নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছিলাম বইয়ের পোকা, এখন ইন্টারনেটের ।

সাদা মনের মানুষ

বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'

সাদা মনের মানুষ › বিস্তারিত পোস্টঃ

সোনাদিয়া দ্বীপ ভ্রমণ -৩

২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:১৩


“সোনাদিয়া” কক্সবাজার জেলার মহেশখালি উপজেলার একটি সুন্দর দ্বীপ। এই দ্বীপটির আয়তন প্রায় ৭ বর্গ কিমি.। কক্সবাজার জেলা সদর থেকে প্রায় ১৫ কিমি উত্তর-পশ্চিমে এবং মহেশখালি দ্বীপের দক্ষিনে সোনাদিয়া দ্বীপটি অবস্থিত। একটি খাল দ্বারা এটি মহেশখালি দ্বীপ থেকে বিছিন্ন হয়েছে। তিন দিকে সমুদ্র সৈকত, সাগর লতায় ঢাকা বালিয়াড়ি, কেয়া- নিশিন্দার ঝোপ, ছোট-বড় খাল বিশিষ্ট প্যারাবন এবং বিচিত্র প্রজাতির জলাচর পাখি দ্বীপটিকে করেছে অনন্য বৈশিষ্ট্যমন্ডিত। এটি জীববৈচিত্রের দ্বীপ নামেও পরিচিতি এবং এ দ্বীপ প্রাকৃতিক সৌন্দর্য পিপাসুদের জন্য অন্যতম পর্যটন স্থান। তবে সরকার ইদানিং সোনাদিয়ায় গভীর সমুদ্র বন্দর সহ বড় বড় প্রকল্পের পরিকল্পনা করছে, যা এখানকার জীব বৈচিত্রের জন্য হুমকী স্বরূপ।

সোনাদিয়া দ্বীপে পর্যটকদের থাকার জন্য কোনো আবাসিক হোটেল নেই। খাওয়ারও তেমন কোনো নির্দিষ্ট ব্যবস্থা নেই। স্থানীয় লোকজনকে টাকা দিলে তারা খাওয়ার ব্যবস্থা করে থাকে। আর সোনাদিয়া দ্বীপে রাত্রি যাপনের ক্ষেত্রেও ভরসা সেই স্থানীয় বাসিন্দারাই। তবে তাবু করেও ওখানে থাকা যায়, সেক্ষেত্রে স্থানীয়দের পাহাড়ার ব্যবস্থাটা অবশ্যই বাঞ্চনীয়।

সোনাদিয়া দ্বীপের মানব বসতির ইতিহাস মাত্র ১০০-১২৫ বছরের। দ্বীপটি ২টি পাড়ায় বিভক্ত। পূর্ব ও পশ্চিম পাড়া। দ্বীপের মোট জনবসতি প্রায় ২০০০ জন। পূর্ব পাড়ায় তুলনামূলকভাবে জনবসতি বেশী। মাছ ধরা এবং মাছ শুকানো, চিংড়ি ও মাছের পোনা আহরন দ্বীপের মানুষের প্রধান পেশা। কিছু মানুষ ইঞ্জিন চালিত নৌকা ও কাঠের সাধারন নৌকা এবং উহা চালানোর সহকারী হিসাবে কাজ করেও জীবিকা নির্বাহ করে। চারিদিকে নোনা পানি বেষ্টিত হওয়ায় এই দ্বীপে তেমন কোন খাদ্য শষ্য উৎপাদন করা সম্ভব হয় না। দৈনন্দিন প্রয়োজনাদি জিনিস পত্র সব মহেশখালি থেকে ক্রয় করে আনতে হয়।

এই দ্বীপে ২টি মসজিদ, ১টি প্রাথমিক বিদ্যালয়, ১টি সাইক্লোন সেন্টার, আনুমানিক ১২টি গভীর নলকূপ রয়েছে।


(২) জঙ্গলের ভেতর থেকে শিশুরা মাথায় করে জ্বালানী নিয়া আসছে।


(৩) একটা ঘুঘু পাখি বসে আছে যেন ক্যামেরায় পোজ দেওয়ার জন্যই।


(৪/৫) ছোট ছোট জাল নিয়ে অল্প পানিতে চিংড়ি পোনা আহরণ করছে শিশুরা।



(৬/৭) কিছু ঘরের সামনের ডিজাইন এমনই রাজপ্রাসাদ ষ্টাইল।



(৮) একটা সুইচোরা পাখি।


(৯) নাম না জানা এই পাখিটা জলাভুমিতে খাবার খুঁজছিল।


(১০) তবে পরিকল্পিত পরিবারের সংখ্যা ওখানে নেই বললেই চলে।


(১১/১২) ঝাউ বনের ভেতরের এই মিষ্টি পানির আধারগুলো দেখতে কিন্তু বেশ!



