![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বয়সটা দিন দিন শুধু বাড়তেছে। ডিজিটাল বাংলাদেশের কথা শুইনা মরতে ইচ্ছা করতেছে না। হায় হায় ডিজিটাল বাংলাদেশ দেখতে পারমু তো!!!!??? [email protected]
মহাকাশে, ক্ষুদ্রাকৃতির স্যাটেলাইট উৎক্ষেপণের যৌথ উদ্যোগ নিয়েছে, বাংলাদেশ ও জাপানের দু'টো বিশ্ববিদ্যালয়। আগামী মার্চে এটি মহাকাশে যেতে পারে। স্যাটেলাইটটি জাপান থেকে উৎক্ষেপণ হলেও, বাংলাদেশে বসে এটি নিয়ন্ত্রণ করবে এদেশের শিক্ষার্থীরা।
ব্র্যাক ইউনিভার্সিটির তিন শিক্ষার্থী কাফি, মাইসুন ও অন্তরা জাপানে স্যাটেলাইট উৎক্ষেপণের বিষয়ে উচ্চতর ডিগ্রী অর্জনের পাশাপাশি স্যাটেলাইট তৈরি এবং তা উৎক্ষেপণের লক্ষ্যে নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে। আশা করা হচ্ছে, আগামী ২০১৭ সালের মে মাসে তাদের তৈরী স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করা সম্ভব হবে। এ লক্ষ্যে বুধবার জাপানের কিউসু ইন্সটিটিউট অব টেকনোলজি (কেআইটি) এবং বাংলাদেশের ব্র্যাক ইউনিভার্সিটির মধ্যে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের প্রথম ন্যানো স্যাটেলাইট প্রকল্পের চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
ব্র্যাক ইউনিভার্সিটির জিডিএলএন সেন্টারে অনুষ্ঠিত কনফারেন্সে উপাচার্য প্রফেসর সৈয়দ সাদ আন্দালিব এবং কেআইটির প্রফেসর মেংগু চো নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।
ন্যানো স্যাটেলাইটে বাংলাদেশও হবে একটি উজ্জ্বল নাম - এমন মন্তব্য করেন জাপানের কিউসু ইন্সটিটিউট অব টেকনোলজির (কেআইটি)ল্যাবরেটরি অব স্পেসক্র্যাফট এনভায়রনমেন্ট ইন্টের্যাবকশন ইঞ্জিনিয়ারিংয়ের সাবেক সহকারি অধ্যাপক ড. আরিফুর রহমান খান। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের টেক্সাস ইউনিভার্সিটিতে সহকারি অধ্যাপক হিসেবে কর্মরত। বাংলাদেশের জন্য ন্যানো-স্যাটেলাইট খুবই লাভজনক হবে বলে মনে করেন ড. আরিফ। এর মাধ্যমে দেশের আবহাওয়া পর্যবেক্ষণ, কৃষি ও দুর্যোগ ব্যবস্থাপনাসহ আরও বিভিন্ন খাতে এর ব্যবহার ব্যাপক অগ্রগতি আনবে বলে মনে করেন তিনি।
১১ ই জুলাই, ২০১৬ দুপুর ২:৫৬
স্পর্শহীন কিছুদিন বলেছেন: আমাদের জন্য অবশ্যই সুসংবাদ।
২| ১১ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:১২
এম্বিগ্রামিষ্ট জুলিয়ান বলেছেন: here is the link of another post about it.
১১ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:৫০
স্পর্শহীন কিছুদিন বলেছেন: ধন্যবাদ।
৩| ১১ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:০৬
বিজন রয় বলেছেন: ভাল কাজ।
এগিয়ে চলুক প্রিয় দেশ একটু একটু করে।
১১ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:১০
স্পর্শহীন কিছুদিন বলেছেন: হ্যা আমরা তো স্বপ্ন দেখি, স্বপ্ন নিয়ে বাঁচি। দেশ এগিয়ে যাক উন্নতির চরম শিখরে।
৪| ১২ ই জুলাই, ২০১৬ দুপুর ১:৫০
শায়মা বলেছেন: অনেক অনেক ভালো একটা সংবাদ ভাইয়া!!!!!!!!
১২ ই জুলাই, ২০১৬ দুপুর ১:৫৩
স্পর্শহীন কিছুদিন বলেছেন: হুম ।
ভ্রমণ কাহিনীটা কেমন হয়েছে জানা হলো না।
©somewhere in net ltd.
১|
১১ ই জুলাই, ২০১৬ দুপুর ২:২৯
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: সুসংবাদ।