![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশের বাজারে আসছে টাইজেন অপারেটিং সিস্টেমের স্মার্টফোন জেড১। মঙ্গলবার রাজধানীর ওয়েস্টিন হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে হ্যান্ডসেটটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। টাইজেন হচ্ছে লিনাক্সভিত্তিক মুক্ত অপারেটিং সিস্টেম। গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের ওপর নির্ভরতা কমাতে টাইজেন অপারেটিং সিস্টেমনির্ভর ফোন তৈরি করছে স্যামসাং। টাইজেন প্ল্যাটফর্মের ফোন স্যামসাং জেড১’র ইউজার ইন্টারফেস ব্যবহারে বেশ সহজ। ১.২ গিগাহার্জ ডুয়েল কোর প্রসেসর ও ৪ জিবি র্যামের ডিভাইসটি দ্রুত কার্যক্রম সম্পন্নের নিশ্চয়তা দেয়। হ্যান্ডসেটটির ইন্টারনাল মেমোরি ৪ গিগাবাইট। মাইক্রোএসডি কার্ডের সাহায্যে এর মেমোরি সর্বোচ্চ ৬৪ গিগাবাইট পর্যন্ত বৃদ্ধি করা সম্ভব। ১০০ মার্কিন ডলারের কম দামের এই স্মার্টফোনটিতে থাকছে ৪৮০ বাই ৮০০পিক্সেল রেজুলেশনের চার ইঞ্চি ডিসপ্লে, পেছনে ৩.২ মেগাপিক্সেল ও সামনে ভিজিএ ক্যামেরা। ১.২ গিগাহার্টজ প্রসেসরের এই স্মার্টফোনটিতে র্যাম ৭৬৮এমবি। দুই সিম সুবিধার এই স্মার্টফোনটিতে থ্রিজি, ওয়াই-ফাই, ব্লটুথ সুবিধাও থাকছে.
দৈনিক বাংলার সংবাদ
©somewhere in net ltd.