নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'
থিম্পু ভুটানের পশ্চিম অংশে অবস্থিত দেশটির রাজধানী শহর। শহরটি হিমালয় পর্বতমালার একটি উঁচু উপত্যকায় অবস্থিত। থিম্পু শহরটি আশেপাশের উপত্যকা এলাকায় উৎপাদিত কৃষি দ্রব্যের একটি বাজার কেন্দ্র। এখানে খাবার ও কাঠ প্রক্রিয়াজাত করা হয়। থিম্পু দেশের অন্যান্য অংশ এবং দক্ষিণে ভারতের সাথে একটি মহাসড়ক ব্যবস্থার মাধ্যমে সংযুক্ত। তবে শহরটির সাথে বিমান যোগাযোগের ব্যবস্থা নেই। থিম্পুতে ভুটানের রাজপ্রাসাদ এবং দেশের বৃহত্তম বৌদ্ধমন্দিরগুলির একটি অবস্থিত। অতীতে থিম্পু দেশটির শীতকালীন রাজধানী ছিল (পুনাখা ছিল গ্রীষ্মকালীন রাজধানী)। ১৯৬২ সালে শহরটিকে দেশের স্থায়ী প্রশাসনিক কেন্দ্রে পরিণত করা হয়।
থিম্পুতে দুইদিন সারাদিন ঘুরেছি। ছবির মতো সুন্দর ভুটানের রাজধানীর কিছু ছবি নিয়েই আমার আজকের ছবি ব্লগ।
(২) থিম্পুতে ঢোকার আগেই এই তোরণ সবাইকে স্বাগত জানায়।
(৩/৪) ক্লক টাওয়ার বা টাইম স্কয়ার, এটা থিম্পুর প্রাণকেন্দ্র। বিভিন্ন উৎসবে এখানে অনুষ্ঠানাদি হয়।
(৫) থিম্পুর চ্যাংলিমিথ্যাং স্টেডিয়াম।
(৬/৭) পাহাড়ের বাঁকে বাঁকে উঁচু নিচু রাস্তাগুলো অত্যন্ত পরিচ্ছন্ন।
(৮) এটা থিম্পুর একমাত্র বাসষ্টপেজ।
(৯/১০) পাহাড় চূড়ায় স্থাপিত বিশালাকার এই বৌদ্ধ মূর্তিটি থিম্পুর প্রায় সব স্থান থেকেই দেখা যায়।।
(১১) বিশালাকার বৌদ্ধ মূর্তিটি যে পাহাড়ে স্থাপিত ওখানে থেকে থিম্পু শহরটার সব কিছু ছবির মতো দেখা যায়। চুড়া থেকে পুরা থিম্পু শহরটিকে অপূর্ব লাগে, শহরের মাঝ দিয়ে বয়ে চলেছে থিম্পু নদী। চারি দিকে দাঁড়িয়ে আছে ঘন সবুজ রঙের পাহাড়, তাদের মনে হয় এই শহরটির অতন্দ্র প্রহরী।
(১২) পাহাড়ের উপড় দাঁড়িয়ে দেখা রাতের থিম্পু।
(১৩) থিম্পুর একটি সিনেমা হল।
(১৪/১৫) টাইম স্কয়ারে কবুতরকে খাবার দিচ্ছেন একজন মহিলা, আর হাজারো কবুতর উড়ে আসছে সেই কাবার খেতে।
(১৬) বৌদ্ধ ধর্মাবলম্বীদের কোন ধর্মগুরু গাড়িতে করে আসছিলো আর রাস্তার পাশে শত শত লোক দাঁড়িয়ে ওনার জন্য অপেক্ষা করছিল।
(১৭/১৮) একটি বাগান থেকে তোলা কিছু ফুল ও একটি পপি ফল।
(১৯) স্বচ্ছ জলধারার (থিম্পু চু) থিম্পুর পাথুরে নদী।
(২০) থিম্পুর একমাত্র ট্রাফিক পুলিশ। থিম্পুতে ট্রাফিক পুলিশ আদৌ দরকার আছে কিনা তা নিয়ে আমি সন্দিহান। বেশ কয়েকবার এমন হয়েছে যে, আমরা রাস্তা পার হওয়ার জন্য দাঁড়িয়ে আছি, কোন ট্যাক্সি ড্রাইভার তা বুঝতে পারলে গাড়ি দাড় করিয়ে আমাদেরকে আগে যেতে দিয়েছে।
(২১) থিম্পুর আর্চারি গ্রাউন্ড। তীরন্দাজদের ১৫০/২০০ মিটার দূরের নিশানা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। আর্চারি ভুটানের জাতীয় খেলা।
(২২) অনেক তো ঘুরা হল, এবার একটু জিরিয়ে নেই
০৭ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:৫১
সাদা মনের মানুষ বলেছেন: মন্তব্যের জন্য শুভেচ্ছা
