![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বাঙালী,বাংলাদেশী,বাঙলাভাষী .......। কিন্তু আমি আসলে কি তা আমি জানি না তঁবে আমি একটা ছোট্ট শক্ত বুলডোজার হতে চাই, যাকে কোন দেয়াল থামাতে পারবে নাহ.......বাচতে চাই মানুষের মত .......জনিনা পারবো কিনা তবুও মনেপ্রাণে চাই © লেখকের অনুমতি ব্যতীত এই ব্লগের কোন লেখা সম্পূর্ণ বা আংশিকরূপে কোথাও প্রকাশ করা যাবে না।
এই সিরিজটা অস্ত্রপাতি নিয়া
বিডি ০৮ বাংলাদেশ সশশ্স্ত্র বাহিনির স্টান্ডার্ড সাব-মেশিন গান। এর মেশিনগান ও আছে। এটা মূলত চাইনিজ টাইপ ৮১ এর বাংলাদেশী সংস্করন । টাইপ ৮১ আবার রাশিয়ান একে ৪৭ এবং ৭৪ এর উন্নত সংস্করন।
টাইপ ৮১/বিডি ০৮ রাইফেল দেখতে অনেকটা একে ৪৭ তবে এর মধ্যে অনেক মডিফিকেশন করা হয়েছে।যেমন: এতে ফিক্সড গ্যাস অপারেটর এর বদলে ফ্লোটিং গ্যাস অপারেটর ব্যবহার করা হয়েছে যা ঝাকি কমাতে সাহায্য করে। এছাড়া এর কার্যকরী দুরত্ব প্রায় ৬৫০ মিটার । এর দ্বারা গ্রেনেড নিক্ষেপ করা যায়। সব মিলিয়ে এটি একে ৪৭ এর থেকে আরও কার্যকর।
বিবরণ :
বিডি ০৮ সাব মেশিন গান :
ভর : ৩.৫ কেজি
এমুনিশান : ৭.৬২ মি.মি.
কার্যকরী দুরত্ব : ৪০০ মিটার
ফায়ারিং রেট : ৫৫০ রাউন্ড/ মিনিট
ম্যাগাজিন: ৩০ রাউন্ড অথবা ৪৫ রাউন্ডের ড্রাম ম্যগাজিন
এছাড়া এতে AK / AKM সিরিজের যেকোন মডেলের ম্যগাজিন ব্যবহার করা যায়।
বিডি ০৮ মেশিন গান :
ভর : ৫.৫ কেজি
এমুনিশান : ৭.৬২ মি.মি.
কার্যকরী দুরত্ব : ৫০০ মিটার
ফায়ারিং রেট : ৭২০ রাউন্ড/ মিনিট
ম্যাগাজিন: ৭৫ রাউন্ড
বাংলাদেশ ২০০৮ সাল থেকে দেশে এই অস্ত্র উৎপাদন শুরু করেছে ।
২৭ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৩০
সাধারণমানুষ বলেছেন: :!> :!> :#> :#>
২| ২৭ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৩০
মুরুববী বলেছেন: খারাও তোমারে রেব দিয়া ধরায় দিমু ...
২৭ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৩৭
সাধারণমানুষ বলেছেন: আমি ডরাইছি :-& :-&
৩| ২৭ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৩১
দাম বলেছেন: অস্ত্রের ব্যাবসা করেন নাকি?
