য্যকে বাড়িয়ে দেয় শতগুণ।
উপর হতে আছড়ে পড়া পানির আঘাতে ঝর্নার চারিদিকে সৃষ্টি হয় ঘন কুয়াশার। উড়ে যাওয়া জলকনা বাষ্পের সাথে ভেসে ভেসে শরীরে এসে পড়ে। রোমাঞ্চকর সে অনুভূতিটা বলে বোঝানোর মতো নয়। অনেকে এটাকে বাংলার নায়াগ্রাও বলে থাকে। এখানটায় পৌছার আগেই আমার মূল ক্যমেরাটা পানিতে পড়ে যাওয়ায় আর ছোট্ট ক্যামেরাটার ব্যটারিও প্রায় ফুরিয়ে যাওয়ায় খুব একটা ছবি তোলা সম্ভব হয়নি, তবে যেটুকু তুলতে পেরেছিলাম তা নিয়েই আমার আজকের পোষ্ট।
(২) রেমাক্রি বাজার থেকে এমন অনেকগুলো ধাপ বেয়ে নেমে যেতে হবে পাহাড়ি পাড়া পেনেডং এর দিকে।
(৩) রেমাক্রি বাজার থেকে নেমে ব্রীজ পার হয়ে আবার উপরের দিকে উঠে পেনেডং পাড়ায় ঢুকতেই এই সতর্ক বার্তাটা চোখে পড়ে।
(৪) পেনেডং পাড়ায় ভেতরে এমন পথে হেটে যেতে পাহাড়ি পাড়া পেনেডাং এর প্রেমে পড়তে খুব বেশী সময় লাগে না।
(৫) পেনেডাং ছেড়ে এক সময় আমরা নেমে এলাম রেমাক্রি খালের পাড়ে, এখানে কিছু আধিবাসী বন থেকে কাঠ কেটে পাড়ায় প্রবেশ করার আগে হয়তো বা একটু জিরিয়ে নিচ্ছিল।
(৬/৭) এবার রেমাক্রি খালের সৌন্দর্য্য দেখতে দেখতে আমাদের নাফাখুমের দিকে এগিয়ে যাবার পালা।
(৮) কখনো হাটু পানি, কখনো কোমর পানি, কখনো বা পিচ্ছিল পাথুরে বা জংলাকীর্ণ পথ, কিন্তু শত কষ্টেও থেমে নেই ক্যমেরাম্যানদের ক্লিকবাজী করা।
(৯) এই পাহাড়েই যাদের কেটে যায় একটি জীবন, বেশীরভাগ এখানকার পাহাড়ির সভ্য জগতে কখনো প্রবেশ করা হয়ে উঠে না, তাদের শিশুরা রেমাক্রির পানিতে কলার ভেলা ভাসিয়ে খুঁজে নেবে আনন্দ, এতে আর অবাক হওয়ার কি আছে !!
(১০/১১) পাহাড়ের জঙ্গলে উৎপাদিত মুলি বাঁশগুলো সভ্য জগতে যাওয়ার জন্য প্রথমেই যাত্রা শুরু করে এই রেমাক্রি খাল দিয়ে, অতঃপর রেমাক্রি থেকে সাঙ্গু নদী হয়ে ওরা সভ্য জগতে প্রবেশাধিকার পায়।
(১২) মুলি বাঁশগুলো নিয়ে পাথুরে ঢালগুলো অতিক্রম করা বেশ কষ্টকর।
(১৩) রেমাক্রির এমন সৌন্দর্য্য দেখে মুগ্ধ না হয়ে পারা যাবে না।
(১৪) এক সময় নাফাখুম চরম সৌন্দর্য্য নিয়ে আমাদের চোখে ধরা দিলো।
(১৫) এমন সুন্দর দেখতে আমরা সারিবদ্ধভাবে পোজ দিয়ে বসে পড়লাম।
(১৬) একটু উজানে মারমা বসতির দিকে আগাতেই দেখলাম রেমাক্রির পানিতে কিছু ধোয়া মোছা করছে।
(১৭) কাছে যেতেই যা দেখলাম!!!
(১৮) পাড়ায় দাড়িয়ে আরো একবার ক্লিকবাজি।
অসাধারণ এই জলপ্রপাত দেখতে হাজার বার গেলেও দেখে তৃপ্তি মিটবে না, এ কথা বলা যায় অনায়াসেই। ফিরে আসার সময় নাফাখুমের কানে কানে বলেছিলাম, তোমায় ভালোবাসি অনেক। জবাবে সে রিনিঝিনি শব্দে হেসে লাফিয়ে পড়লো রেমাক্রির বুকে, আর হারিয়ে গেলো পাহাড়ের কোন অজানা বাঁকে............
১৫ ই জুলাই, ২০১৪ সকাল ১০:২৪
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ আনোয়ার ভাই, ভালো থাকুন, সব সময়।
২| ১৫ ই জুলাই, ২০১৪ সকাল ১০:৪৮
পলক শাহরিয়ার বলেছেন: ছবিগুলো অনেক সুন্দর!
