নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মা এটা কোন স্টেশন?
বেলগাছি।
বেলগাছ কই? সব তো কাঁঠাল গাছ।
বাচ্চার কথা শুনে সবাই মুচকি হাসে।
চলে ২ টিকিটে ৫ জন জেনে টিটি কিছু না বলে মুচকি হেসে চলে যায়, কখনো বা অন্য টিটি এসে বলে মামা আর ১টা টিকিট করেন। কতৃপক্ষ জানলে আমার চাকরি থাকবে না।
নিরাপদ দূরত্ব বজায় রেখে স্কুল পড়ুয়া ছেলে মেয়েরা হাত নেড়ে ট্রেনের যাত্রীদের সংকেত দেয়।
নতুন বিয়ে হওয়া মেয়ে মায়ের বাড়ি ফেরার সময় বরের হাতটা শক্ত করে ধরে রাখে, দূর থেকে মাঠের ওপারের কিছু বাড়ি দেখা গেলে নখ দিয়ে দিয়ে বরকে দেখায় ঐ বাড়ির ২টা বাড়ি পরেই আমাদের বাড়ি। কাছাকাছি আসতেই বরকে দেখাই ঐ কলেজে আমরা পড়তাম।
ট্রেন কবিতাটা পড়ার পর প্রথমবারের মত ট্রেনে উঠেছে ৮ বছর বয়সী ছেলেটা। মুগ্ধ হয়ে বইয়ের ঝক ঝকা ঝক শব্দের সাথে মিল খোজে।
হকারের কন্ঠ থেকে ভেসে আসে, ঐ গামছা লিবেন গামছা, কুমারখালির গামছা, একদাম ৮০ টাকা গামছা লন গামছা।
ঐ ভাজা ভাজা, চানাচুর ভাজ অথবা
তিলের খাজা লন, একদাম ১০ টাকা, খাজা লন, কুষ্টিয়ার ১ নং তিলের খাজা।
সমবয়সী ছেলেদের কন্ঠ থেকে ভেসে আসে, গানের আওয়াজ। এই সুন্দর স্বর্নালী সন্ধ্যায় একি বন্ধনে জড়ালে গো বন্ধু।
জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকে বয়স্ক চাচা, শুনতে থাকে পাশের সীটের উঠানাম যাত্রীদের গল্প।
দূর থেকে ভেসে আসে আযানের ধ্বনি।
আমাবস্যার ঘুট ঘুটে অন্ধকার অথবা পূর্ণিমার চাঁদ কে সাথে করে ছুটে চলে ট্রেন।
যার প্রতিটি জানালা এক একটি গল্প।
০৫ ই মে, ২০১৮ রাত ১১:১৩
নাজমুল ইসলাম সাদ্দাম বলেছেন: ধন্যবাদ ।
২| ০৫ ই মে, ২০১৮ দুপুর ২:৩৩
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: @ ছোট লেখা, কিন্তু দারুন।
এগুলোই চাই....
০৫ ই মে, ২০১৮ রাত ১১:১৪
নাজমুল ইসলাম সাদ্দাম বলেছেন: ধন্যবাদ আপনাকে ।
৩| ০৫ ই মে, ২০১৮ বিকাল ৩:০৩
রোকনুজ্জামান খান বলেছেন: ভালই লেগেছে..........
তবে ছোট বেলা
ট্রেন মিস করে কি বিপাকেই না
পরেছিলাম...........।
০৫ ই মে, ২০১৮ রাত ১১:১৬
নাজমুল ইসলাম সাদ্দাম বলেছেন: আমারো কয়েকবার ট্রেন মিস করার অভিজ্ঞতা আছে । ধন্যবাদ আপনাকে ।
৪| ০৫ ই মে, ২০১৮ বিকাল ৩:২১
রাজীব নুর বলেছেন: ছোট্র গল্প। ভালো গল্প।
০৫ ই মে, ২০১৮ রাত ১১:১৬
নাজমুল ইসলাম সাদ্দাম বলেছেন: ধন্যবাদ ।
৫| ০৫ ই মে, ২০১৮ বিকাল ৩:৫৪
আকতার আর হোসাইন বলেছেন: ভালো হয়েছে....
দূর থেকে ভেসে আসে আযানের ধ্বনি।
আমাবস্যার ঘুট ঘুটে অন্ধকার অথবা
পূর্ণিমার চাঁদ কে সাথে করে ছুটে চলে
ট্রেন।
যার প্রতিটি জানালা এক একটি গল্প।
০৫ ই মে, ২০১৮ রাত ১১:১৭
নাজমুল ইসলাম সাদ্দাম বলেছেন: ধন্যবাদ আপনাকে ।
৬| ০৫ ই মে, ২০১৮ বিকাল ৪:০৯
কানিজ রিনা বলেছেন: কুমারখালি খোকসা মাছপাড়া পাংশা বেলগাছি
সুর্য নগর রাজবাড়ি আহা এত গুল স্টেশন
নানা বাড়ি কতযে আনন্দ স্মৃতি ছোটকালের
রামদিয়ার মটকা কত স্মৃতি রাজবাড়ি নানা
বাড়ি। (স্মৃতি তুমি আর ফিরে এসোনা)
খুব সুন্দর আপনি বুঝি বেলগাছির লোক?
বেশ নতুনত্ব ছোট গল্পয়। দারুন অনেক
ধন্যবাদ।
০৫ ই মে, ২০১৮ রাত ১১:২২
নাজমুল ইসলাম সাদ্দাম বলেছেন: না , আপু , আমি বেলগাছির লোক নয় । আমি কাগজপত্র অনুযায়ী নিবন্ধিত বেকার । বেকারের খাতা থেকে নাম কাটার প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে প্রায়ই যাওয়া হয় এদিক দিয়ে । ধন্যবাদ আপনাকে ।
৭| ০৫ ই মে, ২০১৮ বিকাল ৪:২৯
মৌরি হক দোলা বলেছেন: বেশ অন্য ধাঁচের একটি গল্প। ভালো লাগল।
০৫ ই মে, ২০১৮ রাত ১১:২২
নাজমুল ইসলাম সাদ্দাম বলেছেন: ধন্যবাদ আপনাকে ।
৮| ০৫ ই মে, ২০১৮ বিকাল ৫:৫৪
প্রদীপ চন্দ্র দাস বলেছেন: দারুণ হয়েছে..এই ছোট গল্পটি
০৫ ই মে, ২০১৮ রাত ১১:২৩
নাজমুল ইসলাম সাদ্দাম বলেছেন: ধন্যবাদ আপনাকে ।
৯| ০৬ ই মে, ২০১৮ সকাল ৯:১২
সমুদ্রচারী বলেছেন: ভালো লাগা রইল।
©somewhere in net ltd.
১| ০৫ ই মে, ২০১৮ দুপুর ২:২৯
লাবণ্য ২ বলেছেন: ভালো লাগলো।