২| ০৭ ই অক্টোবর, ২০১৬ সকাল ১১:১৪
মার্কো পোলো বলেছেন:
খুব ভাল লাগলো।
০৭ ই অক্টোবর, ২০১৬ সকাল ১১:১৫
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাইজান, ভালো থাকুন, সব সময়
৩| ০৭ ই অক্টোবর, ২০১৬ সকাল ১১:২১
বিদ্রোহী ভৃগু বলেছেন: জাতীয় স্বচ্ছ চেতনারই প্রতীক পরিচ্ছন্ন রাজধানী
দারুন ভ্রমন ছবি ব্লগপোষ্টে ++++++++++++++++
০৭ ই অক্টোবর, ২০১৬ সকাল ১১:৫৩
সাদা মনের মানুষ বলেছেন: জাতীয় স্বচ্ছ চেতনারই প্রতীক পরিচ্ছন্ন রাজধানী[/sb........ঠিক বলেছেন ভাই, শুধু শহর নয় মনের দিক দিয়েও ওরা খুবই পরিচ্ছন্ন মানুষ।
৪| ০৭ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৩৬
বিলিয়ার রহমান বলেছেন: পাহাড় কন্যা ভূটান নিয়ে দারুন পোস্ট।
০৭ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:৫১
সাদা মনের মানুষ বলেছেন: হুমম, শুভেচ্ছা জানবেন
৫| ০৭ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৩৯
বিলিয়ার রহমান বলেছেন: পোস্টে লাইক!
০৭ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:৫৩
সাদা মনের মানুষ বলেছেন:
৬| ০৭ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৫৪
ফাহিম সাদি বলেছেন: সুন্দর শহর , সুন্দর ছবি , সুন্দর পোষ্ট । ধন্যবাদ ভাই ।
০৭ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৩:০১
সাদা মনের মানুষ বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য সুন্দর একটা ধন্যবাদ
৭| ০৭ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৫৭
ফাহিম সাদি বলেছেন: আচ্ছা ভাই , আপনি কি আগে ছবিগুলো ফ্লিকারে আপ করে তারপর ব্লগে লিংক শেয়ার করেন ?
০৭ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৩:১০
সাদা মনের মানুষ বলেছেন: জ্বী ভাই, ফ্লিকার থেকে লিঙ্ক দিয়ে পোষ্ট দেই
৮| ০৭ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১:২০
সুমন কর বলেছেন: আপনার ছবিগুলো দারুণ হয়।
০৭ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৫৯
সাদা মনের মানুষ বলেছেন: চেষ্টা করি সব সময় ভালো কিছু ছবি তুলতে ধন্যবাদ সুমন দাদা
৯| ০৭ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:১৮
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ২০০৬ সালে পারো, থিম্পু এবং পুনাখা ঘুরেছিলাম। কোলাহল মুক্ত শান্ত পরিবেশ এবং পরিচ্ছন্নতা সত্যিই খুব ভাল লেগেছে। এছাড়া ভুটান ধুমপানমুক্ত একটি দেশ, এটিও সচেতনতার একটি অনন্য উদ্যোগ।
ভাল লাগল আপনার ছবি ব্লগ।
০৭ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:২৭
সাদা মনের মানুষ বলেছেন: আপনার ছয় বছর পর আমি গিয়েছিলাম......শুভেচ্ছা জানবেন জহিরুল ভাই
১০| ০৭ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:৪৯
কামরুন নাহার বীথি বলেছেন: একেবারে ছবির মতই সুন্দর শহরটি, দেখিতে মনো চায় !!!
দেখানোর জন্য এক বস্তা শুভেচ্ছা!!
