নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন দেখতে ভালোবাসি। চেষ্টা করি বাস্তবায়ন করতে।

স্পর্শহীন কিছুদিন

বয়সটা দিন দিন শুধু বাড়তেছে। ডিজিটাল বাংলাদেশের কথা শুইনা মরতে ইচ্ছা করতেছে না। হায় হায় ডিজিটাল বাংলাদেশ দেখতে পারমু তো!!!!??? [email protected]

স্পর্শহীন কিছুদিন › বিস্তারিত পোস্টঃ

ইউরো কাপ ২০১৬ ফাইনাল।

০৯ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:১০



দীর্ঘ এক মাসের ইউরো কাপ শেষ হতে চললো প্রায়। বাকী মাত্র একটি ম্যাচ। রোববার ইউরো কাপের স্বপ্নের ফাইনালে মুখোমুখি স্বাগতিক ফ্রান্স এবং পর্তুগাল।

সেমিফাইনালে প্রথমবারের মত মুখোমুখি হয়েছিল ওয়েলস এবং পর্তুগাল। দুদলের এ লড়াইটা অনেকটা রূপ নিয়েছিল বেল বনাম রোনালদোর লড়াইয়ে। সেটিতে শেষ পর্যন্ত রোনালদোরই জয় হয়েছে। ওয়েলসকে ২-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মত ইউরোর ফাইনালে পর্তুগাল। বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে ঘরের মাঠে রুখে দিয়ে অনেকটাই চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে আশাবাদী অ্যান্থনিও গ্রিজম্যানের ফ্রান্স। গ্রিজম্যানের একার কল্যাণেই মূলত ফাইনালে উঠেছে ফ্রান্স। জার্মানির বিপক্ষে ম্যাচে একাই দু গোল করে দলকে ২-০ গোলের জয় এনে দেন তিনি।

১০ জুন শুরু হওয়া এটি ইউরো কাপের ১৫তম আসর। ১৯৬০ সালের পর থেকে প্রতি ৪ বছর পর পর এই চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়ে আসছে। শুধুমাত্র ইউরোপের দেশগুলো এই চ্যাম্পিয়নশিপে অংশ নিতে পারে। এবারের ইউরো কাপের ফরম্যাটে ছিল বড় ধরণের পরিবর্তন। প্রথমবারের মত গ্রুপ পর্বে খেলে ২৪টি দল। ৪টি করে দল থাকবে ৬টি গ্রুপে। প্রতি গ্রুপ থেকে সেরা ২টি করে ১২টি দল যায় পরের পর্বে। এছাড়া, ছয় গ্রুপ থেকে সেরা ৪ তৃতীয় স্থানীয় দলও যোগ দেয় ১২ দলের সাথে অর্থাৎ মোট ১৬টি দল যায় পরের পর্বে। এরপর শুরু হয় নকআউট পর্বগুলো।

১৯৬০ এবং ১৯৮৪ সালের পর এই নিয়ে ৩য় বারের মত আসর আয়োজন করলো ফ্রান্স। মোট ১০টি ভেন্যুতে হয় সবগুলো খেলা। ফাইনাল হবে সেন্ট ডেনিসের ‘স্টাডে দে ফ্রান্স’-এ।

ফ্রান্স ২ বার ইউরো কাপ জিতেছে। বর্তমান চ্যাম্পিয়ন স্পেন যারা ৩ বার জিতেছে এই শিরোপা। এছাড়া জার্মানিও ৩ বার এই শিরোপা অর্জন করেছে।

এবারের ইউরো কাপের মাসকট হচ্ছে ‘সুপার ভিক্টর’। এটি ফ্রান্সের ফুটবল টিমের জার্সি পড়া একটি বাচ্চা সুপারহিরো। এবারের অফিশিয়াল ম্যাচ বল ‘ব্যুয়ো জ্যু’ উন্মোচন করেন জিনেদিন জিদান।

ফাইনালের সময়সূচি:
রবিবার ১০ জুলাই: বাংলাদেশ সময় রাত ১টা : ফ্রান্স বনাম পর্তুগাল ।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১০ ই জুলাই, ২০১৬ রাত ১২:৫১

কাগজের নাও বলেছেন: লাইভ খেলা দেখার কোন লিঙ্ক থাকলে যদি শেয়ার করতেন, খুব উপকৃত হতাম।

১০ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:১০

স্পর্শহীন কিছুদিন বলেছেন: ভালো কোন লিংক পেলে অবশ্যই দিবো।

২| ১০ ই জুলাই, ২০১৬ রাত ১:১৬

নিনজা টার্টল বলেছেন: আমি চাই ফ্রান্স চ্যাম্পিয়ন হোক,ওরা পুরা টূর্নামেন্ট পর্তুগালের চেয়ে অনেক ভাল খেলছে।এই ফ্রান্স টিমটা প্রচন্ড সম্ভাবনাময়,২০১৮ এর রাশিয়া ওয়ার্ল্ড কাপে ওদের সেরা টা দেখতে পাবেন; জিদানের টিমের পর এই টা বেস্ট ফ্রেন্চ টীম।
ইউরোর এতো ইতিহাস জানা ছিল না,অল্প কথায় দরকারি কিছু জানা গেল।
আপনি কি বিসিএস পরীক্ষার্থী?

১০ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:১৭

স্পর্শহীন কিছুদিন বলেছেন: বলেছেন: ২০০০ সালের পর থেকে ফ্রান্সের বড় কোন সাফল্য নেই। আজ যদি ফাইনাল জেতে তাহলে এটা হবে তাদের জন্য বড় পাওয়া। অন্যদিকে পর্তুগাল একবারও ইউরো ট্রফিতে হাত বুলাতে পারিনি। দেখা যাক কার ভাগ্যে আছে ট্রফিটা।

আমি কিন্তু জার্মানির সার্পোটার ছিলাম।


না ভাই খেলার প্রতি দুর্বলতা থেকে এই সব তথ্য আর স্পোর্টস রির্পোট পড়লে জানা যায়। আমি বিসিএস পরীক্ষার্থী না। একটা প্রাইভেট চাকুরী করে পেট চালাচ্ছি।

ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.