নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার যা আছে সেসব মোটামুটি সবারই থাকে। তবে একটা বিশেষ কিছু বলার আছে আর তা হল আমি সুখী মানুষ।

সাইফ নিশাদ.

নিজেকেকবি হবার সখ সেই ছোটবেলা থেকেই। তখন ভাবতাম আমার একটা ঝোলা থাকবে, তাতে এলোমেলো কিছু কাগজ আর হরেক রঙা কলম থাকবে, তা দিয়ে লিখবো রঙবেরঙের লেখা। ঘুরে বেড়াব মাঠ ঘাট পথে প্রান্তরে। আস্তে আস্তে বড় হবার সাথে সাথে দায়ীত্ববোধ আর সাংসারিক ঝামেলায় হারিয়ে ফেলেছি আমার জীবনের সবচেয় বড় স্বপ্নটি। ধুলো জমে জমে সেই কবে হারিয়ে গেছে আমার স্বপ্ন শহর বুঝতেই পারিনি। এখন আমার অনেক সময়, তাইতো খুন্তি কোদাল নিয়ে খুঁড়ে চলেছি আমার স্বপ্ন শহর টাকে, জানি খুঁড়তে খুঁড়তে ঠিক একদিন আমার স্বপ্ন শহর পেয়ে যাব আর মানুষ তখন জানবে আমার সভ্যতা, আমার সংস্কৃতি, জানি তখনি হয়ত তোমরা আমায় কবি বলে সম্বোধন করবে। দারিদ্রতার সাথে আমার বসবাস তাই ইচ্ছথাকা সত্ত্বেও সুখ পাইনি কখনো তাইতো লেখার ভেতর খুঁজে ফিরি সুখ নামক সূক্ষ্ম অনুভূতিগুলোকে।

সাইফ নিশাদ. › বিস্তারিত পোস্টঃ

খড়কুটোরা

৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:২৯

(১)
আমার জাগা রাত্রিগুলো
কিংবা দিনের কল্পধুলো
তাতে, ছাই পড়েছে ছাই,
শপথ করে বলতে পারি
শুভ্রবসনা অবুঝ নারী
কোথাও তুমি নাই।

(২)
খুব মনে আছে ঠিক রোদ্দুর পাছে
মেঘ বৃষ্টির খেলা,
জল ভ্রমনের পরেই তোমার শুন্য ঘরেই
আমার বৃষ্টি বেলা।

(৩)
শ্রাবনের ডাকে ঘর ছেড়েছি।
ভুলে গেছি বাড়ি ফেরার পথ।

(৪)
উপচে পড়া জলের রোদন
ঠিক পৌছায় না জলাধার পর্যন্ত।
আবেগকেন্দ্রিক জলোচ্ছাসের অট্টরোল
বরাবরের মতন ব্যর্থ হয়,
পরাজয় মেনে নেয়ার গুণ কেউ শিখে নিক তার কাছ হতে।

(৫)
একজোড়া দুল
খোঁপা ভরা ফুল-
কাঁচা রঙ গায়,
রোজ রাতে আসে
টোল ফেলে হাসে
বল তারে ভোলা যায়?

(৬)
হাতখানি মেলে দাও
ছুঁয়ে দিয়ে বলি,
সপ্ন চাতক হয়ে তোমার
বিষাদ প্রেমেতে চলি।

(৭) আমি তোমার বাবুই হতে চাই,
বাবুই হয়ে বুনে দেবো তোমার নীড়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.