নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছিলাম বইয়ের পোকা, এখন ইন্টারনেটের ।

সাদা মনের মানুষ

বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'

সাদা মনের মানুষ › বিস্তারিত পোস্টঃ

অপরূপ পান্তুমাই......

২৬ শে আগস্ট, ২০১৪ সকাল ৭:৫২



সিলেটের সীমন্তাবর্তী উপজেলা গোয়াইনঘাটের পশ্চিম জাফলং ইউপির একটি গ্রাম পান্তুমাই। গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে খড়স্রোতা পিয়াইন নদী। পাশের দেশ ভারতের মেঘালয় রাজ্যের সু-উচ্চ পাহাড় যেনো পান্তুমাই গ্রামের উপর দাড়িয়ে আছে। পিয়াইন নদীর মূল জলধারা এই মেঘালয়ের ঝর্ণাগুলো থেকেই সৃষ্ট। মেঘালয় রাজ্যের ইস্ট খাসিয়া হিল জেলার পাইনেচুলা থানার অন্তগর্ত পাহাড়ী ঝর্ণা বপহিল। এই বপহিল ঝর্ণাটাই আমাদের পান্তুমাই গ্রামে থেকে দেখা যায় বলে আমরা একে বলে থাকি পান্তুমাইয়ের ঝর্ণা বা পান্তুমাই ঝর্ণা। মূলত আমরা এই ঝর্ণার পানি পাই আর সৌন্দর্য্য দেখতে পারি, ওকে হাতে ছুয়ে দেখতে হলে ভিসা পাসপোর্ট ইত্যাদি ঝামেলাটা থেকেই যায়। গত ১৫ আগষ্ট মুসলধারে বৃষ্টি মাথায় নিয়ে গিয়েছিলাম পান্তুমাই ঝর্ণা দেখতে । এবার আসুন পান্তুমাইকে দেখি আমার ক্যামেরায়........



(২) সিলেট থেকে আমরা সিএনজিতে করে গোয়াইন ঘাটের হাদার পার যাই, ওখান থেকে প্রবল বৃষ্টি মাথায় নিয়ে ট্রলারে চেপে বসি।





(৩) পচন্ড বৃষ্টি আর মেঘালয়ের পাহাড়ি ঢলে এপারের বাড়ি ঘর গাছ-পালা সবই প্রায় ডুবতে বসেছে।





(৪) যত বৃষ্টি আর ঢলই হোক এডভেঞ্চার প্রিয় মানুষরা কখনো পিছু হটে না, অন্য একটা পর্যটক ট্রলার।





(৫) এক সময় দুরে আমাদের দৃষ্টি সীমার ভেতরে চলে আসে পান্তুমাই ঝর্ণা।





(৬) এমন চমৎকার সৌন্দর্য্যের ছবি তোলায় ব্যস্ত পর্যটকরা।





(৭/৮) কাছে এসেতো আমাদের চক্ষু চড়কগাছ, প্রচন্ড শব্দে ভয়ঙ্কর গতি নিয়ে ছুটে আসছে পানির তোড়, যেন যখন তখন ঐ ছোট্ট ব্রীজটাকে উড়িয়ে দিতে পারে এই গতি। আর পাশের পাহাড় বৃষ্টি আর ঝর্ণার উড়ন্ত পানি কণায় ঝাপসা করে দিয়েছে।







(৯) এরা আবার কারা ? এই প্রচন্ড স্রোতের দিকে ডিঙ্গি নিয়ে এগিয়ে যাচ্ছে !!





