নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার যা আছে সেসব মোটামুটি সবারই থাকে। তবে একটা বিশেষ কিছু বলার আছে আর তা হল আমি সুখী মানুষ।

সাইফ নিশাদ.

নিজেকেকবি হবার সখ সেই ছোটবেলা থেকেই। তখন ভাবতাম আমার একটা ঝোলা থাকবে, তাতে এলোমেলো কিছু কাগজ আর হরেক রঙা কলম থাকবে, তা দিয়ে লিখবো রঙবেরঙের লেখা। ঘুরে বেড়াব মাঠ ঘাট পথে প্রান্তরে। আস্তে আস্তে বড় হবার সাথে সাথে দায়ীত্ববোধ আর সাংসারিক ঝামেলায় হারিয়ে ফেলেছি আমার জীবনের সবচেয় বড় স্বপ্নটি। ধুলো জমে জমে সেই কবে হারিয়ে গেছে আমার স্বপ্ন শহর বুঝতেই পারিনি। এখন আমার অনেক সময়, তাইতো খুন্তি কোদাল নিয়ে খুঁড়ে চলেছি আমার স্বপ্ন শহর টাকে, জানি খুঁড়তে খুঁড়তে ঠিক একদিন আমার স্বপ্ন শহর পেয়ে যাব আর মানুষ তখন জানবে আমার সভ্যতা, আমার সংস্কৃতি, জানি তখনি হয়ত তোমরা আমায় কবি বলে সম্বোধন করবে। দারিদ্রতার সাথে আমার বসবাস তাই ইচ্ছথাকা সত্ত্বেও সুখ পাইনি কখনো তাইতো লেখার ভেতর খুঁজে ফিরি সুখ নামক সূক্ষ্ম অনুভূতিগুলোকে।

সাইফ নিশাদ. › বিস্তারিত পোস্টঃ

ভালবাসার সাতকাহন

৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:০৯

যাচ্ছ?
তবে যাও।
এলোমেলো পদধুলো,
ছড়ানো ছেটানো স্পর্শগুলো,
তোমার আমার যৌথ স্বপ্ন
এসবের কি হবে?
রাগ করলে?
থাক তাহলে
পিছু ডাকবো না
জানি জলের পতন দেখতে
একবার হলেও ফিরে তাকাবে।
জেনো ওটাই হবে আমার
ভালবাসার সাতকাহন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.