![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজেকেকবি হবার সখ সেই ছোটবেলা থেকেই। তখন ভাবতাম আমার একটা ঝোলা থাকবে, তাতে এলোমেলো কিছু কাগজ আর হরেক রঙা কলম থাকবে, তা দিয়ে লিখবো রঙবেরঙের লেখা। ঘুরে বেড়াব মাঠ ঘাট পথে প্রান্তরে। আস্তে আস্তে বড় হবার সাথে সাথে দায়ীত্ববোধ আর সাংসারিক ঝামেলায় হারিয়ে ফেলেছি আমার জীবনের সবচেয় বড় স্বপ্নটি। ধুলো জমে জমে সেই কবে হারিয়ে গেছে আমার স্বপ্ন শহর বুঝতেই পারিনি। এখন আমার অনেক সময়, তাইতো খুন্তি কোদাল নিয়ে খুঁড়ে চলেছি আমার স্বপ্ন শহর টাকে, জানি খুঁড়তে খুঁড়তে ঠিক একদিন আমার স্বপ্ন শহর পেয়ে যাব আর মানুষ তখন জানবে আমার সভ্যতা, আমার সংস্কৃতি, জানি তখনি হয়ত তোমরা আমায় কবি বলে সম্বোধন করবে। দারিদ্রতার সাথে আমার বসবাস তাই ইচ্ছথাকা সত্ত্বেও সুখ পাইনি কখনো তাইতো লেখার ভেতর খুঁজে ফিরি সুখ নামক সূক্ষ্ম অনুভূতিগুলোকে।
আমি সে পথ চিনি,
দারিদ্র্যতার চুর্ণ যেখানে অনুশীলন করে
পক্ষপাতিত্বের।
আমি নির্দ্বিধায় ধারণ করতে পারি ধুমলবর্ণ-
আগ্নেয়গিরির চড়চড় শব্দকে ভাবতে পারি
সদ্য ভোরের কাকের ডাকসম।
মুহুর্তেই বের হয়ে আসতে পারি
জটপাকানো কেন্দ্রীভূত চুড়ান্ত বৃত্তপথ হতে,
ভৎসনাপ্রাপ্ত বাক্সবন্দী আলজিভ হাতে করে
পার হতে পারি ছাপ্পান্ন হাজার বর্গমাইল।
আমার মাও তাই পারতেন।
©somewhere in net ltd.