(১০) ফেরৎ আসার পর জানতে পারলাম ওরা গাছ শিকারী, মেঘালয়ের পাহাড়ের ঝড় আর পানির তোরে ওখানকার পাহাড়ের অনেক গাছপালা ভেঙ্গে পানির সাথে ভেসে আসে, ওরা সেইগুলোকে ধরে আনে।





(১১/১২) যে যতো পারো সেলফি তুলে নাও, এমন সুযোগ তো আর সব সময় আসে না।







(১৩/১৪) পিয়াইনে এখন বয়ে চলেছে দুইটা স্রোতধারা, একটা স্বচ্ছ অন্যটা ঘোলাটে।







(১৫/১৬) এবার ট্রলার ছেড়ে আমরা পান্তুমাই গ্রামে নেমে পড়লাম, আমাদের গন্তব্য হাজীপুর ও সংগ্রামপুঞ্জি হয়ে জাফলং মাঝখানে অবশ্য প্রথমে হাটা তারপর ট্রলার আবার গাড়ি আবার ট্রলার হয়ে জাফলং পৌছতে হবে। পান্তুমাইয়ে নেমে গাছ গাছলির উপর দিয়ে ঝর্ণার শেষ ক্লিক।







(১৭/১৮) পাহাড়ি ঢলে এমন উঁচু একালার রাস্তা ঘাট এমনকি অনেক বাড়িও তলিয়ে গিয়েছিলো। সেই পানির সাথে সংগ্রাম করে এক সময় আমরা জাফলং পৌছে গিয়েছিলাম।







(১৯) গত এপ্রিলে গিয়েছিলাম মেঘালয়ে, তখন এই পান্তুমাই বা বপহিল ঝর্ণার রূপটা কেমন ছিলেন দেখেন। এই ছবিটা ঐ লোহার ব্রিজটার উপর দাড়িয়ে তোলা।





(২০) ব্রিজে দাঁড়িয়ে বাংলাদেশের পান্তুমাই গ্রামের দিকে ক্যামেরা তাক করে তোলা ছবিটা ছিলো এমন।





(২১) ঐ ব্রিজে বসে আমি ও আমার বন্ধু, পিছনে শুকনো মৌসুমের বপ হিল বা পান্তুমাই ঝর্ণা।

মন্তব্য ৩৭ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩৭) মন্তব্য লিখুন

১| ২৬ শে আগস্ট, ২০১৪ সকাল ৮:১৮

রাজিব বলেছেন: দারুন ছবি আর দারুন ভ্রমণ কাহিনী। আশা করি আপনি সারা পৃথিবী ঘুরে বেড়াবেন আর এমন সুন্দর ছবি দেবেন।

২৬ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:১১

সাদা মনের মানুষ বলেছেন: আশা করি আপনি সারা পৃথিবী ঘুরে বেড়াবেন আর এমন সুন্দর ছবি দেবেন।

........এমনটি যদি সম্ভব হতো তাহলে আমিই হতাম পৃথিবীর রাজা :D

২| ২৬ শে আগস্ট, ২০১৪ সকাল ৯:৩০

ভিটামিন সি বলেছেন: ভাল্লাগছে।

২৬ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:১৪

সাদা মনের মানুষ বলেছেন: ঠিক ভিটামিন সি এর মতো :-B

৩| ২৬ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:২৬

কাঠ পাতা বলেছেন: উফ !! ছবি দেখেই তো জায়গাটার প্রেমে পরে গেলাম । সামনের মাস এ সিলেট যাচ্ছি এই জায়গাই অবশ্যই যাবো।

২৬ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:২২

সাদা মনের মানুষ বলেছেন: যতো আগে যাবেন ততো পানি বেশী পাবেন, তবে সৌন্দর্যের কোন তারতম্য কখনো হয় নে, বর্ষায় এক রকম, শীতে অন্য রকম, ধন্যবাদ।

৪| ২৬ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:২৭

কাঠ পাতা বলেছেন: উফ !! ছবি দেখেই তো জায়গাটার প্রেমে পরে গেলাম । সামনের মাস এ সিলেট যাচ্ছি এই জায়গাই অবশ্যই যাবো।

