নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জলে ভিজি রোদে পুড়ি নির্ঘূম রাত
নিয়তিরই সাথে রোজ চলে সংঘাত।
কতো ফুল গেছে ঝরে কতো ভুল আর
অভিমান চেপে রেখে হৃদয় তোলপাড়।
আশা আর হতাশার মৃদু দোলাচল
স্বপ্নের পরী এসে করে ঘোলাজল।
নিদারুণ নেশা এক টানে বারেবার
শুণ্যতা ছাড়া আর কি আছে আমার।
নেশাটাও কেটে যায় থেকে যায় ঘোর
সেখানে আমি ছাড়া কে আছে তোর।
.........................................................................।
জ/লে/ ভি/জি/ রো/দে/ পু/ড়ি/ নির/ঘুম/ রাত/ = ১১
নি/অ/তির/ই/ সা/থে/ রোজ/ চ/লে/ সং/ঘাত/ = ১১
ক/তো/ ফুল/ গে/ছে/ ঝ/রে/ ক/তো/ ভুল/ আর/ = ১১
অ/ভি/মান/ চে/পে/ রে/খে/ হৃ/দয়/ তোল/পাড়/ = ১১
আ/শা/ আর/ হ/তা/শার/ মৃ/দু/ দো/লা/চল/ = ১১
স্বপ/নের/ প/রী/ এ/সে/ ক/রে/ ঘো/লা/জল/=১১
নি/দা/রুণ/ নে/শা/ এক /টা/নে/ বা/রে/বার/= ১১
শুণ/অ/তা/ ছা/ড়া/ আর/ কি/ আ/ছে/ আ/মার/=১১
নে/শা/টা/ও/ কে/টে/ যায়/ থে/কে/ যায়/ ঘোর/=১১
সে/খা/নে/ আ/মি/ ছা/ড়া/ কে/ আ/ছে/ তোর/=১১
০৭ ই মে, ২০১৬ রাত ৮:৪৪
বাকপ্রবাস বলেছেন: আমি নিজেও বুঝে উঠতে পারছিনা, হোমওয়ার্ক চলছে
২| ০৭ ই মে, ২০১৬ রাত ৯:০৪
নীল মনি বলেছেন: ওরে বাবা!!
০৭ ই মে, ২০১৬ রাত ৯:০৫
বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ জানবেন নীলামনিপু
৩| ০৭ ই মে, ২০১৬ রাত ১০:১৪
স্নিগ্ধ শোভন বলেছেন: আপনার কবিতা বরাবরি আমার ভালো লাগে। আজেক অনেক ভালো লাগলো।
কবিতার প্যাটার্ন সম্পর্কে আমার ধারণা নেই। কবিতার শেষে ১১ মত্রার যে কারুকাজ দেখালেন তা দিয়ে কি বুঝিয়েছেন আমি ঠিক বুঝে উঠতে পারলাম না। এই প্যাটার্ন কি আপনার আবিষ্কার?
শুভকামনা চিরন্তন!
০৮ ই মে, ২০১৬ দুপুর ২:০৬
বাকপ্রবাস বলেছেন: আমি চেষ্ট করছি ছন্দ বৃত্ত এসবে আসতে তায় যেটা লিখেছি সেটা একটা ছকে ফেলে দেখলাম দি দাঁড়ায়। এখানেও দিয়ে দিলাম, যদি কেই এডভাইজ করে এমন হলে ভালো হতো অমন হলে তেমন হতো ইত্যাদি। তাহলে আমারও ভালো হতো এবং যারা নিয়ম করে লিখতে ইচ্ছুক তারাও উদ্বোদ্ধ হবে। সবাইতো লিখে কিন্তু ভয়ে ছন্দে থাকতে চায়না, আমিও পারিনা।
©somewhere in net ltd.
১| ০৭ ই মে, ২০১৬ রাত ৮:২৭
নুর ইসলাম রফিক বলেছেন: জ/লে/ ভি/জি/ রো/দে/ পু/ড়ি/ নির/ঘুম/ রাত/ = ১১
নি/অ/তির/ই/ সা/থে/ রোজ/ চ/লে/ সং/ঘাত/ = ১১
ক/তো/ ফুল/ গে/ছে/ ঝ/রে/ ক/তো/ ভুল/ আর/ = ১১
অ/ভি/মান/ চে/পে/ রে/খে/ হৃ/দয়/ তোল/পাড়/ = ১১
আ/শা/ আর/ হ/তা/শার/ মৃ/দু/ দো/লা/চল/ = ১১
স্বপ/নের/ প/রী/ এ/সে/ ক/রে/ ঘো/লা/জল/=১১
নি/দা/রুণ/ নে/শা/ এক /টা/নে/ বা/রে/বার/= ১১
শুণ/অ/তা/ ছা/ড়া/ আর/ কি/ আ/ছে/ আ/মার/=১১
নে/শা/টা/ও/ কে/টে/ যায়/ থে/কে/ যায়/ ঘোর/=১১
সে/খা/নে/ আ/মি/ ছা/ড়া/ কে/ আ/ছে/ তোর/=১১
এখানে কি বুঝালেন ঠিক বুঝে উটতে পারিনি।