নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'
শিয়ালদহ স্টেশন। রাতের আলোক উজ্জল নিয়ন গুলো নিভে যাবার পর এখন একেবারে অন্য রকম শহর। ঢাকা শহর ভালো করে না দেখেই শিয়ালদহ দেখা সত্যিই একটা অন্য রকম ব্যাপার। উড়াল সড়কের নিচের ফুটপাতের দোকান গুলো প্রায় সারা রাত জেগে চেচামেচি করলেও এখন সবই শুনশান। রাতে ভেবেছিলাম সকালে ক্ষিধা লাগলে এখান থেকেই খেয়ে নেবো। কিন্তু এখন ক্ষুধা চরম লাগলেও দোকান গুলো ঘুমিয়ে।
রাস্তা পার হয়ে অন্য একটা বেশ বড় দোকানে ঢুকে পড়লাম, খেতে হবে। আমি কোন অর্ডার না করলে ওয়েটার আমাকে পাঁচটা গরম পুরি আর এক প্লেট মাংস এনে দিলো। খেলাম খুব তৃপ্তি নিয়ে। পকেটে আছে ত্রিশ রূপির মতো। কাউন্টারে বিল দিতে এলাম, ম্যানেজার আমাকে বলে কেতনা হুয়া। আমি আতকে উঠালাম, এইরে ধরা খেয়ে যাবো নাকি! আমি যে অবৈধ ভাবে বাংলাদেশ থেকে এসেছি। আমি তো হিন্দি জানি না। আমি বিজ্ঞের মতো ওয়েটারের দিকে তাকিয়ে থাকলাম, ওয়েটার বললো দু'রূপিয়া পঁচিশ।
আমার ঘাম দিয়ে জ্বর সারলো। দুই রূপিয়া পঁচিশ পয়সা দিয়ে হাটা ধরলাম উড়াল সেতুর দিকে.........
গল্প লিখা আমার দ্বারা কখনো সম্ভব হবে কিনা জানি না, তবে জীবনের খন্ড চিত্র নিয়ে এমন ছোট ছোট কিছু লিখা চালিয়ে যাওয়ার ইচ্ছে নিয়ে শুরু করলাম জীবনের টুকরো কথা.....আশা করছি আপনাদের ভালো লাগতে পারে।
১৯ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৫৬
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ প্রিয় আশরাফুল ভাই, উৎসাহিত হলাম।
২| ১৮ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:০০
রাজিব বলেছেন: কলকাতায় সবাই হিন্দি পারে তা কিন্তু নয়। তবে আপনার জীবনের গল্প ভাল লাগলো।
২২ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:৩৫
সাদা মনের মানুষ বলেছেন: কলকাতায় নিম্ন শ্রেণীর লোকেরা সাধারণত হিন্দি বলে, আর ভদ্রলোকেরা বাংলা কিংবা ইংলিশ।
৩| ১৮ ই আগস্ট, ২০১৪ রাত ৮:২৯
বাংলার পাই বলেছেন: আপনার লেখার স্টাইল কিন্তু ভালো। ইচ্ছে করলেই গল্প লিখতে পারেন।
অনেক চমৎকার একটা স্মৃতি। তবে এখন মনে হয় আর দুই রুপিয়া পঁচিশ দিয়া পুরি মাংস পাবেন না। ধন্যবাদ ভাই। শুভেচ্ছা ও ভালোবাসা নিবেন
বিঃ দ্রঃ দুই জায়গাইয় একই মন্তব্য কারন লোক একই।
২২ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:৩৬
সাদা মনের মানুষ বলেছেন: আপনাকে আমি চিনতে পেরেছি ভাই, ধন্যবাদ।
৪| ১৯ শে আগস্ট, ২০১৪ ভোর ৬:৫৬
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
তদ্রূপ অবস্থা আমারও হয়েছিলো। হিন্দি কিছু বুঝলেও পুরা বুঝি না
ভালো লিখেছেন কিন্তু.....
ভ্রমণের কথাগুলো এভাবে জানালে জাতি উপকৃত হতো
শুভেচ্ছা জানবেন, সাদামন ভাই
২২ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:৩৮
সাদা মনের মানুষ বলেছেন: হিন্দি আমি ৭০ ভাগ বুঝি, কিন্তু কইতে গেলে ১০ভাগই ভালোভাবে কইতে পারি না
৫| ১৯ শে আগস্ট, ২০১৪ সকাল ৮:১০
আদম_ বলেছেন: চলুক।
২২ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:৩৮
সাদা মনের মানুষ বলেছেন: চলবে ইনশাআল্লাহ্
৬| ২০ শে আগস্ট, ২০১৪ রাত ৮:৩৩
মুদ্দাকির বলেছেন:
টুকরো কথা চলুক
কিন্তু অবৈধ ভাবে গেলেন কিভাবে
২২ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:৩৯
সাদা মনের মানুষ বলেছেন: যখন যেমন বুঝ, ১৯৮৭ সালে গিয়েছিলাম, তখন অবৈধভাবে যাওয়াটা অনেক সহজ ছিলো।
৭| ২১ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৩৩
পাজল্ড ডক বলেছেন: টুকরো কথা চলুক। ছবি ব্লগ্ দিতে আবার ভুলে যাবেন না যেন।
২২ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:৪০
সাদা মনের মানুষ বলেছেন: ছবি আর ভ্রমণ হলো আমার প্রাণ, যেদিন এই দু'টো করার সামর্থ হারাবো সেদিন আমি কিভাবে বাঁচবো জানি না, সুতরাং ছবি ব্লগ চলবে
©somewhere in net ltd.
১| ১৮ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:৫৭
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ভালোই তো লিখেছেন! আপনার দ্বারা সম্ভব হবে না বলছেন কেন? চেষ্টা করলে মানুষ অনেক কিছুই করতে পারে। চালিয়ে যান।
ধন্যবাদ, সাদা মনের মানুষ।