২৭ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৩৬
সাধারণমানুষ বলেছেন: ক্যান রে ভাই অস্ত্রের ব্যবসা ছাড়া কি অস্ত্রের ব্যপারে জানা যায় না
৪| ২৭ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৩৭
ধূসর গাংচিল বলেছেন: আমার একখান লাগবো ... সাধারন মানুষ মাইরা দেখি কেমুন লাগে
২৭ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৩৯
সাধারণমানুষ বলেছেন: বিডি ০৮ মেশিন গান দিয়া ঠা ঠা ঠা কইরা দিমু কইলাম
৫| ২৭ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৪৮
ঘরকাতুরে বলেছেন: এরকম ফান্টাফুলাস্টিক অস্ত্র এদেশে উৎপাদিত হয়, জানা ছিলো না। তারমানে সেনাবাহিনী খালি বিলাসিতা আর বিডিআর মারে না। কিছু কামও করে।
২৭ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১:২১
সাধারণমানুষ বলেছেন: আরও বহুত কিছুই বাংগালী বানায় রে ভাই
৬| ২৭ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৪৮
সৌম্য বলেছেন: বস। মিলিটারী একাডেমীতে এই জিনিস দিয়া অনেক ফায়ার করছি। দুটো তথ্য বাদ গেছে। এমুনিশান। সেভেন পয়েন্ট সিক্স টু এম এম। আর সাইট রেডিয়াস। ভুলে গেছি।
এখন কি হইছে জানি না। আমরা পড়তাম বাংলাদেশ আর্মির স্ট্যান্ডার্ড আর্মস সেভেন পয়েন্ট সিক্স টু এম এম চাইনিজ রাইফেল টাইপ ৫৬। এটা কালাশনিকভ নকল করে চাইনিজরা টি ৫৬ নামে বানানো শুরু করছিলো। আর বাংলাদেশের গাজীপুরে অর্ডন্যান্স ফ্যাক্টরিতে বানানো হয় এখন। আর অটোমেটিকের ক্ষেত্রে ৭ পয়েন্ট সিক্সটু এম এম এসএমজি টাইপ ৫৬। যেটাকে আমেরিকানরা বলে একে৪৭ এসল্ট রাইফেল। মেড ইন বাংলাদেশী গুলাতে বেয়নেট থাকে। চাইনিজ গুলা বেয়নেট ছাড়া।
উত্তরবঙ্গের ইউনিট গুলা বেসিক আর্মস হিসাবে হাঙ্গেরীর জি থ্রি এসল্ট রাইফেল ব্যাবহার করে। সেগুলাও জোস। গ্রেনেড লঞ্চার, নাইট ফায়ারিং, একে ৪৭ এর তুলনায় একটু ভারি।
২৭ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১:৩৫
সাধারণমানুষ বলেছেন: এমুনিশনের ব্যপারটা যোগ কইরা দিলাম।
সাইট রেডিয়াস জিনিসটা কি ?? বুজাইয়া বললে জানতে পারতাম।
মিয়া আপনাগো লোক থাকতে আমি কি জন্য পোষ্ট দিমু .....এই সব জিনিস নিয়া আপনাগো পোষ্টান উচিত
৭| ২৭ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১:২৬
ফারহান দাউদ বলেছেন: ব্যাপক জিনিস!
২৭ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১:৩২
সাধারণমানুষ বলেছেন: আসলেই ব্যাপক
৮| ২৭ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১:৪৬
কাজু বলেছেন: মনে অনেক শান্তি লাগতাছে। আরে কে কয় বাংলাদেশের মানুষের মাথায় কিছু নাই?
কবে যে মিসাইল বানাইবো? কবে যে পরামানু অস্ত্র বানাইবো? দেখার অপেক্ষায় আছি।
+++++++++++++++++++++++
ধন্যবাদ।
২৭ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১:৫০
সাধারণমানুষ বলেছেন: মিসাইল,পরামানু অস্ত্র কিছ্ছু বাদ যাবে না
পোষ্টটা পড়ার জন্য ধন্যবাদ
৯| ২৭ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১:৪৬
লবঙ্গলতিকা বলেছেন: Ake barai onno rok bisoy, valo laglo. Ami akta ak 47 kinbar chai.
