নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাযাবর হৃদয়

সাহারুল ইসলাম

যাযাবর হৃদয়

সাহারুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

সপ্ন আমার তা পূরণ করার দায়িত্বও আমার

০২ রা মে, ২০১৫ বিকাল ৪:১৯

ছোট বেলায় ঘুমের ভিতর অনেক হাবিজাবি ঘটনা দেখাতাম। বাবা-মা বা বড়দের সেই ঘটনা গুলি বললে তাহারা বলতেন এটা সপ্ন! আস্তে আস্তে যখন বড় হলাম, তখন বুঝলাম এগুলি জাগ্রত অবস্থায় অতিরিক্ত চিন্তার প্রতিফলন ছাড়া আর কিছুই না। সপ্নের সংজ্ঞা সবার কাছে একরকম হলেও সপ্নের ধরন প্রত্যেকের কাছেই ভিন্ন রকমের। আবার সবাই নিজ নিজ সপ্ন পূরণে সক্ষম হয় না। কেউ চেষ্টা না করেই ব্যর্থ, আবার অনেকে চেষ্টা করেই ব্যর্থ। কেউ শুধু সপ্ন দেখতেই ভালবাসে, আবার কেউ নিজ সপ্ন পূরণ করতে ভালোবাসে। অনেকেই আছে যারা ব্যর্থতার দায়ভার চাপিয়ে দেয় সমাজ ও পারিপার্শ্বিক অবস্থার উপর। আসলেই কি তাই? সমাজ ও পারিপার্শ্বিক অবস্থা আমাদের ব্যর্থতার জন্য দায়ী? না পুরাপুরি না আংশিক। আমাদের ব্যর্থতার জন্য ৭৫% আমরা দায়ী। সমাজ কাদেরকে নিয়ে? আমাদের নিয়ে। আমরাইতো রাষ্ট্র তৈরি করেছি। আমরাই রাষ্ট্রের উপাদান। কোন খারাপ সমাজ, কোন খারাপ পরিবেশ যদি হয়েই থাকে তাহলে তার জন্য আমি, আপনি,
আমরাই দায়ী। আর তা যদি আমাদের প্রাত্যহিক কাজের বাধা হয়, আমাদের সপ্ন পূরণে বাধা হয় সে জন্যে অনেকাংশে আমরাই দায়ী। আমরা সপ্ন দেখব কারন এটা আমাদের অধিকার। সপ্ন পূরণ করবো সকল বাধা বিপত্তি কে জয় করে। শুদ্রাতে হবে আমাদেরকেই।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.