০৮ ই অক্টোবর, ২০১৬ সকাল ৮:৪৬
সাদা মনের মানুষ বলেছেন: আপনাকে তো আমার চেনা আছে, আপনার দেখতে মন চাইলে আপনি যে, যখন তখন চলে যেতে পারেন তা আমি বেশ বুঝতে পারি......আপনাকে দেড় বস্তা অভিনন্দন
১১| ০৮ ই অক্টোবর, ২০১৬ রাত ১:৩২
ডঃ এম এ আলী বলেছেন: থিম্পর ছবি সাথে বিবরণগুলি ভাল লাগল ।
বেশ তথ্যবহুল পোস্ট
ধন্যবাদের সাথে রইল শুভেচ্ছা ।
০৮ ই অক্টোবর, ২০১৬ সকাল ৮:৪৮
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ডঃ আলী ভাই, আপনার জন্যও রইল আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা
১২| ০৮ ই অক্টোবর, ২০১৬ রাত ১:৩৯
গেম চেঞ্জার বলেছেন: বেশি দূরে না, কাছেই তো! তাইলে অবশ্যই যাইতে হয়!!
০৮ ই অক্টোবর, ২০১৬ সকাল ৮:৪৯
সাদা মনের মানুষ বলেছেন: হুমম, ভারতের ট্রানজিট ভিসা নিতে পারলে একেবারে কম খরচেই ভুটানে ঘুরা যায়, ধন্যবাদ
১৩| ০৮ ই অক্টোবর, ২০১৬ রাত ৩:১৪
রক্তিম দিগন্ত বলেছেন:
এক পর্বেই শেষ নাকি আরো আসছে???
পোস্ট ও ছবি - অস্থির রকমের। সাথে ফ্রেমিং তো আছেই। +
০৮ ই অক্টোবর, ২০১৬ সকাল ৮:৫৩
সাদা মনের মানুষ বলেছেন: ভুটান নিয়ে কিছু পোষ্ট আমি আগে দিয়েছি, আরো আসতে পারে সামনে, ধন্যবাদ ভাই
১৪| ০৮ ই অক্টোবর, ২০১৬ সকাল ৭:৫৭
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: যেতে হবে থিম্পু।।। ভালো লাগলো।
০৮ ই অক্টোবর, ২০১৬ সকাল ৮:৫৪
সাদা মনের মানুষ বলেছেন: আমারো আবার যাওয়ার ইচ্ছে আছে, ধন্যবাদ
১৫| ০৮ ই অক্টোবর, ২০১৬ সকাল ৮:১০
জুন বলেছেন: আমার দেখা দেশের মাঝে সবচেয়ে শান্ত, নির্মল, কোমল, নিরিবিলি,পরিষ্কার- পরিচ্ছন্ন একটি দেশ ভুটান।
আপনার দেখা জায়গাগুলোতে আমাদেরো ছবি আছে সাদা মনের মানুষ
অনেক ভালোলাগা রইলো।
০৮ ই অক্টোবর, ২০১৬ সকাল ৮:৫৬
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ আপু, আপনি যেহেতু সব চেয়ে শান্ত, নির্মল, কোমল, নিরিবিলি,পরিষ্কার- পরিচ্ছন্ন সার্টিফিকেট দিয়েছেন তাহলে অবশ্যই আমাদেরকে তা মানতে হবে, কারণ আপনি অনেক দেশ দেখেছেন।
১৬| ০৮ ই অক্টোবর, ২০১৬ সকাল ৯:৩৭
সজীব মোহন্ত বলেছেন: লাইক
০৮ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:৪৩
সাদা মনের মানুষ বলেছেন: ডাবল লাইক
১৭| ০৮ ই অক্টোবর, ২০১৬ সকাল ৯:৩৯
কামরুন নাহার বীথি বলেছেন: জিরিয়ে নিলেন আপনি, ছবি তুললো কে? আমিতো ছিলাম না----------------
০৮ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:৪৫
সাদা মনের মানুষ বলেছেন: কিন্তু ছবি দেখে তো লাগতাছে আপনিই তুলছেন
১৮| ০৮ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:১০
আহমেদ জী এস বলেছেন: সাদা মনের মানুষ ,
নয়নাভিরাম ।
তবে পপি ফুল দেখে মনে হলো , এমন সব সুন্দরের মাঝেই লুকিয়ে থাকে পৃথিবীর যতো ভয়াল অসুন্দরতা....
