নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার যা আছে সেসব মোটামুটি সবারই থাকে। তবে একটা বিশেষ কিছু বলার আছে আর তা হল আমি সুখী মানুষ।

সাইফ নিশাদ.

নিজেকেকবি হবার সখ সেই ছোটবেলা থেকেই। তখন ভাবতাম আমার একটা ঝোলা থাকবে, তাতে এলোমেলো কিছু কাগজ আর হরেক রঙা কলম থাকবে, তা দিয়ে লিখবো রঙবেরঙের লেখা। ঘুরে বেড়াব মাঠ ঘাট পথে প্রান্তরে। আস্তে আস্তে বড় হবার সাথে সাথে দায়ীত্ববোধ আর সাংসারিক ঝামেলায় হারিয়ে ফেলেছি আমার জীবনের সবচেয় বড় স্বপ্নটি। ধুলো জমে জমে সেই কবে হারিয়ে গেছে আমার স্বপ্ন শহর বুঝতেই পারিনি। এখন আমার অনেক সময়, তাইতো খুন্তি কোদাল নিয়ে খুঁড়ে চলেছি আমার স্বপ্ন শহর টাকে, জানি খুঁড়তে খুঁড়তে ঠিক একদিন আমার স্বপ্ন শহর পেয়ে যাব আর মানুষ তখন জানবে আমার সভ্যতা, আমার সংস্কৃতি, জানি তখনি হয়ত তোমরা আমায় কবি বলে সম্বোধন করবে। দারিদ্রতার সাথে আমার বসবাস তাই ইচ্ছথাকা সত্ত্বেও সুখ পাইনি কখনো তাইতো লেখার ভেতর খুঁজে ফিরি সুখ নামক সূক্ষ্ম অনুভূতিগুলোকে।

সাইফ নিশাদ. › বিস্তারিত পোস্টঃ

গল্প

৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৩৭

গন্তব্য আলাদা আলাদা এমন সব মানুষদের ভিড়ে
আমি ঊঠে বসেছি
চাকার গতির সাথে সাথেই সবাই ছুটে চলছে
সামনের ভদ্রলোক
খুব ভাল করে ছাটা চুল, দেখে মনে হয় ভদ্রপাড়ার বাবু
ক্লান্তির ছাপ নেই
তবুও ঘুমুচ্ছেন
অথচ তিনি চলছেন গতিতে
তার হয়তো একটা সংসার আছে-
আছে নিজস্ব একটি গল্প

উচ্ছাসিত এক তরুণ ছিলেন পাশেই,
তরতাজা কন্ঠস্বরে একটু আবেগ নিয়ে মুঠোফোনে ব্যকাপ চাইলেন কারোকাছ থেকে
‘একলাখ’
মাসের শেষে লোনটা পেলেই শোধ দিয়ে দেব।
হাসিটার জন্য অপেক্ষা করছিলাম
হাসি ফোটেনি,
বিস্তর আশা ছড়িয়ে গেছে মুখে
কিন্তু উচ্ছাস নেই,
টাকাটার হয়ত খুব বেশি প্রয়োজন ছিল
ইচ্ছে হয় জিজ্ঞাসা করি-
জেনে নেই গল্পটা,

শানদার গোফওয়ালা কাকু আরামসে বসে আছেন
উর্বরা অষ্টাদশির মতন যুবতীর পাশেই
সম্পর্কটাকে আলাদা করা যাচ্ছে না
শুধুমাত্র বসার ভঙ্গীর কারনে,
তাদের হয়ত একত্রে কোন গল্প আছে
কিংবা আলাদা কোন গল্প।

এখানে সবার গল্প আছে।

টিমটিম করে চলছে বাস
গল্প বাড়ছে, গল্প কমছে
কে জানে সবার মত প্রতিদিন হাজারো গল্প নিয়ে ছুটে চলা বাসটিরও
একটি গল্প আছে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.