(১৩) একমাত্র সাইক্লোন সেন্টারটি পূর্ব পাড়ায় অবস্থিত, পশ্চিম পাড়া হইতে যার দূরত্ব প্রায় তিন কিলোমিটার।


(১৪) সোনাদিয়া সুন্দরী........


(১৫) সোনাদিয়ার শিশু।


(১৬) কাকড়াটা পালাতে না পেরে রাগে দাঁত কিরমির করে ক্যামেরায় পোজ দিল।


(১৭) সাগরলতায় বেষ্টিত এই বালিয়ারির ঢিবিগুলো দেখতে খুবই অসাধারণ ছিল।


(১৮) বিদ্যুৎ না থাকায় জেনারেটরই ভরসা।


(১৯) দ্বিতীয় রাতের ভোজটা ভালো হবে মনে হচ্ছে।


(২০) ভাবছেন গ্লাসের উপর দাঁড়িয়ে ছবি তুলছি? মোটেও না, এটাই সেই সোনাদিয়া বীচ।

মন্তব্য ৬০ টি রেটিং +৮/-০

মন্তব্য (৬০) মন্তব্য লিখুন

১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৩৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: খাসির মাংস দিয়া খানাপিনা! আমারে দাওয়াত দেন নাই কেন? আমি তো বেশি খাই না।

২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:৫৬

সাদা মনের মানুষ বলেছেন: যারা কম খায় তাদের দাওয়াত দিয়া আর লাভ কি? তাই খোঁজ লাগালাম কারা বেশী খায় :-B

২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৩৭

চাঁদগাজী বলেছেন:



বাচ্ছারা স্কুলে যায়?

২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:৫৯

সাদা মনের মানুষ বলেছেন: মনে হয় না

৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৩৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ১৮ নং ছবি। জেনারেটরের বিদ্যুৎ তো সব মোবাইলেই খাইল।

২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:০১

সাদা মনের মানুষ বলেছেন: ওটা মোবাইল চার্জ দেওয়া আর সাময়িক সময় আলো জ্বালানোর জন্য। ওখানে দিন রাত বিদ্যুৎহীন অবস্থায়ই থাকে লোকজন।

৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৪১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: লাল কাঁকড়ার মাংস খাওয়া যায়?

২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:০২

সাদা মনের মানুষ বলেছেন: লাল মাংস তো ডাক্তার আপনাকে খেতে নিষেধ করেছে।

৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৪৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ৩ নং ছবি। ঘুঘু পাখি খুব চালাক। আপনি যে তার ফটু তুলছেন, সেটা সে ঠিকই বুইঝালাইছে।

২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:০২

সাদা মনের মানুষ বলেছেন: হ, ঠিক আপনার মতোই চালাক........খিক খিক খিক =p~

৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৪৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ২০ নং ছবি। আপনি জাদুকর ডেভিড কপারফিল্ডের মতো পানির উপর হেঁটে দেখাতে পারবেন। মনে হয়, আপনি জাদুটা প্র্যাকটিস করছেন।

২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:০৬

সাদা মনের মানুষ বলেছেন: একমাত্র বিষয়টা আপনি ধরতে পারলেন হেনা ভাই, বাকীরা খালি দেখেই গেল, কিছই বুঝলো না। (গেয়ানী লুকের ইমু হবে) =p~

৭| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:১৮

নেওয়াজ আলি বলেছেন: দারুণ। অনন্য। শুভেচ্ছা সতত।

২৮ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:২৪

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা

৮| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:২৩

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: সোনাদিয়া গভীর সমুদ্রবন্দর প্রকল্পটি এখন জীবিত নেই খুব সম্ভবতঃ। এখন সেখানে পর্যটন দ্বীপ বানাবার কথা শুনতে পাচ্ছি। ছবিগুলো খুব সুন্দর লেগেছে। ছবির জন্য ধন্যবাদ। সোনাদিয়া গেলেন কোন বাহনে ?