২৭ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১:৫১
সাধারণমানুষ বলেছেন: পোষ্টটা পড়ার জন্য ধন্যবাদ
মাগার যেটা কিনবার চান তা বেশ ভয়ংকর জিনিস
১০| ২৭ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১:৫৭
সৌম্য বলেছেন: বন্দুকের নিশানা করে যেভাবেঃ সামনে নলের গুলি বাইর হবার ফুটার উপরে একটা গোল্লা থাকে, সেখানে একটা ইউ এর মত কাটা থাকে এইটারে কয় ফ্রন্ট সাইড ইউ আর পিছে একদম শেষে একটা টিপের মতো উচা থাকে। দুইটা এক লাইনে করলে নিশানা হয়। ফ্রন্ট সাইট ইউ আর ব্যাক সাইড টিপের মধ্যে দুরত্বটা। অর্থাৎ নলের কার্যকারী দৈর্ঘ। যেখানে বুলেট স্পিন খাবার শক্তি অর্জন করে। ট্রিগার প্রেস করলে ফার্স্ট পুল, এর পরে সেকেন্ড পুলে স্ট্রাইকিং পিন এমুনিশানে আঘাত করে, ভিতরের বারুদ আর কেমিক্যাল মার্কে বিস্ফোরন হলে এমুনিশান থেকে বুলেট আলাদা হয়ে যায়, আর বোল্টের টানে এম্পটি কার্টিজ বের হয়ে আসবে, আর বুলেট বিস্ফোরনের ধাক্কায় সামনে ছুটবে। ভিতরের কাটা অংশে সেটা স্পিন করতে করতে সামনে ছুটবে। পুরো অংশটা হবে এই নির্দিষ্ট দুরুত্বের ভিতরে।
আর সাব-মেশীনগান, লাইট মেশীন গান আর মেশীন গান অনেক আলাদা আলাদা জিনিস। সাবমেশিন গান হচ্ছে অটোমেটিক। যেটা দিয়া সিঙ্গেল শট এবং বার্স্ট শট (পত্রিকার ভাষায় ব্রাশ ফায়ার, যেটা ভুল, সঠিক হবে বার্স্ট অফ ফায়ার) এগুলো পার্সোনাল আর্মস। বাংলায় ক্ষুদ্রাস্ত্র। যুদ্ধে একজন সৈনিক ব্যাক্তিগত অস্ত্র হিসাবে ব্যাবহার করে। আধুনিক যুদ্ধে গেরীলা ওয়ারফেয়ারে খুব চাহিদা, ছোট ইফেক্টিভ আর সহজে ক্যারি করা যায়। যেমন রাশিয়ান কালাশনিকভ বা একে ৪৭ (৩০রাউন্ড) আমেরিকান এম ১৬ (৫০রাউন্ড)।
লাইট মেশিনগানও তেমনঃ এটা পুরাই অটোমেটিক। সিঙ্গেল শট নেয়া যায় না। সাধারনত শত্রুদের গ্রুপের এগেইন্সটে ব্যাবহার হয়। একাই চালানো যায়। বীর শ্রেষ্ঠ নুর মোহাম্মদ শেখ মৃত্যুর আগ পর্যন্ত এলএমজি চালাচ্ছিলেন।
মেশীনগান (হেভী মেশীনগান বা এইচ এমজি)ঃ এটা চালাইতে ৩ জন লাগে। একজন গানার, একজন একজন এমুনিশান ম্যান (ড্রাম থেকে সাপ্লাই দেয়) আর একজন মেশিনগান ম্যান (যে ডিরেকশান দিবে, এই দিকে মারো ঐ দিকে মার)। কমান্ডো এবং টার্মিনেটর মুভীতে দেখায় আর্নল্ড একাই হেভী মেশিনগান ফায়ার করতেছে। যেটা অসম্ভব না হলেও খুবই দুরহ। ৩টা পার্ট থাকে, গান, ট্রাইপড আর এমুনিশান ড্রাম। ট্রেঞ্চও বানায় বিশাল। সাধারনত বাড়ি ঘর হালকা ডিফেন্স, জীপ বা শত্রুদের যান বাহনের উদ্দেশ্যে ব্যাভার হয়। এটা কোম্পানী লেভেল আর্মস।
কোম্পানী লেভেল আর্মসের ডিস্ট্রিবিউশানঃ ২টা রকেট লঞ্চার, ২টা মেশিনগান, ২টা রিকোয়েলস রাইফেল।
২৭ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ৯:৫২
সাধারণমানুষ বলেছেন: অনেক কিছু জানা গেল
সৌম্য ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ
১১| ২৭ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১:৫৮
স্বপ্নকথক বলেছেন: কৈ পাইলেন??
