![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজেকেকবি হবার সখ সেই ছোটবেলা থেকেই। তখন ভাবতাম আমার একটা ঝোলা থাকবে, তাতে এলোমেলো কিছু কাগজ আর হরেক রঙা কলম থাকবে, তা দিয়ে লিখবো রঙবেরঙের লেখা। ঘুরে বেড়াব মাঠ ঘাট পথে প্রান্তরে। আস্তে আস্তে বড় হবার সাথে সাথে দায়ীত্ববোধ আর সাংসারিক ঝামেলায় হারিয়ে ফেলেছি আমার জীবনের সবচেয় বড় স্বপ্নটি। ধুলো জমে জমে সেই কবে হারিয়ে গেছে আমার স্বপ্ন শহর বুঝতেই পারিনি। এখন আমার অনেক সময়, তাইতো খুন্তি কোদাল নিয়ে খুঁড়ে চলেছি আমার স্বপ্ন শহর টাকে, জানি খুঁড়তে খুঁড়তে ঠিক একদিন আমার স্বপ্ন শহর পেয়ে যাব আর মানুষ তখন জানবে আমার সভ্যতা, আমার সংস্কৃতি, জানি তখনি হয়ত তোমরা আমায় কবি বলে সম্বোধন করবে। দারিদ্রতার সাথে আমার বসবাস তাই ইচ্ছথাকা সত্ত্বেও সুখ পাইনি কখনো তাইতো লেখার ভেতর খুঁজে ফিরি সুখ নামক সূক্ষ্ম অনুভূতিগুলোকে।
দোতলার বাম পাশে
তিন বেড রুমের পরতে পরতে
তোর আমার কিছু সপ্নদের বসবাস ছিল,
শিতাতপ নিয়ন্ত্রিত চকচকে ঘরগুলো
তৃষিত প্রানে ছড়িয়ে দিত উদ্বেগরহিত আনন্দ,
এলোমেলোভাবে তোর ছড়ানো ছেটানো কাপড়গুলোর
ভাজ করাতে মিলত সত্যের উপলব্ধি হতে উৎপন্ন
গভীর অনুভূতি,
আমার আয়ত্বে ছিল অবাধ সুখ।
এখানে আশেপাশে কখনো কোন সমুদ্র ছিল না,
ছিলনা উত্তাল ঢেউ।
কোথা থেকে এক প্রবল বাতাসের বেগের সাথে
অনিচ্ছেতে চলে গেলি তুই
শোবার ঘরের বিছানা, রান্নাঘরের তাক, ডাইনিং টেবিল
সবকিছু জুড়ে এক নিথর শুন্যতা রেখে
উঠিয়ে নিয়ে গেছে তোর আমার সমস্ত সুখের অনুভুতিগুলো।
আলমিরায় পড়ে আছে তোর গোছানো কাপড়
শুধু কোথাও রঙ নেই,
সুক্ষাতিসুক্ষ কাপড়গুলোর প্রতিটি বুননে রেখে গেছিস
কষ্টের বিচ্ছিন্ন ছাপ।
এখানে আশেপাশে কখনো কোন সমুদ্র ছিল না
কখনো গর্জন শুনিনি বাতাসের।
দোতলার বাম পাশে
তিন বেড রুমের পরতে পরতে
তোর আমার কিছু সপ্নদের বসবাস ছিল।
আজও সব আছে স্ব-হালে
তবু কিছু নেই, কিছুই নেই
শুধুই তুই নেই বলে।
©somewhere in net ltd.