২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৭:৪৩

সাদা মনের মানুষ বলেছেন: প্রকল্পের ব্যাপারটা আমার জানা নাই, সোনাদিয়া গিয়েছিলাম কক্সবাজার থেকে ট্রলারে করে।

৯| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:৩৩

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: প্রথম পর্বে আপনার বাহনের পরিচয় পেলাম। ব্রীজ থাকতে নৌকায় কেন ?

২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৭:৪৫

সাদা মনের মানুষ বলেছেন: ব্রীজ দিয়ে দিয়ে যেতে পারবেন মহেশখালী থেকে। আবার মহেশখালী যেতে হবে ট্রলারে বা স্পীডবোটে। তার থেকে আমরা সরাসরিই চলে গিয়েছিলাম ভাই।

১০| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:২৮

রায়হানুল এফ রাজ বলেছেন: একা একা ঘুরলে হবে? আমাদেরকেও সাথে নেন।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৭:৪৬

সাদা মনের মানুষ বলেছেন: একা ঘুরতে আমার কখনো ভালোলাগেনা রাজ ভাই, সব সময় সঙ্গী থাকে। কোন একদিন হয়তো আপনাকেও পাবো সঙ্গী হিসাবে।

১১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:৫২

মনিরা সুলতানা বলেছেন: বাহ ! আয়না বীচ ;
সুন্দর সব ছবি :)

২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৭:৪৬

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন আপু।

১২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:২২

পদাতিক চৌধুরি বলেছেন: ছবিগুলি খুব ভালো লেগেছে কিন্তু প্রশ্ন থেকে ফেলে অন্য জায়গায়। দুঃখের এটাই যে আজ এক বিংশ শতকেও উন্নয়নের ছিটেফোটাও এদেরকে স্পর্শ করতে পারেনি। আমি চিল্কা হ্রদে ও অযোধ্যা পাহাড়ে গিয়ে এ দৃশ্য প্রত্যক্ষ করেছিলাম। কয়েকবছর আগের ঘটনা। ঘাটশিলাতে বেড়াতে গিয়ে সাইটসিন এর জন্য একটা ফলসের(একজ্যাক্ট নামটি ঠিক মনে করতে পারছিনা) উদ্দেশ্য গেছিলাম। স্থানীয় চালক দেড়ঘন্টা গাড়ি চালিয়ে জঙ্গলের মধ্যে একটা আদিবাসী পাড়ার সামনে নিয়ে আসে। চালকের কাজ এই পর্যন্তই। এরপরে অনেকটা হেঁটে আসল ফলসে যাওয়ার জন্য আদিবাসী রমণীদের গাইড হিসেবে নিতে হয়। প্রচন্ড ধুলোয় গাড়ি থেকে নেমে দলের সদস্যরা তখন সকলে নিজেদের সাজ পোশাকের ধুলো ঝাড়তে ব্যস্ততা। এমন সময় সামনে দুই মহিলার চুলোচুলিতে আমরা হতচকিত হয়ে যাই। ওদের ঝগড়ার কারণ চালক কাকে গাইড হিসেবে কাজটি দেবে তা নিয়ে। অথচ পারিশ্রমিকের পরিমাণ শুনলে অবাক হবেন। মাত্র 50 টাকা। সেদিন 50 টাকা উপার্জনের জন্য ওদের ঝগড়া দেখে বাস্তবে আমরা অবাক হয়েছিলাম। আমরা অবশ্য ওদের দুজনকেই কাজে নিই। ফেরার পথে শুনি আরো একটি চমক।শহর থেকে আসা টুরিস্ট দেখলে নাকি ওরা এভাবে চুলোচুলি করে। উদ্দেশ্য সিমপ্যাথি আদায় করা। আমাদের মত সব টুরিস্টি নাকি ওদের সবাইকে কাজে নিয়ে সামান্য টাকা বকশিশ দেয়। একজন নয় উপস্থিত সকলেই কাজ পেতে এই চুলোচুলি করে। পরিশেষে বলার যে,শঠতা হয়তো ওরা একটু নেই কিন্তু দারিদ্রতা অশিক্ষা অনুন্নয়ন দেখলাম তাকে অস্বীকার করে কি করে?


