নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছিলাম বইয়ের পোকা, এখন ইন্টারনেটের ।

সাদা মনের মানুষ

বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'

সাদা মনের মানুষ › বিস্তারিত পোস্টঃ

জসিমউদ্দিনের কবিতা পল্লী-বর্ষা..সাথে কিছু ছবি

১৪ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:৩৬



আজিকের রোদ ঘুমায়ে পড়িয়া ঘোলাট-মেঘের আড়ে,

কেয়া-বন পথে স্বপন বুনিছে ছল ছল জল-ধারে।

কাহার ঝিয়ারী কদম্ব-শাখে নিঝ্ঝুম নিরালায়,

ছোট ছোট রেণু খুলিয়া দেখিছে অস্ফুট কলিকায়!



বাদলের জলে নাহিয়া সে মেয়ে হেসে কুটি কুটি হয়,

সে হাসি তাহার অধর নিঙাড়ি লুটাইছে বনময়।

কাননের পথে লহর খেলিছে অবিরাম জল-ধারা

তারি স্রোতে আজি শুকনো পাতারা ছুটিয়াছে ঘরছাড়া!



হিজলের বন ফুলের আখরে লিখিয়া রঙিন চিঠি,

নিরালা বাদলে ভাসায়ে দিয়েছে না জানি সে কোন দিঠি!

চিঠির উপরে চিঠি ভেসে যায় জনহীন বন বাটে,

না জানি তাহারা ভিড়িবে যাইয়া কার কেয়া-বন ঘাটে!



কোন্ সে বিরল বুনো ঝাউ শাখে বুনিয়া গোলাপী শাড়ী, -

হয়ত আজিও চেয়ে আছে পথে কানন-কুমার তারি!

দিকে দিগেনে- যতদূর চাহি, পাংশু মেঘের জাল

পায়ে জড়াইয়া পথে দাঁড়ায়েছে আজিকার মহাকাল।



গাঁয়ের চাষীরা মিলিয়াছে আসি মোড়লের দলিজায়, -

গল্পের গানে কি জাগাইতে চাহে আজিকার দিনটায়!

কেউ বসে বসে বাখারী চাঁচিছে, কেউ পাকাইছে রসি,

কেউবা নতুন দোয়াড়ীর গায়ে চাঁকা বাঁধে কসি কসি।



কেউ তুলিতেছে বাঁশের লাঠিতে সুন্দর করে ফুল

কেউবা গড়িছে সারিন্দা এক কাঠ কেটে নির্ভুল।

মাঝখানে বসে গাঁয়ের বৃদ্ধ, করুণ ভাটীর সুরে,

আমীর সাধুর কাহিনী কহিছে সারাটি দলিজা জুড়ে।



লাঠির উপরে, ফুলের উপরে আঁকা হইতেছে ফুল,

কঠিন কাঠ সে সারিন্দা হয়ে বাজিতেছে নির্ভুল।

তারি সাথে সাথে গল্প চলেছে- আমীর সাধুর নাও,

বহুদেশ ঘুরে আজিকে আবার ফিরিয়াছে নিজ গাঁও।



ডাব্বা হুঁকাও চলিয়াছে ছুটি এর হতে ওর হাতে,

নানান রকম রসি বুনানও হইতেছে তার সাথে।

বাহিরে নাচিছে ঝর ঝর জল, গুরু গুরু মেঘ ডাকে,

এ সবের মাঝে রূপ-কথা যেন আর রূপকথা আঁকে!



যেন ও বৃদ্ধ, গাঁয়ের চাষীরা, আর ওই রূপ-কথা,

বাদলের সাথে মিশিয়া গড়িছে আরেক কল্প-লতা।



বউদের আজ কোনো কাজ নাই, বেড়ায় বাঁধিয়া রসি,

সমুদ্রকলি শিকা বুনাইয়া নীরবে দেখিছে বসি।



কেউবা রঙিন কাঁথায় মেলিয়া বুকের স্বপনখানি,

তারে ভাষা দেয় দীঘল সূতার মায়াবী নকসা টানি।

বৈদেশী কোন্ বন্ধুর লাগি মন তার কেঁদে ফেরে,

মিঠে-সুরি-গান কাঁপিয়ে রঙিন ঠোঁটের বাঁধন ছেঁড়ে।



আজিকে বাহিরে শুধু ক্রন্দন ছল ছল জলধারে,

বেণু-বনে বায়ু নাড়ে এলোকেশ, মন যেন চায় কারে।



আজকে সকাল থেকেই বৃষ্টি,,,,,,,,,ক্যমেরা নিয়ে বের হওয়ার সুযোগ নাই, কিন্তু সাধারণ ছবিকে ফটোশপে বৃষ্টি দেওয়ার সুযোগটা ভালোই আছে.......তাই:):)

মন্তব্য ৩২ টি রেটিং +২/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ১৪ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:৪২

মামুন রশিদ বলেছেন: চমৎকার!

১৪ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৩৭

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ মামুন ভাই।

২| ১৪ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:৫৪

সুমন কর বলেছেন: কবিতা আর ছবি মিলে চমৎকার পোস্ট !!