২৭ শে আগস্ট, ২০১৪ সকাল ৭:৪১

সাদা মনের মানুষ বলেছেন: যান ভালো লাগবে।

৫| ২৬ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:১৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: মনে আজীবন দূঃখ রয়ে যাবে আমি ঐ ট্যুরটা মিস করেছিলাম বলে। সীতাকুন্ড যেয়ে আছাড়টা না খেলে.… :( :( :(

পোস্টে ভালো লাগা… ছবিগুলো সেইরাম… +++

২৮ শে আগস্ট, ২০১৪ সকাল ৮:০৬

সাদা মনের মানুষ বলেছেন: হয়তো ওখানে আরো ভালো সময়ে আপনার যাওয়া হবে, তাই ওটা মিস হয়েছে :)

৬| ২৬ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:১৩

আদম_ বলেছেন: অসাধারণ সব ছবি। দুর্দান্ত। প্রিয়তে থাকলো।

২৮ শে আগস্ট, ২০১৪ সকাল ৯:২৪

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, উৎসাহিত হলাম

৭| ২৬ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:৪২

মামুন রশিদ বলেছেন: সুন্দর ।

আপনাদের সঙ্গী হওয়ার ইচ্ছে ছিল । তাহসান মামাকে বলেছিলাম ফেবুতে নক করতে । যাক, অন্য কোন সময় সিলেট আসলে অবশ্যই জানাবেন ।

২৮ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৩৪

সাদা মনের মানুষ বলেছেন: রশিদ ভাই, আমাদের এই ট্যুরে তাহসান মামা বা আমাদের তাহসিন ভাইই ছিলেন টিম লিডার, সমস্যা নাই ভবিষ্যতে হবে ইনশাআল্লাহ্

৮| ২৬ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৫২

বোকামানুষ বলেছেন: প্রতি বর্ষায় একবার করে সিলেট যাওয়ার প্লান করতেছি কিন্তু যাওয়া হয় না :(

২৮ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৩৫

সাদা মনের মানুষ বলেছেন: পরিকল্পনায় থাকেন, একদিন না একদিন তো হবেই :D

৯| ২৭ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:৩৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
মুগ্ধ হলাম, সাদামন ভাই :)
কত্তকিছু যে দেখি, এমন করে ফ্রেমবন্দি করতে পারি না :(

শুভেচ্ছা!

২৮ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৫১

সাদা মনের মানুষ বলেছেন: ক্যান মইনুল ভাই, আপনার ফ্রেম কি ভাঙ্গা ? :D

১০| ২৭ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:১৫

একজন ঘূণপোকা বলেছেন:

সুন্দর।


ফেইসবুকে একটা সাদা মনে মানুষ আছে, ঐটা কি আপনি???

২৮ শে আগস্ট, ২০১৪ সকাল ৮:০৪

সাদা মনের মানুষ বলেছেন: না ফেজবুকে আমি কামাল উদ্দিন ধন্যবাদ।

১১| ২৯ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:২৬

কান্ডারি অথর্ব বলেছেন:


সুন্দর +++

০২ রা সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:০৯

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ কান্ডারি, ভালো থাকুন, সব সময়।

১২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৪৫

পাজল্‌ড ডক বলেছেন: দূর্দান্ত!!

০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:৫৩

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, ভালো থাকুন, সব সময়।

১৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:২৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আপনি কি জানেন, গত তিন মাস যাবত ব্যাক্তিগত উদ্যোগে আমি একটা মাসিক ভ্রমণ সংকলন করছি। SOMEWHEREINBLOG'S ব্লগারস ট্রাভেলিং ডায়েরী -আগস্ট ২০১৪ (ভ্রমণ সংকলন -আগস্ট ২০১৪) 'তে আপনার এই লেখাটি সেরা তালিকায় স্থান পেয়েছে। আপনি চাইলে পোস্টটি দেখে আসতে পারেন।

বিঃদ্রঃ এটা কোন পোস্ট পাবলিসিটি বা মার্কেটিং নয়, সহ-ব্লগার এবং পোস্টদাতা হিসেবে দায়বদ্ধতা।

