নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার যা আছে সেসব মোটামুটি সবারই থাকে। তবে একটা বিশেষ কিছু বলার আছে আর তা হল আমি সুখী মানুষ।

সাইফ নিশাদ.

নিজেকেকবি হবার সখ সেই ছোটবেলা থেকেই। তখন ভাবতাম আমার একটা ঝোলা থাকবে, তাতে এলোমেলো কিছু কাগজ আর হরেক রঙা কলম থাকবে, তা দিয়ে লিখবো রঙবেরঙের লেখা। ঘুরে বেড়াব মাঠ ঘাট পথে প্রান্তরে। আস্তে আস্তে বড় হবার সাথে সাথে দায়ীত্ববোধ আর সাংসারিক ঝামেলায় হারিয়ে ফেলেছি আমার জীবনের সবচেয় বড় স্বপ্নটি। ধুলো জমে জমে সেই কবে হারিয়ে গেছে আমার স্বপ্ন শহর বুঝতেই পারিনি। এখন আমার অনেক সময়, তাইতো খুন্তি কোদাল নিয়ে খুঁড়ে চলেছি আমার স্বপ্ন শহর টাকে, জানি খুঁড়তে খুঁড়তে ঠিক একদিন আমার স্বপ্ন শহর পেয়ে যাব আর মানুষ তখন জানবে আমার সভ্যতা, আমার সংস্কৃতি, জানি তখনি হয়ত তোমরা আমায় কবি বলে সম্বোধন করবে। দারিদ্রতার সাথে আমার বসবাস তাই ইচ্ছথাকা সত্ত্বেও সুখ পাইনি কখনো তাইতো লেখার ভেতর খুঁজে ফিরি সুখ নামক সূক্ষ্ম অনুভূতিগুলোকে।

সাইফ নিশাদ. › বিস্তারিত পোস্টঃ

অব্যক্ত

৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৪০

অবাধ বাতাসের মত শেষ যেবার তুই এলি-
আমি খুব আশা করেছিলাম কিছু ভালবাসা চেয়ে নেব তোর কাছ থেকে,
বলব ভেবেছি না বলা কিছু কথা।
সর্বনাশ নিশ্চিত জেনেও ছোট একটা ডিঙ্গি নিয়ে ভাসতে চাচ্ছিলাম উজান ঠেলে।

তোর হতদন্ত হয়ে ছুটে আসা দেখে এসব আর বলা হয়নি
দশ সেকেন্ডে আর কিইবা বলা যেত!

খপ করে মুঠোকরা আততায়ী হাতখানি হাতে দিয়ে বললি বপন করিস, ফেরত নেব!
সেদিন একটি কথাও বলা হয়নি তোকে ,
মুঠোখুলে দুচোখ ভরে আমি যা দেখেছিলাম
তা ছিল তোর সপ্নের বীজ,
আমি আমার স্বসত্তায় বুনে নিয়েছিলাম সপ্নবীজখানা।

সেই থেকে
ঘুমে
জাগরণে
পথে
অপেক্ষায়
আনন্দে
এমন কোন অবস্থান বাকি নেই যেখানে সপ্নের চারাগাছ হয়নি,
ডালপালা ছড়িয়ে একে অন্যকে ছাড়িয়ে যাচ্ছে বলে
সপ্নগুলো এখন আর গোনা যায় না।

থরে থরে সপ্নগুলো সাজিয়ে একটি মেগাশপ বানিয়েছি,
এখন শুধুই তোর জন্য অপেক্ষা
তুই এলেই হবে মোড়ক উন্মোচন,
না বলা কথাগুলো বলে
তোর হাতে সব তুলে দিয়ে সপ্নহীন হবো-

তুই আসবি তো?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.