নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আজকের কবিতা

কবিতা স্বাস্থের পক্ষে ক্ষতিকর । -পার্থ বসু

কবিতা পোস্ট

কবিতা স্বাস্থের পক্ষে ক্ষতিকর -পার্থ বসু ************************ আমি কবিতা লিখি না কবিতা পড়ি । আর প্রিয় কবিতা গুলো পোস্ট করার চেষ্টা করি । আর যাই করেন সামুর আধুনিক কিছু কবির সাথে আমাকে ঘুলিয়ে ফেলবেন না । ************************

কবিতা পোস্ট › বিস্তারিত পোস্টঃ

নির্ঝরের স্বপ্নভঙ্গ ---রবীন্দ্রনাথ ঠাকুর

০৩ রা এপ্রিল, ২০১১ বিকাল ৩:২২



নির্ঝরের স্বপ্নভঙ্গ

---রবীন্দ্রনাথ ঠাকুর



আজি এ প্রভাতে রবির কর

কেমনে পশিল প্রাণের পর,

কেমনে পশিল গুহার আঁধারে প্রভাতপাখির গান!

না জানি কেন রে এত দিন পরে জাগিয়া উঠিল প্রাণ।

জাগিয়া উঠেছে প্রাণ,

ওরে উথলি উঠেছে বারি,

ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারি।

থর থর করি কাঁপিছে ভূধর,

শিলা রাশি রাশি পড়িছে খসে,

ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল

গরজি উঠিছে দারুণ রোষে।

হেথায় হোথায় পাগলের প্রায়

ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায় -

বাহিরেতে চায়, দেখিতে না পায় কোথায় কারার দ্বার।

কেন রে বিধাতা পাষাণ হেন,

চারি দিকে তার বাঁধন কেন!

ভাঙ্ রে হৃদয়, ভাঙ্ রে বাঁধন,

সাধ্ রে আজিকে প্রাণের সাধন,

লহরীর পরে লহরী তুলিয়া

আঘাতের পরে আঘাত কর্।

মাতিয়া যখন উঠেছে পরান

কিসের আঁধার, কিসের পাষাণ!

উথলি যখন উঠেছে বাসনা

জগতে তখন কিসের ডর!



আমি ঢালিব করুণাধারা,

আমি ভাঙিব পাষাণকারা,

আমি জগৎ প্লাবিয়া বেড়াব গাহিয়া

আকুল পাগল-পারা।

কেশ এলাইয়া, ফুল কুড়াইয়া,

রামধনু-আঁকা পাখা উড়াইয়া,

রবির কিরণে হাসি ছড়াইয়া দিব রে পরান ঢালি।

শিখর হইতে শিখরে ছুটিব,

ভূধর হইতে ভূধরে লুটিব,

হেসে খলখল গেয়ে কলকল তালে তালে দিব তালি।

এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর,

এত সুখ আছে, এত সাধ আছে - প্রাণ হয়ে আছে ভোর।।



কী জানি কী হল আজি, জাগিয়া উঠিল প্রাণ -

দূর হতে শুনি যেন মহাসাগরের গান।

ওরে, চারি দিকে মোর

এ কী কারাগার ঘোর -

ভাঙ্ ভাঙ্ ভাঙ্ কারা, আঘাতে আঘাত কর্।

ওরে আজ কী গান গেয়েছে পাখি,

এসেছে রবির কর।।

মন্তব্য ১৪ টি রেটিং +৮/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা এপ্রিল, ২০১১ বিকাল ৩:৩৮

িরয়াজ মাহমুদ বলেছেন: আমার অনেক প্রিয় একটি কবিতা। ধন্যবাদ।

২| ০৩ রা এপ্রিল, ২০১১ বিকাল ৩:৪৬

কষ্ট - ১ বলেছেন: অসংখ্য ধন্যবাদ শেয়ার করার জন্য

৩| ০৩ রা এপ্রিল, ২০১১ বিকাল ৪:২০

ইলা বলেছেন: পুরো কবিতাটা মুখস্ত ছিল। ভুলে প্রায় গিয়েছিলাম। বার বার পড়ে ঝালাই করে নিলাম। অসংখ্য ধন্যবাদ।

