![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজেকেকবি হবার সখ সেই ছোটবেলা থেকেই। তখন ভাবতাম আমার একটা ঝোলা থাকবে, তাতে এলোমেলো কিছু কাগজ আর হরেক রঙা কলম থাকবে, তা দিয়ে লিখবো রঙবেরঙের লেখা। ঘুরে বেড়াব মাঠ ঘাট পথে প্রান্তরে। আস্তে আস্তে বড় হবার সাথে সাথে দায়ীত্ববোধ আর সাংসারিক ঝামেলায় হারিয়ে ফেলেছি আমার জীবনের সবচেয় বড় স্বপ্নটি। ধুলো জমে জমে সেই কবে হারিয়ে গেছে আমার স্বপ্ন শহর বুঝতেই পারিনি। এখন আমার অনেক সময়, তাইতো খুন্তি কোদাল নিয়ে খুঁড়ে চলেছি আমার স্বপ্ন শহর টাকে, জানি খুঁড়তে খুঁড়তে ঠিক একদিন আমার স্বপ্ন শহর পেয়ে যাব আর মানুষ তখন জানবে আমার সভ্যতা, আমার সংস্কৃতি, জানি তখনি হয়ত তোমরা আমায় কবি বলে সম্বোধন করবে। দারিদ্রতার সাথে আমার বসবাস তাই ইচ্ছথাকা সত্ত্বেও সুখ পাইনি কখনো তাইতো লেখার ভেতর খুঁজে ফিরি সুখ নামক সূক্ষ্ম অনুভূতিগুলোকে।
সবুজের পথে, ধূপছায়া রথে-
একপা দুপা এগোই।
মাটির বুকে পরম সুখে-
দাঁড়িয়ে আছে সেগই।
একটু দূরে মধুর সুরে-
বাজে পোড়া বাশি?
সিঁদুর সাঁঝে, গোধূলী মাঝে-
লাজুক রাঙ্গা হাসি।
ঐত সেথায়, প্রদীপ যেথায়-
জোছনাতে হার মানে।
একফালি চাঁদ, আলোকিত রাত-
মনের বাসনা জানে।
গাছের পরে, পথের ধারে-
নীলচে চাদের চাতাল।
মাঠ ছুঁয়েছে, বন ছুয়েছে-
আমায় করেছে মাতাল।
ধুধু নদী চর, মাটি লেপা ঘর-
ললিতা দিঘীর তীরে,
প্রতি জোছনায় মন বলে হায়-
আবার আসিব ফিরে।
আমি আবার আসিব ফিরে।
©somewhere in net ltd.