০৮ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:৪৭
সাদা মনের মানুষ বলেছেন: আহমেদ ভাই, এটা পপি ফুল নয় ফল, এটা থেকেই ভয়াল অসুন্দর হেরোইন উৎপাদন করা হয়।
১৯| ০৮ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:১১
আহমেদ জী এস বলেছেন: সাদা মনের মানুষ ,
নয়নাভিরাম ।
তবে পপি ফুল দেখে মনে হলো , এমন সব সুন্দরের মাঝেই লুকিয়ে থাকে পৃথিবীর যতো ভয়াল অসুন্দরতা....
২০| ০৮ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:১০
মাহমুদ০০৭ বলেছেন: অসাধারণ !! চেষ্টা করব জীবনের কোন না কোন সময় ভুটান যেতে , ইনশাল্লাহ ।
এত সুন্দর পোস্ট দেবার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ
১২ ই অক্টোবর, ২০১৬ সকাল ৯:৫৭
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ মাহমুদভাই.....ভুটান যাওয়ায় কিন্তু তুলনা মূলক ভাবে খরচ ও কম।
২১| ০৮ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৬
হাসান রাজু বলেছেন: আল্লাহ্ চাইলে, আগামী সপ্তাহে যাবো । আপনার চোখটা ধার করে নিতে পাড়লে ভালো হতো ।
১২ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:০৫
সাদা মনের মানুষ বলেছেন: আপনার চোখেই আমরা দেখতে চাই, সুন্দর ভুটানের রূপ
২২| ০৮ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৭
চাঁদগাজী বলেছেন:
ছবিতে মানুষজন দেখছি না, ওখানে জীবিত লোকজন আছে তো?
১২ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:২০
সাদা মনের মানুষ বলেছেন: আমার অনেকগুলো ছবি আছে সকাল বেলা তোলা, ওসব ছবিতে লোকজন নাই, তাছাড়া এমনি তেও ওখানে লোকসংখ্যা যথেষ্ট কম......ধন্যবাদ।
২৩| ০৮ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৮
চাঁদগাজী বলেছেন:
মনে হয়, মানুষজন তেমন না থাকায়, অপরিস্কার করাটাও সম্ভব হচ্ছে না।
১২ ই অক্টোবর, ২০১৬ সকাল ১১:০২
সাদা মনের মানুষ বলেছেন: মানুষজন না থাকার চেয়েও বড় বিষয় হলো মানুষদের পরিচ্ছন্ন থাকার শিক্ষাটা, যেমন আমরা চোখের সামনে ডাষ্টবিন থাকলেও অন্য কোথাও আবর্জনটা ফেলি, এসব শিক্ষাটা আমাদের অত্যন্ত জরুরী।
২৪| ০৮ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৮
রমিত বলেছেন: আজ দুপুরে একজন এসেছিলেন আমার কাছে। সম্প্রতি তিনি থিম্পু ঘুরে এসেছেন। ভূয়সী প্রশ্ংসা করলেন থিম্পুর পরিচ্ছন্নতার, আতিথেয়তার, নৈসর্গীক সৌন্দর্য্যের, ইত্যাদি। কিছু ছবিও তিনি দেখালেন। এখন আবার আপনার ছবি ব্লগ দেখলাম। সত্যিই ছবির মত সুন্দর সবকিছু। আমাদের দেশের পার্বত্য শহরগুলোকেও ওভাবে সাজালে খুব সুন্দর লাগবে।
সুন্দর পোস্টের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
১২ ই অক্টোবর, ২০১৬ সকাল ১১:১৯
সাদা মনের মানুষ বলেছেন: পরিচ্ছন্নতার, আতিথেয়তার, নৈসর্গীক সৌন্দর্য্যের, ইত্যাদি। কিছু ছবিও তিনি দেখালেন। এখন আবার আপনার ছবি ব্লগ দেখলাম। সত্যিই ছবির মত সুন্দর সবকিছু। আমাদের দেশের পার্বত্য শহরগুলোকেও ওভাবে সাজালে খুব সুন্দর লাগবে।
.........কিন্তু আগে আমাদের প্রত্যেককে ডাষ্টবিন ব্যব হার করা আগে শেখাতে হবে।
২৫| ০৮ ই অক্টোবর, ২০১৬ রাত ১১:৫৭
