| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বুক ভরে নিঃশ্বাস নেওয়ার দিন সমাগত!
স্বস্তির নিঃশ্বাস!বেঁচে থাকার নিঃশ্বাস!
এক ফোঁটা বাতাসের জন্য বুভুক্ষু হয়ে রয়েছি একচল্লিশটি বছর!
এক ফোঁটা বিশুদ্ধ বাতাস পাই নি!
গন্ধ শুঁকেই বমি হয়ে যায়!
কী বিষাক্ত!উত্কট দুর্গন্ধময় এ বাতাসগুলো!
গুটিকয়েক পশুর ফেলে যাওয়া ভয়ানক জান্তব শ্বাস!
কী ভয়ংকর সংক্রামক!দূরারোগ্য!
কিছু বিশুদ্ধ বাতাস পাওয়ার দিন সমাগত!
একটি কীটের বাতাস দূষণ নির্মূল হবে,সেটাই বা কম কীসে?
এই বাতাসে কীটগুলোর শ্বাস ফেলা যেদিনই বন্ধ করা হোক,
কিছু নিখাঁদ বিশুদ্ধ বাতাস পেতে যাচ্ছি শীঘ্রই!
বুকটা বড্ড আঁকুপাঁকু করছে,
এক ফোঁটা রাজাকার মুক্ত বিশুদ্ধ বাতাসের জন্য!
©somewhere in net ltd.
১|
২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৭
মঈনউদ্দিন বলেছেন: এক ফোঁটা রাজাকার মুক্ত বিশুদ্ধ বাতাস চাই