নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ সাইফুল ইসলাম

মোঃ সাইফুল ইসলাম সোহেল

জিবনের চোরা গলিতে যা হারিয়েছি তা আর খুঁজতে চাইছি না। বর্তমানকে নিয়ে সুখি হতে চাই।

মোঃ সাইফুল ইসলাম সোহেল › বিস্তারিত পোস্টঃ

ভালবাসার কবিতা - প্রথম প্রেমের তুমি

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৫০

তুমি আমার পরিচিতা, একটি মেয়ে কালো,

গায়ের রঙে যায় না বাঁধা তোমার রূপের আলো।

ডাগর গড়ন চোখ দুটো বেশ, মিষ্টি মুখের হাসি,

বুকের আঁড়ে বাজল কেমন, মায়ার মধুর বাঁশি।



আমার বাড়ী অনেক দূরে খালার বাড়ি এথা,

এমনি করে তোমার সাথে প্রথম দু’এক কথা।

রোজই তুমি সেলাই শেখ,আমি যে তাঁর চেনা,

কেন আমি দেখছি তোমায়? হয়তো তোমার জানা।



তুমি ভীষম চপল মনা হাসি-খুশি বেশ,

মিষ্টি ভোরে যেমনি থাকে শিশির ভেজা রেশ।

তুমি তখন কলেজে যাও, নাইনে আমি পড়ি,

প্রথম দেখায় লাগছিল ভয় কেমন ও হাত ধরি।



তুমি আমায় গল্প শোনাও আমি দেখি পাখি,

আপনি থেকে হঠাৎ তোমায় কেমনে বলি সখি?

তোমার বাবা পানের চাষি, ছোট্ট ছনের ঘর,

চাওয়া তোমর নয় তো বেশি, আমার মত বর।



ভাবছি অনেক তোমার কথা, সামনে খোলা বই,

বাবা আমায় বলল আমি পড়ায় ভাল নই।

আমি নাকি ইঁচড়ে পাকা,সবকিছু তার জানা,

ঘুনাক্ষরেও আমার জন্য যশোর জেলা মানা।



আজ জানা নাই কোথায় তুমি, সেলাই কিনা পার,

দু’এক কদম হাঁটা-হাঁটি আজ কি মনে কর।

ছেলে মেয়ে কয়টা তোমার,কোন শহরে বাস,

নাকি কোন অজ পাড়াগাঁয়,পুশছো পাতি হাঁস।



বরটা তোমার কেমন হল, কেমন পরো শাড়ি,

খুব সহজে অভিমানে মুখ কর কি ভারী?

তোমায় আজকে আঁকছি খাতায়, শুধুই মনের টান,

জানিনা কি ভাঙ্গল কিনা, তোমর অভিমান।



রচনা কালঃ ২৪ অক্টোবর'১৪,

গাজীপুর,ঢাকা।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:০১

নিখিল নওশাদ বলেছেন: ভালো

২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:১৭

আমি সৈকত বলছি বলেছেন: অতি সাধারন একটি গ্রাম্য প্রেমের কবিতা।

ভালো লাগলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.