![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনের কথাগুলি একটু গুছিয়ে বলার জন্যই অনেক সময় লেখার প্রয়োজন হয়। তাই বলে, সেটাকে শিল্পরুপ দান করা আমার কাজ নয়..........।।।
# ক্যালেন্ডারের পাতা উল্টানো খুবই শখের একটা কাজ ছিল ছোটবেলায়। এ কাজে এত সিরিয়াস ছিলাম যে মাঝে মাঝে মাস শেষের দুই এক আগেই কাজটি সেরে ফেলতাম। বছর শেষেই আবার নতুন বইয়ে পুরোনো ক্যালেন্ডারের পাতা গুলোকে মলাটের কাজে ব্যবহার করতে মোটেও দেরী করতাম না।
এখন আর ক্যালেন্ডারের সাথে অতটা যোগাযোগ নেই, যোগাযোগ নেই ঐ সময়টার সাথে। শুধু মনে পরে, ক্যালেন্ডারের পাতায় ছবি গুলো যত আকর্ষণীয় ছিল, ঐ জীবনটাও ততটাই সুন্দর ছিল।
#হৃদয়ে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ প্রবাহের গল্পটা আজকে সুদূর অতীত। সেখানটায় এখন দিগন্ত ছোঁয়া মেঘ।
কান পাতলে হয়ত শুনতে পাবে তোমার মাঝে বেঁচে থাকার প্রবল আর্তি।
# সময়ের সাথে নিজেকে এগিয়ে নিতে মানুষ পেছনের অনেক স্মৃতি ফেলে রেখে চলে যায়। কেউ কেউ আবার ঐ স্মৃতি কুড়িয়ে নিয়ে সময়ের বিপরীতেই হেঁটে চলে দিনের পর দিন।
অতঃপর, একদিন গোধূলী বেলায় উদ্দেশ্যহীন পথিক আকাশের দিকে তাকিয়ে দেখে বেলা শেষে সকল পাখিই তার আপন নীড়ে ফিরে যায়।
# চুপচাপ তোমাকে যতবার ভেবেছি, আড়াল থেকে যতবার দেখেছি,
ঐ চোখের চোড়াবালিতে প্রতিবার হারিয়েছি আমি।
# সত্যের সাথে সুন্দরের যেমন ঘনিষ্টতা, আত্মার সাথে অন্তরের ঠিক তেমনি। মানুষের বাহ্যিক সৌন্দর্য উপভোগ্য হলেও মিথ্যা, আর অপ্রকাশিত সৌন্দর্যের স্বাদ পেতে প্রয়োজন প্রখর অন্তর্দৃিষ্ট। কারন, কেউ সৃষ্টিশীল হয়ে জন্মায় না, তার দৃষ্টিভঙ্গিই তাকে সৃষ্টিশীলতার সাথে পরিচয় করিয়ে দেয়।
# প্রতিটা অনুভূতি এখনো জীবিত, শুধু চরিত্র গুলা কাল্পনিক।
প্রতিটা হাসি এখনো উজ্জ্বল, শুধু মুখখানি মলিন।
# আমি খেলা দেখলেই বাংলাদেশ বাজে খেলে। আজকে দুই ওভার দেখছিলাম। দুইটা আউট হইয়া গেল। তাই দিলাম ঘুম।
এক ঘুম এ ২৭৫
# একবারের জন্যেও চোখের পাতা এক না করে চেয়ে থাকাই অপলক দৃষ্টি।
বাক্যটি সার্থক। এর মৌলিক কারন - তুমি।
বাক্যটি সত্যিই সার্থক। কারন, আমার অযৌক্তিক দীর্ঘশ্বাসও - তুমি।
# এত রঙ, স্বপ্ন ও মোহময়তার মাঝে একটি ধূসর পুরোনো সাদাকালো ছবি হয়ে তোমার স্মৃতিতে এখনো আটকে আছি শুনে, এক নির্মোহ ভাল লাগার অনুভুতি ঘিরে আছে আমাকে।
# দেশে দুইটা জিনিষই আজকে খুব বেড়ে যাবার আশঙ্কা করা হচ্ছে।
১) সাম্প্রদায়িক সম্প্রীতি।
২) সার্ফ এক্সেলের চাহিদা। pacman emoticon
বসন্ত উৎসবের শুভেচ্ছা সবাইকে।
হ্যাপি হোলি এ্যভরিওয়ান
# নিয়মকে নিয়ম বলে ভেবে নেয়া খুব কঠিন,
যখন মনে হয় তুমি অনেক দূরে।
সম্পর্ককে সম্পর্ক বলে জানা খুব যন্ত্রনার,
যখন মনে হয় তুমি আমার কেউ না।
দূরত্বকে দূরত্ব বলে মেনে নেয়া অবাস্তব,
যখন মনে হয় ......... আমি ভালবাসি তোমায়।
# আমাদের ইতিহাসে পরাধীনতার মানে কখনোই কাপুরুষতা ছিল না, তাই স্বাধীনতার মানে উচ্ছৃঙ্খলতা হতে যাবে কেন।
স্বাধীনতার ডাক ছিল বাঙ্গালির মুক্তির ডাক, বাংলাদেশের সম্ভাবনার ডাক। কিন্তু, সেই দেশের মাটিতে যেন আজ পেট্রোল বোমার আগুন, জঙ্গিদের আস্ফালন, নাস্তিকদের উস্কানি আর বিনা বিচারে ক্রসফায়ারের মেলা বসেছে।
তবুও কেন জানি মনে হয়, সোনার বাংলার স্বপ্ন এখনো বেঁচে আছে।
# শূন্যে ভেসে বেড়াতে কার না ইচ্ছা হয়। কিন্তু শূন্যতায় ডুবে থাকার অদ্ভুত ইচ্ছাটা আমাকে মাঝে মাঝে খুব আকর্ষণ করে। তখন হয়ত উপেক্ষা করা বা এড়িয়ে যাবার ইচ্ছাটুকু হারিয়ে ফেলি।
এ যেন এক গানিতিক শূণ্যতা, বৈজ্ঞানিক অসাড়তা, জ্যামিতিক নিঃসঙ্গতা।
# তোমার খুব কাছে থাকার স্বপ্নটা প্রতিবারই বাস্তবতার বিশাল দুরুত্বের কাছে লজ্জাজনকভাবে হেরে যায়।
#রাষ্ট ব্যবস্থা যেখানে অকার্যকর, নাগরিক জীবন সেখানে সর্বদাই ঝুকিপূর্ণ।।
©somewhere in net ltd.