![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্থান কাল পাত্র বিশেষে সবই পরিবর্তন হচ্ছে, পরিবর্তন হচ্ছে মানুষ আর মানুষিকতা কিছুটা জীবনমানও বটে, তবে পরিবর্তন হচ্ছে না চিরাচরীত এবং প্রচলিত 70 বছরের নির্বাচনী নীতিমালা এবং ধারাবাহিক কৌশলও। অভাক হই তখন যখন চোখের সামনে সকল কিছুই ডিজিটাল হয়। কিন্তু হতভাগও হই তখন যখন দেখি ডিজিটালের সাথে নির্বাচনের কোন মিল বা সম্পর্কযুক্ততা নেই। তবে নির্বাচন মানে কি? আমি মনে করি নির্বাচন মানেই একটি জনকল্যান চুক্তি। যারা প্রার্থী হন তারা জনগনের সেবার লখ্যে একটি চুক্তিতে নিজেকে আবদ্য করেন। জনগনের সেবা করার চুক্তিতে যখন সকলেই আবদ্য হতে চায় কিছুটা অনুভূতিশূলভ ভাল লাগে তখনই। আবার তখনই বেশি খরাপ লাগে যখন নির্বাচনের গুরুত্বপূর্ণ সময় গুলোতে মানুষের জীবনের কোন মূল্যই থাকে না কারন ভোট কেন্দ্রে হয় হামলা, মারামারি,মামলা, ভোট নেওয়ার পরিবর্তে হয় রক্ত নেওয়া। যেন সাধারন মানুষের জীবন দানের লিলা খেলা চলছে। যারা মানুষ সেবায় চুক্তি করে তারা প্রথম দফাতেই সফলভাবে ব্যর্থ হয়। পুলিশ, আইন, মামলা, এগুলি সব সাজানো এক ফরমূলা কারন অপরাধ করলেউ তারা সাভাবিক আইনি যুক্তিকতার মাধ্যমেই মুক্তি পায়। সব কিছুর পরও যখন ফলাফলের সময় আসে তখনও দেখি অভিযোগ আসে প্রিজাইডিং অফিসারের দুর্নীতি আর ঘুষের বিষয়ে। আমরা সাধারন মানুষেরা কিছুই বুঝিনা তবুও আমরা এসব ব্যপারে কিছুটা পাগল এবং উম্মাদ কারন আমরা বুঝিনা তবুও এমন ফাদে পা দিয়ে বার বার নিজেরাই ঠকি। যে ঠকার অফুরন্ত কষ্ট এতিম, বিদুভাবৃদ্ধ বা বৃদ্ধা এবং অসহায় বিখোকদের মাঝেই থেকে যায়। আমি চিরাচরিত নিয়মের কোন পরিবর্তন চাচ্ছি না আমি চাচ্ছি শুধু নিয়মের আরো একটু সহজ লভ্যতা। যেই নিয়মের মাধ্যমে উপযুক্ত ব্যাক্তিও সেবা করার সুযোগ পাবে, আবার জনগনও ঘরে বসেই নিশ্চিনতায় ভোট দিতে পারবেন। আমি বলছি কম্পিউটার এবং ইন্টারনেট এবং ই-বুটিংএর কথা এখানে কোন লাইফ রিক্স নাই আছে লাইফ লাইন। আমরা যারা আধুনিক ছেলে মেয়েরা আধুনিক শিখায় শিখিত হচ্ছি এবং প্রনোদিত হচ্ছি সেখেত্রে নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ বিষয়টাও কাগজ কলমের পদ্ধতি বাতিল করে ডিজিটাল পদ্দতিতে আধুনিকায়ন করা উচিত। যেহেতু সকল কাজই ডিজিটালের মাধ্যেমে সম্পন্ন হচ্ছে। এতে করে যে সুবিধাগুলি পাওয়া যাবে তা হলোঃ নির্বাচনে ভোট দানে কোন ঝুকি থাকবে না, হবে নির্ভূল গণনা, নিশ্চিত হবে ভোটাদিকার।
ডিজিটাল পদ্ধতিতে নির্বাচন করার আবেদনের জন্য মূল উদ্দেষ্য হচ্ছে সারাদেশে যত নির্বাচনই হোক না কেন একটা লাইফও ঝড়ে পরবে না। বিশৃংখলা হবে না। সন্ত্রাস হবে না। মামলা হবে না। অর্থও বাঁচবে এবং সকলের ভোটও নিশ্চিত হবে ইত্যাদি। আরো আমি মনে করি জনগণনার খেত্রে নিভূল ভূমিকা রাখবে যা পরবর্তী ভাজেট ও ইত্যাদি সুবিধা পেয়ে থাকবেন প্রেসিডেন্ট রাষ্ট্র পরিচালনার জন্য।
©somewhere in net ltd.