১২ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:৪৯

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ হাসান ভাই, আপনার মতো গুণী ব্লগারারা আছে বলেই অন্যের লেখাগুলো মনোযোগ দিয়ে পড়ে তার মূল্যায়নও করা হয়েছে। আসলে আমি তেমন মনোযোগী পাঠক বা ভালো মানের লেখক এটা আমি আগেও কখনো ভাবিনী এখনো ভাবছি না। তবে আপনার মূল্যায়ন অবশ্যই আমাকে উৎসাহ যোগাবে পরবর্তি কিছু ভালো পোষ্ট দিতে।

১৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:০২

অপূর্ণ রায়হান বলেছেন: +++++++++++++ ছবিগুলো দেখে পান্তুমাইয়ের রুপের রাজ্যে হারিয়ে গেলাম :)

অনেকদিন পরে আপনাকে দেখলাম ভ্রাতা । কেমন আছেন ?

২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:০৬

সাদা মনের মানুষ বলেছেন: ভালো আছি ভাই, আপনি কেমন আছেন ?

১৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৩

অপূর্ণ রায়হান বলেছেন: এইতো ভ্রাতা , আছি ভালোই :)

১২ ই অক্টোবর, ২০১৪ সকাল ৯:০৮

সাদা মনের মানুষ বলেছেন: :D :D

১৬| ০৩ রা অক্টোবর, ২০১৪ সকাল ১১:২৪

ইমিনা বলেছেন: ছবি আর বর্ণনা ভালো লেগেছে।
আমিও হুট করে একদিন চলে যাবো ওইখানে :)

১২ ই অক্টোবর, ২০১৪ সকাল ৯:০৮

সাদা মনের মানুষ বলেছেন: যান, গেলে মজা পাবেন :)

১৭| ০৬ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৫০

অপূর্ণ রায়হান বলেছেন: ঈদ মুবারক ভ্রাতা !:#P

১২ ই অক্টোবর, ২০১৪ সকাল ৯:০৯

সাদা মনের মানুষ বলেছেন: ঈদ মোবারক

১৮| ১৭ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:০০

ফেরদাউস আল আমিন বলেছেন: সুন্দর।
লোহার পুলটায় কিভাবে গিয়েছিলেন?

১৮ ই অক্টোবর, ২০১৪ সকাল ৯:১০

সাদা মনের মানুষ বলেছেন: ওখানে তো ভিসা লাগিয়ে যেতে হয়, আমিও তাই করেছিলাম :D

১৯| ১০ ই জুলাই, ২০১৫ রাত ১:০৬

রাজীব বলেছেন: ভারতের শিলং-এ যাবার প্লান করছি। থাকা-খাওয়ার খরচ ও দর্শনীয় স্হান সম্পর্কে কোন উপদেশ দিতে পারেন কি?

১০ ই জুলাই, ২০১৫ সকাল ১১:৫৬

সাদা মনের মানুষ বলেছেন: শিলং-শহরের আশেপাশের দর্শনীয় স্থানগুলো হলোঃ গলফ কোর্স, ওয়ার্ডস লেক, লেডী হায়দারী পার্ক, চার্চ, উমিয়াম লেক (বরাপানি লেক), শিলং পিক, এলিফেন্ট ফলস। এছাড়াও রয়েছে চেরাপুঞ্জি, মকটক ভিউ পয়েন্ট, নকালীকাই ফলস, রামকৃষ্ণমিশন, ইকোপার্ক, মওসমী গুহা, সেভেন সিস্টারস ফলস, খরম্মা স্টোন ইত্যাদি

ওখানে থাকা খাওয়ার খরচ খুব বেশী না, মোটামুটি মানের হোটেলে থাকলে আপনি দুই বেডের এক রুম পেয়ে যাবেন ৭০০/৮০০ রূপীতে, মোটামুটি মানের খাবার খেলে আপনার প্রতিদিন খরচ হবে তিন বেলায় ৩০০/৩৫০ রুপী।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.