২৭ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ৯:৪১
সাধারণমানুষ বলেছেন: কি পাইলাম???
১২| ২৭ শে ডিসেম্বর, ২০০৯ রাত ২:৪৯
আইলা বলেছেন: @ সৌম্য: ২টা রিকোয়েলস রাইফেল কি কাজে ব্যবহার করে ?
২৭ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ৯:৪৩
সাধারণমানুষ বলেছেন: রিকোয়েলস রাইফেল সাধারণত লাইট ট্যাংক অথবা এপিসি ( আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার) এর বিরুদ্ধে ব্যবহৃত হয়।
১৩| ২৭ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:১৭
সিংহ বলেছেন: Amar Khub Prio ekta Topic niye post dilen. Apnar Picture gula dekhe actually Russian RPD er kotha mone pore gelo. Ekta Question chilo.
Bangladesh Army 'r sobai Ak-47 ke Sub-Mahinegun bole. Oneklei dekkhechi AK-47 ke smg o bolen. Kintu Onno deshe etake sobai bole assault Rifle (Automatic). Ebong smg er Category te tara mention kore ak-74u, MP5, Uzis (small version), P-90 (Walter),Skorpion (vz. 61) esob ke. Ar Assault Rifle hisebe AK-47 er equivalent bole American M4 Carbine, M14, G3 etc. ke.
Er karon ki ??
২৭ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:২৯
সাধারণমানুষ বলেছেন: ভাই আপনার প্রশ্নের জবাব আমি ঠিক দিতে পারলামনা
১৪| ২৭ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:৩৩
রাজীব বলেছেন: সৌম্য ভাইকে অনেক ধন্যবাদ।
২৭ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৪৩
সাধারণমানুষ বলেছেন:
১৫| ২৭ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:১৯
মো: মোফাচ্ছির হোসেন বলেছেন: কাজু বলেছেন: মনে অনেক শান্তি লাগতাছে। আরে কে কয় বাংলাদেশের মানুষের মাথায় কিছু নাই?
কবে যে মিসাইল বানাইবো? কবে যে পরামানু অস্ত্র বানাইবো? দেখার অপেক্ষায় আছি।
+++++++++++++++++++++++
ধন্যবাদ।
২৭ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:১৫
সাধারণমানুষ বলেছেন: মিসাইল,পরামানু অস্ত্র কিছ্ছু বাদ যাবে না
সব বানাইয়া ছাড়বে এই বাংগালী
পোষ্টটা পড়ার জন্য ধন্যবাদ
১৬| ২৭ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:০২
ইসটুপিড বলেছেন: মেশিনটুলস ফ্যাক্টরিতে এখন মেশিনগান বানায় জানা ছিলনা। খুব ভাল লাগল জেনে। পোস্টের জন্য লেখককে ধন্যবাদ, একই সাথে সৌম্য-কেও ধন্যবাদ।
২৭ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:১৩
সাধারণমানুষ বলেছেন: আপনাকেও ধন্যবাদ
১৭| ২৭ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:১০
অগ্নিকন্যা বলেছেন: +++++++++তবে আমার ১টা লাগবে দিতে পারবেন?