১৪ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৪৬

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ সুমন ভাই, শুভেচ্ছা জানবেন।

৩| ১৪ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:৫৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: সুন্দর কবিতার সাথে চমৎকার কিছু ছবি।

ধন্যবাদ, সাদা মনের মানুষ।

১৪ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৪৭

সাদা মনের মানুষ বলেছেন: আশরাফুল ভাই, শুভেচ্ছা

৪| ১৪ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:০৩

সুদীপ্ত সরদার বলেছেন: Chobi add ta darun legesa,tasara amar khub pochonder 1ta kobita eta! Suvessa roilo

১৪ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৪৮

সাদা মনের মানুষ বলেছেন: আমারো পছন্দের কবিতা, ধন্যবাদ।

৫| ১৪ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:০৩

পরিবেশ বন্ধু বলেছেন: অপূর্ব

১৪ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৫০

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা

৬| ১৪ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:৩২

কান্ডারি অথর্ব বলেছেন:


চমৎকার সব ছবি +++

১৯ শে আগস্ট, ২০১৪ রাত ৮:০১

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন।

৭| ১৪ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৩৩

রােশদ সুলতান তপু বলেছেন: এত সুন্দর ছবিগুলোতে বৃষ্টির ইফেক্ট-এর জন্যে ফটোশপিত না করলেও পারতেন।

আর বৃষ্টির ছবি দিতে চাইলে অনেক ছবিই তো আছে- তাই না?

ভাল থাকবেন।

১৪ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৫২

সাদা মনের মানুষ বলেছেন: আর বৃষ্টির ছবি দিতে চাইলে অনেক ছবিই তো আছে- তাই না?

বৃষ্টির ছবি অনেক আছে, তবে আমার তোলা ভালো কোন বৃষ্টির ছবি নাই, এই ছবিগুলো সবই আমার তোলা, ধন্যবাদ।

৮| ১৪ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৫৮

মুদ্‌দাকির বলেছেন: ভাই নিচের মন্দিরটা কোথায় ?

১৬ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:৪১

সাদা মনের মানুষ বলেছেন: এটা ৭ম শতাব্দীতে তৈরী মহাতীর্থ চন্ডীমুড়া সেবাশ্রম, ইহা কুমিল্লার লালমাই পাহাড়ে অবস্থিত, ধন্যবাদ।

৯| ১৪ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:৪০

ডি মুন বলেছেন: এই কবিতাটা খুবই প্রিয়।

আপনার বৃষ্টি দেয়া ছবিগুলোও সুন্দর :)

১৯ শে আগস্ট, ২০১৪ রাত ৮:০৫

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ মুন, শুভেচ্ছা জানবেন।

১০| ১৪ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:৫২

কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুন

১৯ শে আগস্ট, ২০১৪ রাত ৮:০৭

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন আপু।

১১| ১৪ ই আগস্ট, ২০১৪ রাত ৯:২৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

দারুণ...
বুঝতেই পারি নি প্রথমে :)



বৃষ্টির দিন আমার কাছে খুবই ভালো লাগে... স্মৃতিকাতর করে তোলে।

গ্রামের বাড়িতে টিনের চালে বৃষ্টি হলে আমি দিনের বেলায়ই ঘুমাতে রাজি ;)

১৯ শে আগস্ট, ২০১৪ রাত ৮:১২

সাদা মনের মানুষ বলেছেন: শেষে তো বুঝতে পেরেছেন, শুভেচ্ছা

১২| ১৪ ই আগস্ট, ২০১৪ রাত ৯:৫১

পাকাচুল বলেছেন: বৃষ্টিতে রেললাইনের কোন ছবি নাই? নিশ্চয় থাকার কথা!!

১৯ শে আগস্ট, ২০১৪ রাত ৮:১৪

সাদা মনের মানুষ বলেছেন: দুঃখিত তেমন কোন ছবি নাই, তবে ফটোশপে বানিয়ে দিতে পারবো :D

১৩| ১৬ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:০১

আরজু মুন জারিন বলেছেন: আজিকের রোদ ঘুমায়ে পড়িয়া ঘোলাট-মেঘের আড়ে,
কেয়া-বন পথে স্বপন বুনিছে ছল ছল জল-ধারে।
কাহার ঝিয়ারী কদম্ব-শাখে নিঝ্ঝুম নিরালায়,
ছোট ছোট রেণু খুলিয়া দেখিছে অস্ফুট কলিকায়! X( X(( :-/

অসাধারণ একটি পোস্ট। অনেক শুভেচ্ছা রইল।

১৯ শে আগস্ট, ২০১৪ রাত ৮:১৬

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা আপু, কেমন আছেন?

১৪| ১৬ ই আগস্ট, ২০১৪ রাত ১০:০২

একজন ঘূণপোকা বলেছেন: চমৎকার!

১৯ শে আগস্ট, ২০১৪ রাত ৮:১৩

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, ভালো থাকুন, সব সময়।

১৫| ১৯ শে আগস্ট, ২০১৪ সকাল ৮:০৮

আদম_ বলেছেন: আজিকে বাহিরে শুধু ক্রন্দন ছল ছল জলধারে,
বেণু-বনে বায়ু নাড়ে এলোকেশ, মন যেন চায় কারে

১৯ শে আগস্ট, ২০১৪ রাত ৮:০৮

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, কেমন আছেন ?

১৬| ২৭ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:৫০

রােশদ সুলতান তপু বলেছেন: আবারও বলছি ফটোশপিত করার কথা। এজন্যে বলছি যে ফটোশপে ইফেক্টের মাপ সবসময় একই হয়। যেটা যে কোন ফটোশপ ইউজারই বলতে পারবে। আর বাস্তবে বৃষ্টির ছবি তুললে ইফেক্টটা আসবে ভাঙ্গা ভাঙ্গা। আপনার ছবিতে নদী বা পুকুরের পানির দিকে তাকালে দেখা যায় নিস্তরঙ্গ পানি। এটা বৃষ্টির সময়ে হয় না।

২৮ শে আগস্ট, ২০১৪ সকাল ৮:০৩

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ সুলতান, আমি কিন্তু আগেই বলে দিয়েছি এটা একটা ফটোশপ বৃষ্টি ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.