নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাইফ মানসুর

সাইফ মানসুর › বিস্তারিত পোস্টঃ

সাবধান! আপনার কম্পিউটারের তথ্য চুরি হচ্ছে না তো?

২৭ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:২৩

বর্তমানে আমরা অনেকেই বাড়িতে ইন্টারনেট কানেকশান ব্যাবহার করছি কিন্তু সবার পক্ষে বাড়িতে ইন্টারনেট কানেকশান নেওয়া সম্ভব হয় না, সেক্ষেত্রে তারা দ্বারস্থ হয় কোন সাইবার কাফে তে অথবা কোন বন্ধুর বাড়িতে। কিন্তু সেক্ষেত্রে আপনার গোপন তথ্য গুলো গোপন থাকছে তো? কিংবা আপনার নিজের কম্পিউটারেই তথ্যগুলো কতটা নিরাপদ?



মানে বর্তমানে নথি পাচার বা তথ্য চুরির পক্রিয়া কে অন্য মাত্রা দিয়েছে keylogger । keylogger এমন এক প্রকার সফটওয়্যার যেটি কোন কম্পিউটার এ ইন্সটল থাকলে আপনি কম্পিউটার এ যা কিছু টাইপ করছেন সব ইগোপনে সে একটি ফাইলে এ সেভ করে রাখে।পরবর্তী সময়ে কম্পিউটার ব্যাবহারকারি সহজেই সেই গোপন তথ্য পেয়ে যাবেন। অর্থাৎ ধরুন কোন কম্পিউটার এ keylogger ইন্সটল করা আছে আর আপনি সেটি না জেনে সেই কম্পিউটার দিয়ে আপনার email id access করলেন । ব্যাস আপনার password টি computer owner পেয়ে গেলেন। অর্থাৎ password বা bank account সহ আপনার যে কোন গোপনdata আপনি অন্যের হাতে তুলে দিচ্ছেন আপনার অজান্তেই। কিন্তু ভয় দেখিয়ে আমি আপনাদের ছেড়ে দেব না। আপনারা জানেন আমি কোন problem নিয়েআলোচনা করলে তার solution ও বলে দিই। এক্ষেত্রে আমি আপনাদের সামনে কতগুলো anti keylogger সফটওয়্যার এর নাম দিলাম যেগুলো ব্যাবহার করে আপনি keylogger এর হাত থেকে মুক্তি পাবেন।

keylogger সম্বন্ধিত কিছু জিজ্ঞাস্যঃ

প্রশ্ন: keylogger কে antivirus কিdetect করতে পারে না?

উত্তর: ২০১০ থেকে প্রায় সব internetsecurity বা total security ই keylogger কে virus হিসাবে detect করতে পারে।

প্রশ্ন: তবে anti keylogger এর প্রয়োজন টা কি?

উত্তর: যে computer এ kylogger ইন্সটল করে রাখবে সে নিশ্চয়ই চাইবে না যে antivirus বা security software কখনই keylogger কে virus হিসাবে detect করে user এর দৃষ্টি আকর্ষণ করুক এবং user কে সতর্কবার্তা দিক তাই সে keylogger কে Exclusionএই ফেলে রাখবে।

প্রশ্ন: Exclusion কি ?

উত্তর: Exclusion হল কোন ফাইল যাতে user জানে virus আছে, সেই file টিকে antivirus এর চোখ এ জর করে safe দেখানো যাতে antivirus বা security সফটওয়্যার virus file টি কে virus হিসাবে detect না করে।

নিচে কতগুলো anti keylogger এর নাম দেওয়া হল

Zemana AntiLogger

DataGuard AntiKeylogger Ultimate

GuardedID Premium

আশা করছি আপনি আপনার গোপন data গোপনই রাখবেন।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৭ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:৪৬

ব্রক্ষ্মপূত্র বলেছেন: চুরি হইলে হউক। আমার তথ্য নিয়া বাংলাদেশে কেউ যদি কোটিপতি হইয়া যায় যাউকগা। এমনিতেই বিয়ার চিন্তায় অস্থির আছি, মাথার সব চুল পইড়া যাইতাছে আর কেডা আমার পাসওয়ার্ড নিয়া গেল হের পিছনে দৌড়ামু। খায়া কাম নাই, কতগুলা গান ছাড়া আর কিছুই নাই গান বড়লোক হইয়া যাউক।

২৭ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:৫০

সাইফ মানসুর বলেছেন: মজা পাইলাম

২| ২৭ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:৫৬

রিমন রনবীর বলেছেন: হেহে ব্রক্ষ্মপূত্র তাইলে মনে করেন আপনার পাসওয়ার্ড আমি চুরি কইরা ফালাইছি। এইবার আপনার নিকটা আমারে দিয়া দেন ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.