শুভেচ্ছা নিয়েন।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৭:৪৮

সাদা মনের মানুষ বলেছেন: ওদের চুলোচুলি টেকনিকটা তাহলে খুব ভালো, কি বলেন? তবে পাহাড়ে কিংবা দ্বীপগুলোতে জীবন যাত্রার মান আমাদের দেশেও তেমন ভালো নয়।

আপনাকেও আন্তরিক শুভেচ্ছা।

১৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৪৮

রাজীব নুর বলেছেন: ছবি গুলো চমৎকার। তবে পাখির ছবি দু'টা ভালো হয়নি। মনে হয় দূর থেকে তুলেছেন, তাই ঝুম করতে হয়েছে। ছবি ফেটে গেছে।
তবে কাকড়ার ছবিটা অস্থির।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৭:৪৮

সাদা মনের মানুষ বলেছেন: ঠিক ধরেছেন ভাই, আপনিতো নিজেই ক্যামেরা ম্যান.......শুভ সকাল।

১৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:০১

সাইয়িদ রফিকুল হক বলেছেন: ছবিই এত সুন্দর!
না জানি, ছবির জায়গা কত সুন্দর!

২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৭:৫০

সাদা মনের মানুষ বলেছেন: দেখার চোখ থাকলে সব কিছুই সুন্দর লাগে ভাই.........শুভ কামনা জানবেন।

১৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:০৬

ঊণকৌটী বলেছেন: খুব ভালো লাগে আপনার লেখা, আপনার লেখা এবং ছবি অসাধারণ, একবার নর্থ ইস্ট ইন্ডিয়া ঘুরে যান না, ভালো লাগবে ।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৭:৫১

সাদা মনের মানুষ বলেছেন: আপনি মূলত কোন এলাকার কথা বলছেন ভাই, ইন্ডিয়া তো বিশাল দেশ।

১৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১২:০৯

মা.হাসান বলেছেন: বাচ্চাকে ঘাড়ে নেওয়া অবস্থায় আপনার ছবিটা যেই তুলে থাক না কেন, খুব সুন্দর তুলেছে । ডাব কেমন খাইছেন ? আগের পর্বে হেনা ভাই যে ভাবে টয়লেটের খবর নিতে ছিলেন, ওনাকে ভুলেও সাথে নেয়ার কথা ভাববেন না । পোস্ট অতি মনোহর হয়েছে ।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৭:৫৩

সাদা মনের মানুষ বলেছেন: এই জন্যই আমি গেয়ানী লুকদের কদর করি, একমাত্র আপনিই আমাকে চিনতে পারলেন। ডাব খাওয়া হয়নি ওখানে, ডাব খেতে হলে মহেশখালীই সেরা। অত্যন্ত সস্তায় পাওয়া যায় ওখানে।

১৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৩:০০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: মেভাই, ছবি দেখি আর ভাবি কবে যে আপনি আমার নাটকের নায়ক হবেন?

২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৭:৫৪

সাদা মনের মানুষ বলেছেন: নায়িকা যদি ভালো হয় ভেবে দেখতে পারি মিঞা ভাই :-B

১৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:১৬

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ঠিক ধরেছেন ভাই, আপনিতো নিজেই ক্যামেরা ম্যান.......শুভ সকাল।

ক্যামেরাম্যান আমি নই। ফোটোগ্রাফার বলতে পারেন।
ভালো থাকুন।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:৫৬

সাদা মনের মানুষ বলেছেন: স্যরি ভাই, আমি নিজের কথাটাই আপনাকে বলে ফেলেছিলাম। অনেকে আমাকে ফটোগ্রাফার ভেবে ভুল করে কিন্তু আমি আসলে শুধুই ক্যামেরা চালাই ফটোগ্রাফার নই।

১৯| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:১৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
বীচ, কাকড়া, পাখির ছবি বেশ লেগেছে। ৯ নং পাখিটার নাম সম্ভবত কোড়া।+++++++

