নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহিন হোসেন

CEO, VACANCYBD

সাহিন হোসেন › বিস্তারিত পোস্টঃ

৭০ লাখ রুপির বাড়ির মালিক বানর!

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১৮

৭০ লাখ রুপি মূল্যমানের বাড়ির মালিক চুনমুন। এমনকি ব্যাংকে তার রয়েছে কয়েক লাখ রুপি। কিন্তু সে কোনো চেকে সই করতে পারে না। কেননা, সে কোনো মানুষ নয়, বানর। চুনমুন বাস করে ভারতের উত্তরপ্রদেশের রায়বেরেলিতে। সেখানে শীতাতপনিয়ন্ত্রিত কক্ষে থাকে সে। নিঃসন্তান সাবিস্তা ও ব্রজেশ দম্পতি উইল করে তাকে এই বিশাল সম্পত্তির উত্তরাধিকারী করেছে। সাবিস্তা বলেছেন, চুনমুনের মা তাকে জন্ম দিয়ে মারা যায়। এরপর আমরা তাকে নিয়ে আসি। চুনমুনকে নিজের সন্তানের আদরে পালন করি। তাদের বাড়িটি ‘চুনমুন বাড়ি’ নামে পরিচিত। চুনমুনের মানব বাবা-মা তার নামে এখন একটি ট্রাস্ট গঠনের চিন্তা করছেন, যেটি বানরদের কল্যাণে ব্যয় করা হবে। সাবিস্তার স্বামী ব্রজেশ এএনআইকে বলেছেন, আমার যখন থাকব না তখন এই অর্থ ঐসব বানরদের জন্য ব্যয় করা হবে, যারা মানুষের সঙ্গে বন্ধুত্বসুলভ এবং গাছ কাটার ফলে তারা বিপদগ্রস্ত হয়ে
বিস্তারিত

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.