১৬ ই জুলাই, ২০১৪ সকাল ৯:০১
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ শাহরিয়ার ভাই, আমি মনে করি আমার ক্যামেরা সমস্যার কারণে ভালো ছবি উঠাইতেই পারিনি।
৩| ১৫ ই জুলাই, ২০১৪ সকাল ১১:০৫
সোহানী বলেছেন: আমাদের দেশ এত্ত সুন্দর সেটা না দেখলে বোঝা যায় না। তবে শুধু একটু যত্ন করলেই বিশ্বে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে..... আফসোস।
১৬ ই জুলাই, ২০১৪ সকাল ৯:০২
সাদা মনের মানুষ বলেছেন: হুমম, কথা সত্য
৪| ১৫ ই জুলাই, ২০১৪ সকাল ১১:২৭
ধুম্রজ্বাল বলেছেন: ছবি ও লেখনী দুই ই চমৎকার হয়েছে।
তারুন্যের দিন গুলো মনে পড়ছে যখন এসব যায়গা দিয়ে হেটে গেছি। এত নির্জন যে মনে হয়েছিল আমিই প্রথম পা রেখেছি।
যাবো আবার......প্রিয় সাথীকে নিয়ে
১৬ ই জুলাই, ২০১৪ সকাল ৯:০৫
সাদা মনের মানুষ বলেছেন: ভালো লাগে এমন সব জায়গায় গেলে, পিছুটান না থাকলে একটা জীবন এমন চমৎকার প্রকৃতিতে কাটিয়ে দিতে মন্দ লাগতো না।
৫| ১৫ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:২০
রাজিব বলেছেন: আসলেই অবিশ্বাস্য সৌন্দর্য মাখানো এক জলপ্রপাত। কিছু দিন পর পর ব্লগে পোস্ট দেখি নেপাল ঘুরতে যাবো, ভারত ঘুরতে যাবো। তারা যদি নিজের দেশের এইসব সুন্দর জায়গা ঘুরতে যেতেন তবে দেশের অর্থনীতির অনেক লাভ হতো।
১৬ ই জুলাই, ২০১৪ সকাল ৯:০৮
সাদা মনের মানুষ বলেছেন: রাজিব ভাই, যারা পাহাড় ট্র্যাকের আছেন তারা অবশ্যই স্বীকার করবেন দশ বছর ধরে বান্দরবান দেখলেও তা শেষ করা কঠিন হবে। ওখানকার পাহাড় গুলোর পরতে পরতে যে সৌন্দর্য্যের আধার তার কতটাই বা আমরা দেখে শেষ করতে পেরেছি।
৬| ১৫ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:৩৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুন পোষ্ট । ব্যাঙ দেখে কষ্ট লাগলো
১৬ ই জুলাই, ২০১৪ সকাল ৯:১৪
সাদা মনের মানুষ বলেছেন: কষ্টের কি আছে আপু, ওখানে টো এসব প্রচুর উৎপাদন হয়, আমরাও তো এমন ভাবে মাছ খেয়ে থাকি
৭| ১৫ ই জুলাই, ২০১৪ দুপুর ১:৫৯
ভুং ভাং বলেছেন: চমৎকার
১৬ ই জুলাই, ২০১৪ সকাল ৯:১৫
সাদা মনের মানুষ বলেছেন: সত্যি কইছেন তো? নাকি আবার ভুংভাং
৮| ১৫ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৪৯
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আমিও গিয়েছিলাম। এটা অবশ্যই সত্য যে এখানে বার বার গেলো নেশা কাটবে না। দারুন একটা জায়গা!
১৬ ই জুলাই, ২০১৪ সকাল ৯:১৭
সাদা মনের মানুষ বলেছেন: তাহলে তো মার বাড়ির গল্প মাসির কাছে করার মতো হয়ে গেলো, ধন্যবাদ ভালোবাসা
৯| ১৫ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৫৬
ভ্রাম্যমাণ জলদস্যু বলেছেন: যাবার জন্য সঠিক সময় কখন ?
১৬ ই জুলাই, ২০১৪ সকাল ৯:২১
সাদা মনের মানুষ বলেছেন: থানছি থেকে আগামী সেপ্টেম্বার পর্যন্ত উজানের দিক এ যাওয়া সরকারী নিষেধাজ্ঞা আছে।
এ সময়টাতে সাঙ্গুতে প্রচন্ড স্রোতের কারণে বিপদ হওয়ার আশংকা প্রবল। অক্টোবর, নভেম্বরে যাওয়াটাই সবচেয়ে পারফেক্ট সময়। কারণ তার আগে গেলে পানির জন্য যাওয়াটা খুবই কঠিন হবে, আবার পরে গেলে পানি কম থাকায় সৌন্দর্য্যটা ভালো দেখা যাবে না।
১০| ১৫ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৫৬
ভ্রাম্যমাণ জলদস্যু বলেছেন: যাবার জন্য সঠিক সময় কখন ?