২৭ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৩৪
সাধারণমানুষ বলেছেন: কি কন
১৮| ২৭ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৩৩
দাম বলেছেন: কি কইছিলাম না আমরা সুপার পওয়ার হমু।
খালি ভিষনটা থাকা দরকার।
চালায় যান বস
২৭ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৫২
সাধারণমানুষ বলেছেন:
সিরিজটা চালানের ইচ্ছা আছে....দেখি কি করা যায়
১৯| ২৭ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৩৩
দাম বলেছেন: কি কইছিলাম না আমরা সুপার পওয়ার হমু।
খালি ভিষনটা থাকা দরকার।
চালায় যান বস
৩১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৪৭
সাধারণমানুষ বলেছেন: ভিষন রেডি Click This Link এখন শুধু কাম শুরু করতে যা দেরি
২০| ২৮ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:০৯
পুরাতন বলেছেন: দেইখ্যাই ঠা ঠা কইরা গুলি কর্তে মন্চায়
৩১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৪৩
সাধারণমানুষ বলেছেন: আমারও
২১| ৩১ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:১৮
সামিউর বলেছেন: বাংলাদেশ আর্মির স্টেন্ডারড এন্টি এয়ার ডিফেন্স নিয়া একটা পোস্ট দেন।
সাইলেন্সার সহ পিস্তলের বর্ণনাও চাই। এই পোস্টে +++++
৩১ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:১৬
সাধারণমানুষ বলেছেন: এন্টি এয়ার ডিফেন্স নিয়া পোষ্টানের ইচ্ছা আছে ।
পিস্তলেরটা আমার কর্ম না
২২| ৩১ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:৪৫
অনার্য তাপস বলেছেন: এইটাতো ওপেন সোর্স হয়া পড়তাছে। ডর লাগে তো!!!
৩১ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:২২
সাধারণমানুষ বলেছেন: ডরের কিছু নাই ... এগুলা আগে থিকাই ওপেন সোর্স ...আমি খালি বাংলা করছি
২৩| ৩১ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:৩৫
সাঈফ শেরিফ বলেছেন: একদম প্রেমে পড়ে গেলাম। ফায়ারিং রেট : ৭২০ রাউন্ড/ মিনিট! ওয়াও! গুণে গুণে চারটা মেশিন গান বিয়ে করে ফেলব ভাবছি। সৌম্য ভাই যে বর্ণনা দিলেন... মাঝে আবার আর্নল্ডের হেভি মেশিন গান চালানো দৃশ্য, একেবারে অসাধারণ। সোজা শো কেসে!
৩১ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:৩৪
সাধারণমানুষ বলেছেন: চাইরটা মেশিন গান চালাইবেন :-& :-& আর্নল্ডে তো ওর হেভি বডি লইয়াই একটা চালাইত
ভাই আপনার বডি খান তো দেখন লাগে ...
২৪| ৩১ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:১৬
ডাইনোসর বলেছেন:
ঝাক্কাস হইছে.........
৩১ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:৩৪
সাধারণমানুষ বলেছেন: পোষ্টটা পড়ার জন্য ধন্যবাদ
২৫| ০২ রা জানুয়ারি, ২০১০ বিকাল ৩:৪৫
রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: মেশীনগান (হেভী মেশীনগান বা এইচ এমজি)ঃ এটা চালাইতে ৩ জন লাগে। একজন গানার, একজন একজন এমুনিশান ম্যান (ড্রাম থেকে সাপ্লাই দেয়) আর একজন মেশিনগান ম্যান (যে ডিরেকশান দিবে, এই দিকে মারো ঐ দিকে মার)। কমান্ডো এবং টার্মিনেটর মুভীতে দেখায় আর্নল্ড একাই হেভী মেশিনগান ফায়ার করতেছে। যেটা অসম্ভব না হলেও খুবই দুরহ। ৩টা পার্ট থাকে, গান, ট্রাইপড আর এমুনিশান ড্রাম। ট্রেঞ্চও বানায় বিশাল। সাধারনত বাড়ি ঘর হালকা ডিফেন্স, জীপ বা শত্রুদের যান বাহনের উদ্দেশ্যে ব্যাভার হয়। এটা কোম্পানী লেভেল আর্মস।
আমাদের মুক্তিযুদ্ধের এক যোদ্ধা "মুজিবর রহমান"। উনি কোন পদক বা সম্মাননা কিছুই পান নাই। উনি তিনজন লাগে যেই মেশিনগান চালাইতে সেই মেশিনগান একাই চালাইছেন। সঙ্গী দুইজনরে সরাইয়া দিছেন। পুরা দলটারে উনি একা বাচাইছেন। এমুনিশান শেষ হবার পর কোমরের পিস্তল বের করে জয় বাংলা বলে শত্রুসৈন্যদের মাঝে ঝাপাইয়া পড়ছেন। পিস্তলের গুলি শেষ হবার পর খালি হাতে হাতাহাতি করেছেন শত্রুর সাথে। শেষ নিশ্বাস পর্যন্ত দেশের জন্য যুদ্ধ করে গেছেন এই মেশিনগান চালক। মেশিনগানের কথা শুনলেই আমার খালি উনার কথা মনে পড়ে। সারা পৃথিবীতে উনার মত বীর খুব কমই খুজে পাওয়া যাবে। পদক নাই তাতে কি হইছে??? আমার হৃদয়ে উনি চির জাগ্রত.........
০৩ রা জানুয়ারি, ২০১০ সকাল ১০:১৬
সাধারণমানুষ বলেছেন: আমাদের ৯ মাসের যুদ্ধে কত যে বীর যোদ্ধা যে প্রান দিয়েছেন তার কোন হিসাব নাই ...। আপনি আমি হয়তো কিছু জানি আরো অনেকের নাম ঠিকানা কেউ জানে না।
২৬| ১০ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৩৭
হাম্বা বলেছেন: উনি কোন পদক বা সম্মাননা কিছুই পান না, সম্মাননা কথাটা কি সত্যি
১১ ই মার্চ, ২০১০ বিকাল ৫:২৯
সাধারণমানুষ বলেছেন: জানি না
২৭| ১৪ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৪৮
ধূসর মানচিত্র বলেছেন: অস্ত্রের ব্যবসা করবেন নাকি, করলে আসেন হাত মিলাই
১১ ই মার্চ, ২০১০ বিকাল ৫:২৪
সাধারণমানুষ বলেছেন: আসেন আসেন
২৮| ২২ শে এপ্রিল, ২০১০ ভোর ৫:৩১
সাইফ বাঙ্গালী বলেছেন: @সৌম্য ভাই: চেনা চেনা লাগে!!!
২২ শে এপ্রিল, ২০১০ সকাল ১০:৫৩
সাধারণমানুষ বলেছেন: হুমমমমম
২৯| ২২ শে এপ্রিল, ২০১০ সকাল ১১:২৩
ফেরারী... বলেছেন: ভাই, ভালো জিনিস দিছেন । কিন্তু এইগুলাই তো একটা দরকার...কই পাই
২১ শে মে, ২০১০ সন্ধ্যা ৭:৩১
সাধারণমানুষ বলেছেন: বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরী তে পাইবেন
৩০| ২০ শে মে, ২০১০ রাত ৯:৫৫
নাফ বলেছেন: ভাই আরও চাই..............কবে দিবেন ???????
২১ শে মে, ২০১০ সন্ধ্যা ৭:৩২
সাধারণমানুষ বলেছেন:
৩১| ২১ শে মে, ২০১০ দুপুর ১২:৫৭
রাষ্ট্রপ্রধান বলেছেন: মেঃ সৌম নাকি
২৩ শে জুলাই, ২০১০ সকাল ৭:১৯
সাধারণমানুষ বলেছেন: হইবার পারে
৩২| ২৪ শে জুন, ২০১০ সকাল ১১:৩৪
কাকপাখি ২ বলেছেন:
রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন:
আমাদের মুক্তিযুদ্ধের এক যোদ্ধা "মুজিবর রহমান"। উনি কোন পদক বা সম্মাননা কিছুই পান নাই। উনি তিনজন লাগে যেই মেশিনগান চালাইতে সেই মেশিনগান একাই চালাইছেন। সঙ্গী দুইজনরে সরাইয়া দিছেন। পুরা দলটারে উনি একা বাচাইছেন। এমুনিশান শেষ হবার পর কোমরের পিস্তল বের করে জয় বাংলা বলে শত্রুসৈন্যদের মাঝে ঝাপাইয়া পড়ছেন। পিস্তলের গুলি শেষ হবার পর খালি হাতে হাতাহাতি করেছেন শত্রুর সাথে। শেষ নিশ্বাস পর্যন্ত দেশের জন্য যুদ্ধ করে গেছেন এই মেশিনগান চালক। মেশিনগানের কথা শুনলেই আমার খালি উনার কথা মনে পড়ে। সারা পৃথিবীতে উনার মত বীর খুব কমই খুজে পাওয়া যাবে। পদক নাই তাতে কি হইছে??? আমার হৃদয়ে উনি চির জাগ্রত.........
