নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ মানুষের জন্য |

নষ্ট অবতার

নষ্ট অবতার › বিস্তারিত পোস্টঃ

মানুষের গায়ের রং সাদা/কালো হয় কেন ?

০১ লা আগস্ট, ২০১৫ দুপুর ১:৩০

'মেলানিন' নামক এক রাসায়নিক রঞ্জক পদার্থের কারনেই মানুষের গায়ের রং বিভিন্ন হয় । যাদের ত্বকে মেলানিনের পরিমান বেশি থাকে তাদের গায়ের রং কালো হয় । অন্য দিকে যাদের ত্বকে মেলানিনের পরিমান কম, তাদের গায়ের রং কালো হয় ।
এখন প্রশ্ন হল, ইউরোপ, কানাডা, উত্তর আমেরিকা প্রভৃতি অঞ্চলের মানুষের গায়ের রং কেন সাদা, আফ্রিকার মানুষের গায়ের রং কেন কালো, আবার দক্ষিন আমেরিকানদের গায়ের রং কেন লালচে বাদামি ?
এর উত্তর হল প্রাকৃতিক নির্বাচন । চার্লস ডারউইন তার "On the Origin of Species" বইতে বলেছেন প্রকৃতিতে সব সময়ই "survival of the fittest" বা "সবচেয়ে যোগ্যের টিকে থাকা" নীতি অনুসৃত হয় । আফ্রিকান প্রখর উত্তাপময় অঞ্চলে রোদ থেকে বাচার জন্য মেলানিন ত্বকে সানস্ক্রিন হিসেবে কাজ করে । তাই প্রাকৃতিক নির্বাচন অনুযায়ি ঐ অঞ্চলে যে সব মানুষের গায়ে মেলানিনের পরিমাণ বেশি ছিল তারা বাড়তি সুবিধা ভোগ করেছে এবং হাজার হাজার বছরের পরিক্রমায় মেলানিন সমৃদ্ধ কালো মানুষেরাই আফ্রিকা জুড়ে টিকে আছে - যাকে বলে "Survival of the fittest" ।
অন্যদিকে যেসব অঞ্চলে সূর্যের প্রখর রোদ তেমন নেই, সে অঞ্চলের এমন ধরনের ত্বকই বেশি সুবিধা পাবে যা কম সূর্যের আলো থেকে সবচেয়ে বেশি ভিটামিন ডি শোষণ করতে পারবে । এজন্য এসব অঞ্চলে মেলানিন কম আছে এমন ধরনের মানুষই হাজার হাজার বছরের পরিক্রমায় টিকে আছে ।
তাই পৃথিবীতে কালো সাদা প্রভৃতি রংয়ের মানুষের সৃষ্টি শুধুমাত্র জিওগ্রাফিকাল অভিযোজনের কারনেই । আমাদের চোখে হয়ত কালোর চেয়ে সাদা ভালো লাগে বা সাদার চেয়ে কালো । কিন্তু আমাদের জন্য ভালো কোনটি তা প্রকৃতিই ঠিক করে দিয়েছে ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.