০৬ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৭
সাদা মনের মানুষ বলেছেন: নভেম্বর থেকে জানুয়ারীই মনে হয় পারফেক্ট সময়.....তবে ১২ মাসের ১২ রূপ দেখতে বিভিন্ন সময় তো যাওয়াই যায়
১১| ১৫ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৫৬
ভ্রাম্যমাণ জলদস্যু বলেছেন: যাবার জন্য সঠিক সময় কখন ?
১২| ১৫ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:৩৮
পাজল্ড ডক বলেছেন: মুগ্ধ !
১৬ ই জুলাই, ২০১৪ সকাল ৯:২২
সাদা মনের মানুষ বলেছেন: শ্রদ্ধা
১৩| ১৫ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৪৫
মৃদুল শ্রাবন বলেছেন: আসলেই অসাধারণ। যেতে হপে।
১৬ ই জুলাই, ২০১৪ সকাল ৯:২৪
সাদা মনের মানুষ বলেছেন: যান, খুবই চমৎকার জায়গা, তবে আমার মতো আবার ক্যামেরা যেনো পানিতে ফেলে না দেন
১৪| ১৫ ই জুলাই, ২০১৪ রাত ৮:৫২
বোকামানুষ বলেছেন: দারুন পোস্ট
কবে যে এসব জায়গায় জেতে পারবো খালি আফসোস লাগে
১৬ ই জুলাই, ২০১৪ সকাল ৯:২৬
সাদা মনের মানুষ বলেছেন: ইচ্ছে করেন, উপায় হয়ে যাবে
১৫| ১৫ ই জুলাই, ২০১৪ রাত ৯:২৩
সায়েদা সোহেলী বলেছেন:
বরাবরের মতোই মুগ্ধতা! !!
১৬ ই জুলাই, ২০১৪ সকাল ৯:২৭
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ সোহেলী, শুভেচ্ছা জানবেন।
১৬| ১৫ ই জুলাই, ২০১৪ রাত ৯:৩১
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: দারুন এবঙ দারুন...........যাব একদিন চলে যাব........
১৬ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৪২
সাদা মনের মানুষ বলেছেন: আমি শুধু একদিন নয়, আরো অনেক বার যাওয়ার ইচ্ছে মনে প্রাণে পোষণ করি।
১৭| ১৫ ই জুলাই, ২০১৪ রাত ১০:১৯
দৃষ্টিসীমানা বলেছেন: খুব ই সুন্দর ।একবার যেতে পারলে হত ।পোষ্টে +++++++++++++++ । ভাল থাকুন সব সময় ।
১৬ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৪৪
সাদা মনের মানুষ বলেছেন: আপনিও ভালো থাকুন সব সময়।
১৮| ১৫ ই জুলাই, ২০১৪ রাত ১০:৫৫
আহমেদের ব্লগ বলেছেন: ধন্যবাদ আপনার ব্লগের জন্য, খুব সুন্দর ভাবে ছবি গুলো দিয়ে সাজিয়েছেন পুরো ব্লগটিকে।
১৬ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৪৫
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ আহমেদ ভাই, শ্রদ্ধা জানবেন।
১৯| ১৬ ই জুলাই, ২০১৪ সকাল ১০:৪৬
*কুনোব্যাঙ* বলেছেন:
++++++
১৬ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৪৬
সাদা মনের মানুষ বলেছেন:
১৬ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৪৬
সাদা মনের মানুষ বলেছেন:
২০| ১৬ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:১৯
বোকা মানুষ বলতে চায় বলেছেন: গতকালকেও তাহসিন মামা কে বলছি সামনের অক্টোবরের দিকে নাফাখুম নিয়ে যেতে। ছবি বর্ণনা দুটোই চমৎকার, বরাবরের মত। দেরীতে কমেন্ট করার জন্য দুঃখিত। পড়ে গেছি (উইথ প্লাস) গতকালই, ভিবি'র অফিসে গেলাম, তাই কাল মন্তব্য করার সময় পাই নাই।
শুভকামনা রইল।
১৬ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৪৭
সাদা মনের মানুষ বলেছেন: হাসান ভাই, আমি ও আপনার সঙ্গী হতে চাই।
২১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:১০
মাদিহা মৌ বলেছেন: আরি! আপনি তো রেমাক্রি একবার গিয়েছেন! আবারো যাবেন?
বড় পাথর, তিন্দু আর যাওয়ার পথের ছবি কই?
ভাবছি এখানেই যাব!
১১ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:১৭
সাদা মনের মানুষ বলেছেন: অসাধারণ সুন্দর এলাকা, এদিকের ছবি তোলার আগেই আমার ক্যামেরাটা পানিতে পড়ে গিয়েছিলো আপু
©somewhere in net ltd.
১| ১৫ ই জুলাই, ২০১৪ সকাল ১০:০৯
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর+