নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মিতালী

ড্রাগন ফ্লাই

ড্রাগন ফ্লাই › বিস্তারিত পোস্টঃ

৩২ তম স্পেশাল বিসিএস এর প্রশ্ন ও উত্তর // 32 th BCS Question with Answer 2012

১০ ই মার্চ, ২০১২ রাত ১২:১৪

সেট নম্বর -২

কোড: গোলাপ



১। মুসা ইব্রাহীম এভারেস্ট জয় করেন- ২০১০ সালের ২৪ মে

২। তামাবিল সীমান্তের সাথে ভারতের শহর- ডাউকি

৩। BRTC - Bangladesh Telecommunication Regulatory Commission

৪। বাংলাদেশের রেলওয়ের সর্ববৃহৎ কারখানা- সৈয়দপুরে

৫। বাংলাদেশের White Gold- চিংড়ী

৬। বাংলাদেশের কোন জেলাটি বাংলাদেশ-ভারত সীমান্তের মধ্যে নয়- কক্সবাজার

৭। সোনালিকা ও আকবর বাংলাদেশের কৃষি ক্ষেত্রে কিসের নাম- উন্নত জাতের গমের নাম

৮। আলোকিত মানুষ চাই-এটি কোন প্রতিষ্ঠানের শ্লোগান- বিশ্ব সাহিত্য কেন্দ্র

৯। বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ-প্রস্থের অনুপাত- ১০:৬

১০। কোন জেলায় চা-বগান বেশী- মৌলভী বাজার

১১। জজ সংখ্যার ভিত্তিতে বৃহত্তর মুসলিম রাস্ট্র- ইন্দোনেশিয়া

১২। রেডক্রসের সদর দপ্তর- জেনেভা

১৩। জুলিয়াস সীজার কেন বিখ্যাত- রোমান সম্রাট হিসেবে

১৪। পূর্ব তিমুরের রাজধানী- দিলি

১৫। নোবেল বিজয়ী তাওয়াচ্চুল কারমান কোন দেশের নাগরিক- ইয়েমেন

১৬। আমেরিকার চালক বিহীন গোয়েন্দা বিমান " স্টিল্থ ড্রোন" টি কি? - বোমারু বিমান চালিত

১৭। আটলানটিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে -- পানামা খাল

১৮। গ্রীণল্যান্ড -এর মালিকানা কোন দেশের ? -- ডেনমার্ক

১৯। গ্রেট হল কোথায় অবস্থিত ?-- চীন

২০। তাস কোন দেশের সংবাদ সংস্থা-- রাশিয়া

২১। মডেম এর মধ্যে যা থাকে তা হলো-- একটি মডুলেটর



টাইপ করতে করতে হাত ব্যথা করছে তাই ...........

তবে আপানারা চাইলে ৩২ তম স্পেশাল বিসিএস সব প্রশ্ন ও উত্তর আস্তে আস্তে আপডেট....করব.....আপনারা কি এ বিষয়ে Interested ????............




কেউ যদি ফ্রেশ একটা প্রশ্ন-পত্র স্ক্যান করে ব্লগে দেন তাহলে আমি সঠক উত্তরগুলো দাগিয়ে স্ক্যান করে পোষ্ট দিতাম....তাহলে সহজ হতো..কারো কাছে কি প্রশ্নের ফ্রেশ কপি আছে..?

মন্তব্য ১৩ টি রেটিং +১/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১০ ই মার্চ, ২০১২ রাত ১২:১৯

রাতের ট্রেন বলেছেন: sure bro. carry on.............

২| ১০ ই মার্চ, ২০১২ রাত ১২:৩১

সম্রাট হুমায়ুন বলেছেন: mobile থেকে ছবি তুলেআপলোড দেন। কষ্ট কম হবে।

১০ ই মার্চ, ২০১২ রাত ১২:৫০

ড্রাগন ফ্লাই বলেছেন: প্রশ্ন তো দাগা-দাগি করে শেষ......এটা থেকে স্ক্যান বা ছবি তোলা যাবে না....কেউ যদি ফ্রেশ একটা প্রশ্ন-পত্র ব্লগে দেন তাহলে আমি সঠক উত্তরগুলো দাগিয়ে স্ক্যান করে পোষ্ট দিতাম...।

৩| ১০ ই মার্চ, ২০১২ রাত ১২:৩৪

নািম সাকিব বলেছেন: অবশ্যই আগ্রহী। পরীক্ষা কেমন হল আপনার ? ফেসবুকে আছেন ?
আমার আইডি হল NAIM SAKIB.

৪| ১০ ই মার্চ, ২০১২ রাত ১২:৩৪

সম্রাট হুমায়ুন বলেছেন: ১৮। গ্রীণল্যান্ড -এর মালিকানা কোন দেশের ? -- ইংল্যান্

এটা তো মনে হয় ভুল উত্তর।

ডেনমার্ক হবে।

১০ ই মার্চ, ২০১২ রাত ১২:৪৫

ড্রাগন ফ্লাই বলেছেন: হ্যাঁ....ডেনমার্ক

৫| ১০ ই মার্চ, ২০১২ রাত ১২:৩৭

dream111rocks বলেছেন: ভাই স্ক্যান করে দেওয়া যায় না।

পরীক্ষা কেমুন দিলেন?

প্রশ্ন কেমন হয়েছে? সহজ/কঠিন/সহজ-কঠিন এর মাঝামাঝি

৬| ১০ ই মার্চ, ২০১২ রাত ১:১৯

সবুজ মানব বলেছেন: BRTC= Bangladesh Road & Transportation Corporation

১০ ই মার্চ, ২০১২ রাত ১:৩৩

ড্রাগন ফ্লাই বলেছেন: আপনার উত্তরও ঠিক কিন্তু প্রশ্নের উত্তরে Bangladesh Road & Transportation Corporation তো নেই....তাই সঠিক উত্তর হবে.....BRTC - Bangladesh Telecommunication Regulatory Commission এর ওয়েব সাইট দেখুন ... http://www.btrc.gov.bd/

৭| ১০ ই মার্চ, ২০১২ রাত ১:৩৯

কথক পলাশ বলেছেন: মডেমে মডুলেটর ডিমডুলেটর দুইটাই থাকে।

১০ ই মার্চ, ২০১২ রাত ২:০১

ড্রাগন ফ্লাই বলেছেন: হয়তো আপনারটাই ঠিক http://en.wikipedia.org/wiki/Modem - এখানে যা দেখলাম....। কিন্তু ওরাকল গাইডে শুধু মডুলেটর দেয়া....।

৮| ১০ ই মার্চ, ২০১২ রাত ১:৪৩

কথক পলাশ বলেছেন: ২ নাম্বার সেটের ইংরেজী অংশের ৮৫, ৮৬, ৮৭ ৮৮ ৯১ ৯৪ ৯৬ ৯৯ ১০০, এই কয়েকটার উত্তর দেয়া যাবে? আমি কনফিউজড।

৯| ১০ ই মার্চ, ২০১২ সকাল ১০:৫৪

মিজানুর রহমান বলেছেন: BTRC - Bangladesh Telecommunication Regulatory Commission

BRTC= Bangladesh Road & Transportation Corporation


কোনটা প্রশ্নে ছিল?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.