নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ সাইফুল ইসলাম

মোঃ সাইফুল ইসলাম সোহেল

জিবনের চোরা গলিতে যা হারিয়েছি তা আর খুঁজতে চাইছি না। বর্তমানকে নিয়ে সুখি হতে চাই।

মোঃ সাইফুল ইসলাম সোহেল › বিস্তারিত পোস্টঃ

তোমার কাছে বার বার আবার ফিরে আসি

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:০৯

তোমার কাছে সুখ পাব তাই, পেরিয়ে হাজার নদী,

তপ্ত পথের ক্লান্তি ভুলি, একটু হাসো যদি।

জাহান্নামের তৃষ্ণা ভুলি, দাও যদি গো ছোঁয়া,

খুব সকালের মিষ্টি রোদে, বৃষ্টি আকাশ ধোয়া।



তোমার প্রেমে উদাস এ মন,মাতাল হাওয়ার টানে,

দুঃখ ভোলা ভোরের পাখি, ফিরবে নতুন গানে।

তোমার আঁচল পরম সুখের, তাইতে ডিঙ্গাই বাঁধা,

আমার বনে বসন্ত ফুল,তুমি হইয়ো রাধা।



তোমার বাড়ীর জানালা ভেঙ্গে, ভাবছি চাঁদের হাসি,

তাইতো অমন বারে বারে, আবার ফিরে আসি।

ভাবছি তুমি সকল ভুলে, দিবে দুহাত পেতে,

তাইতে হৃদয় রঙ্গিন হাওয়ায়, রঙ্গিন স্বপ্নে মাতে।



সকল ব্যাথা ভুলিয়ে দিবে, তোমার কোলে মাথা,

চাঁদনী রাতে একলা ঘাটে, কোমল আসন পাতা,

মৃদু হাওয়ায় হাছনে হেনা, গন্ধ মাতাল করা,

বসন্ত হই বৃন্দাবনে, প্রেমবিলাসে ভরা।



তোমার প্রেমে ছন্দ পাব, তাইতে আবার কবি,

ছন্দহারা গহীন নীশে, একলা তোমার ছবি।

কিন্তু,তুমি অন্য মানুষ, ভাবছ অন্য কিছু,

মুঠোয় ভরা স্বপ্ন বৃথা,মরীচিকার পিছু।



২২ জানুয়ারী'১৫

গাজীপুর,ঢাকা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.