২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:৫৮

সাদা মনের মানুষ বলেছেন: হুমম, এটা কোড়া হওয়ার সম্ভাবনাই বেশী......ধন্যবাদ মাইদুল ভাই, ভালো থাকুন সব সময়।

২০| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:২১

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: বাচ্চাগুলোকে দেখে খুব মায়া লাগছে; ওদের ভবিষ্যত শুধুই অন্ধকার! :(

২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:০১

সাদা মনের মানুষ বলেছেন: হয়তো তাই, কিংবা ভালো কিছুও ওখানটায় হতে পারে সামনের দিকে।

২১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:০৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: নায়িকা তো আপনার পছন্দের হবে ;)

২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:০৮

সাদা মনের মানুষ বলেছেন: হে হে হে, কম খারাপ মন্নাই মিঞা ভাই।

২২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:০৯

রবিউল আল বলেছেন: খুবই সুন্দর একটি জায়গা ভ্রমণ করার জন্য।
ধন্যবাদ এত সুন্দর তথ্য শেয়ার করার জন্য।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:১১

সাদা মনের মানুষ বলেছেন: আপনাকেও অমেক অনেক ধন্যবাদ রবিউল ভাই।

২৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:৫৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ভালো লাগলো

২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:৩৭

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ আপু, শুভ কামনা জানবেন।

২৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:৪৪

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সুন্দর ছবি গুলো। সোনাদিয়া দ্বীপটিও সুন্দর।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:১০

সাদা মনের মানুষ বলেছেন: হুমম, আমিও তাই বলি সুজন ভাই, ধন্যবাদ।

২৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:৪৬

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: আপনার ছবি বরাবরই সুন্দর হয়! তবে খানাপিনাটা চমৎকার;

২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:৫২

সাদা মনের মানুষ বলেছেন: খানাপিনা করে পেট ঠান্ডা না করলে ছবি ভালো হবে কেমনে ভাই? :D

২৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:৫৫

খাঁজা বাবা বলেছেন: দেখে, জেনে ভাল লাগল।
সবচেয়ে ভাল লেগেছে সোনাদিয়া রাজপ্রাসাদ আর সোনাদিয়া সুন্দরী :)

২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৪৮

সাদা মনের মানুষ বলেছেন: খাঁজা বাবা খাঁজা বাবা, মারহাবা মারহাবা.....

২৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:১৭

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: স্যরি ভাই, আমি নিজের কথাটাই আপনাকে বলে ফেলেছিলাম। অনেকে আমাকে ফটোগ্রাফার ভেবে ভুল করে কিন্তু আমি আসলে শুধুই ক্যামেরা চালাই ফটোগ্রাফার নই।

ভালো থাকুন। সুস্থ থাকুন।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৩৮

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, ভালো থাকুন সব সময়।

২৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৩১

কামরুন নাহার বীথি বলেছেন:
খুব ভালো লাগলো!
অনে দিন পরে আপনার ভ্রমণ/ছবি ব্লগ পেলাম।
অনেক শুভকামনা ভাই!

২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:০৮

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ আপু, আপনাকেও অনেক দিন পর পেলাম, কেমন চলছে দিন কাল?

২৯| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:১৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: আহা কি দারুন ভ্রমন :)

কাকড়ার দাত কটমট ছবি আর বীচের ছবি দুটো ভিন্নরকম অনন্দ দিলো।

বরাবরের মতোই দারুন পোষ্টে +++++

০৫ ই মার্চ, ২০২০ রাত ৮:১৯

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ বিদ্রোহী ভাই, কেমন আছেন আপনি?

৩০| ০৫ ই মার্চ, ২০২০ সকাল ৮:৫০

একজন নিষ্ঠাবান বলেছেন: ছবিগুলো দারুণ।

৩১| ০৫ ই মার্চ, ২০২০ রাত ৮:২৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ বিদ্রোহী ভাই, কেমন আছেন আপনি?

আলহামদুিলল্লাহ ভাই। দয়ালের কৃপা।
বাড়ীর কাছে আরশী নগর... আমার গাজীপুর.. আপনি নরসিংদী কত কাছাকাছি অথচ কতদূর!

ব্লগ ডেতে আসবেন অপেক্ষায় থাকি। তাও আসেন না। আর দেখাও হয় না!!! কবে হবে???

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.