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: যারাই ভূটান গেছেন সবাই মুগ্ধ হয়েছেন। আমি এখনো যাবার সুযোগ পাইনি। ভূটান অবাক করেছে দেশকে ধূমপান মুক্ত রেখে। দেশটি ধনী নয় তেমন। তবু বৃটিশ আমেরিকান টোবাকো কোংদের ট্যাক্সের লোভ করেনি।
ভালো লাগলো আপনার ছবি ব্লগ।
১২ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৩৫
সাদা মনের মানুষ বলেছেন: উন্নত বিশ্ব থেকে নিজেদের দুরত্ব বজায় রাখার জন্য ওখানে সার্কভুক্ত দেশ ছাড়া অন্যান্য দেশের নাগরিকদের অবস্থানের জন্য প্রতিদিন দিতে হয় ২০০ ডলার ভ্রমণ কর, যা বাংলা টাকায় প্রায় ১৬০০০ টাকা.......শুভেচ্ছা জানবেন ভাই
২৬| ০৯ ই অক্টোবর, ২০১৬ রাত ২:২৫
অন্তু নীল বলেছেন: আসলেই কি সুন্দর গোছালো একটি শহর।
অসাধারণ।
ধন্যবাদ এমন সুন্দর পোস্ট শেয়ার করার জন্য।
১২ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৩৯
সাদা মনের মানুষ বলেছেন: নীল আপনাকেও শুভেচ্ছা, মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য
২৭| ০৯ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৪৫
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: (২২) অনেক তো ঘুরা হল, এবার একটু জিরিয়ে নেই
হাঁ, এবার একটু জিরান। জিরাপানি খান।
কয়েকদিন অনলাইনে ছিলাম না। এই ফাঁকে একখান ফাটাফাটি পুষ্ট দিয়া ফালাইছেন! আচ্ছা, থিম্ফুতে জমিজমার দাম কেমুন? বাড়িঘর কইরা কেয়ামত পর্যন্ত থাকা যায় কী না ভাবতাছি।
১২ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৪১
সাদা মনের মানুষ বলেছেন: আফনে থিম্পুতে জমি কিনবেন আগে কন্নাই ক্যান, আচ্ছা একটা কাজ করতে পারেন, আবার আমার যাওয়ার খরচটা বিকাশ করে পাঠান, আমি গিয়ে খবর নিয়া আসি
২৮| ১১ ই অক্টোবর, ২০১৬ সকাল ৯:০৫
মাদিহা মৌ বলেছেন: আশ্চর্য! এত পরিচ্ছন্ন? এরকম গোছানো শহর কি আমাদের দেশে সম্ভব?
পপিফল এই প্রথম দেখলাম। পপি ফুলও দেখতে চাই। আছে ছবি? নীল রঙের না?
১২ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৫৪
সাদা মনের মানুষ বলেছেন: আপনার পপি ফুল নিচে চলে গেছে আপু, দেখে নিন কি কালার
২৯| ১২ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৫২
সাদা মনের মানুষ বলেছেন:
৩০| ১২ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:০০
উম্মু আবদুল্লাহ বলেছেন: ঢাকা কবে এত পরিচ্ছন্ন হবে?
১৩ ই অক্টোবর, ২০১৬ সকাল ৯:০১
সাদা মনের মানুষ বলেছেন: সম্ভবনা, প্রথমত লোকসংখ্যা দ্বিতীয়ত আমরা সচেতন নই।
৩১| ১৮ ই অক্টোবর, ২০১৬ সকাল ১১:১১
গ্রাম বাংলা এবং গ্রামীণ জীবন বলেছেন: কিভাবে সহজে যাওয়া যায় আর খরচ কেমন লাগে নালে খুশি হব
২১ শে নভেম্বর, ২০১৬ সকাল ৮:১৮
সাদা মনের মানুষ বলেছেন: কম খারচে খরচে যেতে হলে ভারতের কাছে ট্রানজিট ভিসা নিয়ে জয়গাও/ফুন্টসলিং বর্ডার দিয়া ভুটানে ঢুকতে এবং বের হতে হবে, আর সহজে যেতে চাইলে বিমানে চড়তে হবে।
৩২| ১৮ ই অক্টোবর, ২০১৬ সকাল ১১:১৪
গ্রাম বাংলা এবং গ্রামীণ জীবন বলেছেন: খরচ কত জানাবেন দয়া করে
©somewhere in net ltd.
১| ০৭ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:২৮
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: পোষ্টের জন্য ধন্যবাদ।