![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনের কথাগুলি একটু গুছিয়ে বলার জন্যই অনেক সময় লেখার প্রয়োজন হয়। তাই বলে, সেটাকে শিল্পরুপ দান করা আমার কাজ নয়..........।।।
চলো হারিয়ে যাই, দূর সমুদ্রে
ঐ নীল সমুদ্র।
চলো তারা গুনি, মেঘলা আকাশে
ঐ সন্ধ্যা তারা।
চলো গান গাই, সবাই মিলে
ঐ পুরনো গানটা।
চলো বৃষ্টি নামাই, শরতের মেঘে
ঐ সন্ধ্যার বৃষ্টি।
চলো স্বপ্ন দেখি, দুচোখ বুজে
ঐ পূর্ণিমা রাতের স্বপ্ন।
চলো ভুলে যাই, স্মৃতি হারানোর মত
ঐ নীল সমুদ্র,
ঐ সন্ধ্যা তারা,
ঐ পুরনো গান,
ঐ সন্ধ্যার বৃষ্টি,
ঐ পূর্ণিমা রাতের স্বপ্ন।
২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৫৭
আরণ্যক রাখাল বলেছেন: ভাল লাগল মোটামুটি
©somewhere in net ltd.
১|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:২৪
কালের সময় বলেছেন: ভালো কাব্য লেখেছেন