আমাদের মুক্তিযুদ্ধের এক যোদ্ধা "মুজিবর রহমান"। উনি কোন পদক বা সম্মাননা কিছুই পান নাই। উনি তিনজন লাগে যেই মেশিনগান চালাইতে সেই মেশিনগান একাই চালাইছেন। সঙ্গী দুইজনরে সরাইয়া দিছেন। পুরা দলটারে উনি একা বাচাইছেন। এমুনিশান শেষ হবার পর কোমরের পিস্তল বের করে জয় বাংলা বলে শত্রুসৈন্যদের মাঝে ঝাপাইয়া পড়ছেন। পিস্তলের গুলি শেষ হবার পর খালি হাতে হাতাহাতি করেছেন শত্রুর সাথে। শেষ নিশ্বাস পর্যন্ত দেশের জন্য যুদ্ধ করে গেছেন এই মেশিনগান চালক। মেশিনগানের কথা শুনলেই আমার খালি উনার কথা মনে পড়ে। সারা পৃথিবীতে উনার মত বীর খুব কমই খুজে পাওয়া যাবে। পদক নাই তাতে কি হইছে??? আমার হৃদয়ে উনি চির জাগ্রত.........
--------------------------------------------------
যতদুর মনেপড়ে মুজিবর রহমান এর নাম বীরশ্রেষ্ঠ হিশাবে মননয়নের জন্য পেশ করা হয়েছিল, তৎকালীন সরকার গ্রহন করে নাই।
১৪ ই আগস্ট, ২০১০ দুপুর ১২:৪৪
সাধারণমানুষ বলেছেন: হুমমমম নতুন কিছু জানলাম
৩৩| ১৫ ই ডিসেম্বর, ২০১০ বিকাল ৩:২৯
বিদ্রোহী কান্ডারী বলেছেন: আমাদের কাধ থেকে ছোড়া স্বল্প পাল্লার বিমান বিধ্বংসী ক্ষেপনাস্ত্র QW-2 ছাড়া আর কোন দূর বা মাঝারী পাল্লার SAM নাই। আধুনিক যুদ্ধে এই QW-2 কোন কাজের জিনিস না।
২১ শে ডিসেম্বর, ২০১০ দুপুর ১২:৫৩
সাধারণমানুষ বলেছেন: কথা সত্য, আমাদের এন্টি এয়ারের ডিফেন্স এর অবস্থা বেশি ভালো নাহ ।
৩৪| ১৮ ই ডিসেম্বর, ২০১০ ভোর ৪:৫৪
পারাবত বলেছেন: ঘরকাতুরে বলেছেন: এরকম ফান্টাফুলাস্টিক অস্ত্র এদেশে উৎপাদিত হয়, জানা ছিলো না। তারমানে সেনাবাহিনী খালি বিলাসিতা আর বিডিআর মারে না। কিছু কামও করে। [/si
সেনা বাহিনির জন্য খারাপ লাগে, আমাদের গর্ব ছিল, কিন্টু আজ ল্যংরা, লুলা হয়ে গেছে
২১ শে ডিসেম্বর, ২০১০ দুপুর ১:০৩
সাধারণমানুষ বলেছেন: মাগার এই অবস্তার জন্য দায়ী কে ???
৩৫| ২০ শে মার্চ, ২০১৩ রাত ১০:৩৮
ঘুমন্ত আমি বলেছেন: দারুন একটা সিরিজ পেলাম ।
৩৬| ১৯ শে আগস্ট, ২০২৪ দুপুর ১২:৪২
পাইকার ১.১.২ বলেছেন: :]
©somewhere in net ltd.
১|
২৭ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:২৫
সায়েম মুন বলেছেন: সাধারণমানুষ তো বহুত কিছু জানে দেহি