৪| ০৩ রা এপ্রিল, ২০১১ বিকাল ৪:২৩

ইলা বলেছেন: দয়া করে একটা মন্তব্য মুছে দিন। ভুলে ডাবল ক্লিক পড়েছ।

২২ শে এপ্রিল, ২০১১ রাত ১০:২৩

কবিতা পোস্ট বলেছেন: মুছে দিলাম ।

আপনি বার বার পড়েছেন জেনে, ভালো লাগলো,

৫| ০৩ রা এপ্রিল, ২০১১ বিকাল ৪:২৩

মানবী বলেছেন: ভীষণ ভীষণ প্রিয় একটি কবিতা.. জীবনের অধিকাংশ সময় কবিতাটি পড়ার সাথে সাথে প্রতিটি শব্দ, প্রতিটি অক্ষর অনুভব করেছি.. আজ পড়তে গিয়ে মন খারাপ হলো...

"আমি জগৎ প্লাবিয়া বেড়াব গাহিয়া
আকুল পাগল-পারা।
কেশ এলাইয়া, ফুল কুড়াইয়া,
রামধনু-আঁকা পাখা উড়াইয়া,
রবির কিরণে হাসি ছড়াইয়া দিব রে পরান ঢালি।
শিখর হইতে শিখরে ছুটিব,
ভূধর হইতে ভূধরে লুটিব,
হেসে খলখল গেয়ে কলকল তালে তালে দিব তালি।
এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর,
এত সুখ আছে, এত সাধ আছে - প্রাণ হয়ে আছে ভোর।।"


-পংক্তিগুলো অন্তরের অন্তঃস্থল থেকে উচ্চারণ করতে চাইলেও অক্ষমতা গ্রাস করছে!!


কবিতাটি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

৬| ০৩ রা এপ্রিল, ২০১১ বিকাল ৫:০৫

কাউসার রুশো বলেছেন: ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারি।

কবিতাটি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ :)

৭| ০৩ রা এপ্রিল, ২০১১ রাত ১১:০৯

রেজওয়ান তানিম বলেছেন: এই কবিতাটা আমার অসম্ভর প্রিয় । এমন প্রিয় যে আমি কবিতা টা মাত্র পাচ বার পড়েই আমি মুখস্ত করে ফেলেছিলাম । আমার আবৃত্তির জন্যে এই কবিতাটা খুব ভাল লাগে ।

বলা চলে, এই কবিতাটা আমার কবি হবার প্রেরণা ।

৮| ০৪ ঠা এপ্রিল, ২০১১ রাত ১:৩০

িরয়াজ মাহমুদ বলেছেন: @তানিম সাহেব....আপনি কি স্বঘোষিত কবি?? নাকি অন্যে পেটায় না দেখে নিজের ঢোল নিজেই পেটাচ্ছেন?? :P :P
(বাকিদের জ্ঞাতার্থেঃ স্বঘোষিত কবি সাহেব আমার অতি ঘনিষ্ঠজন...অন্য কাউকে হেয় করার উদ্দেশ্যে কিছু বলি নাই) :#> :#>

৯| ০৪ ঠা এপ্রিল, ২০১১ রাত ২:১০

রেজওয়ান তানিম বলেছেন: আমি একজন আত্নস্বীকৃত কবি এবং আমার জন্যে এটাই যথেষ্ট রিয়াজ সাহেব । আপনার আর কিছু বলবার আছে ??

১০| ০৪ ঠা এপ্রিল, ২০১১ রাত ৩:১৯

শোশমিতা বলেছেন: সুন্দর !!
কবিতাটি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

১১| ০৪ ঠা এপ্রিল, ২০১১ রাত ৩:৩৪

চাঙ্কু বলেছেন: মেলা আগে পড়ছিলাম

১২| ০৫ ই এপ্রিল, ২০১১ সকাল ৯:১৩

এম, এস, হাসনাত বলেছেন: আমার প্রিয় কবিতা গুলোর একটি.... ধন্যবাদ

১৩| ৩০ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:১২

কামরুল হাসান জনি বলেছেন: সবার প্রিয় কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.