নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার যা আছে সেসব মোটামুটি সবারই থাকে। তবে একটা বিশেষ কিছু বলার আছে আর তা হল আমি সুখী মানুষ।

সাইফ নিশাদ.

নিজেকেকবি হবার সখ সেই ছোটবেলা থেকেই। তখন ভাবতাম আমার একটা ঝোলা থাকবে, তাতে এলোমেলো কিছু কাগজ আর হরেক রঙা কলম থাকবে, তা দিয়ে লিখবো রঙবেরঙের লেখা। ঘুরে বেড়াব মাঠ ঘাট পথে প্রান্তরে। আস্তে আস্তে বড় হবার সাথে সাথে দায়ীত্ববোধ আর সাংসারিক ঝামেলায় হারিয়ে ফেলেছি আমার জীবনের সবচেয় বড় স্বপ্নটি। ধুলো জমে জমে সেই কবে হারিয়ে গেছে আমার স্বপ্ন শহর বুঝতেই পারিনি। এখন আমার অনেক সময়, তাইতো খুন্তি কোদাল নিয়ে খুঁড়ে চলেছি আমার স্বপ্ন শহর টাকে, জানি খুঁড়তে খুঁড়তে ঠিক একদিন আমার স্বপ্ন শহর পেয়ে যাব আর মানুষ তখন জানবে আমার সভ্যতা, আমার সংস্কৃতি, জানি তখনি হয়ত তোমরা আমায় কবি বলে সম্বোধন করবে। দারিদ্রতার সাথে আমার বসবাস তাই ইচ্ছথাকা সত্ত্বেও সুখ পাইনি কখনো তাইতো লেখার ভেতর খুঁজে ফিরি সুখ নামক সূক্ষ্ম অনুভূতিগুলোকে।

সাইফ নিশাদ. › বিস্তারিত পোস্টঃ

সুখোসন্ধানে

৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৩৪

পথের নেশায় বুদ সম্মুখে অমানিশা
খুঁজে চলি নিত্য আপন পথের দিশা,
ভুলচুক পেরিয়ে যে পথে যাই
প্রাতঃ হতে সান্ধ্য পথেই পথ হারাই।

আলোআধাঁরীর খেলায় যখন রাত্রি মাতে
কখনো ইচ্ছে, কখনো হেলায় নতজানু হই তাতে,
তবু এ মর্তে আশায় বাঁধি বুক
এ পথেই হারাই প্রেম, এ পথেই আমার সুখ।

হামাহুড়ি দেয় ভোরের শিশির ক্লান্ত রাত্রি শেষে-
আঁধারের বুকে পিদিম জ্বালে সূর্য বীরের বেশে,
এমনি সব নতুন দিন আঁধারেই ডুবে যাবে
পথে পথেই সুখোসন্ধানে সমগ্রকাল হারাবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.