নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মন-মনন-চিন্তা থাকুক মুক্ত।জাগ্রত হোক মনুষ্যত্ব মানুষ হোক মানবিক।আমরাই গড়বো মানবিক বিশ্ব।

সাইফুল বিন হানিফ

সঙ্গীত গবেষক ও রাষ্ট্রচিন্তক

সাইফুল বিন হানিফ › বিস্তারিত পোস্টঃ

একশ ছয় বছরে ধনবাড়ি নওয়াব ইনষ্টিটিউশন। অনুষ্ঠান বয়কট!!!

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:০৬

আজ তেইশি ফেব্রয়ারি একশ ছয় বছরে পদার্পন করে কালের ইতিহাসের সাক্ষি হয়ে সগৌরবে দাঁড়িয়ে আছে ধনবাড়ি নওয়াব ইনষ্টিটিউশন।
২০১০ সালে এই অনুষ্ঠান করার কথা থাকলেও পাঁচ বছর পর আজ একশ বছর পুর্তির অনুষ্ঠান করা হচ্ছে অদক্ষ,অযোগ্য মানুষের দ্বারা উৎযাপন কমিটির জন্য। তাও হত না যদি কিছু উদ্যমী তরুণ দায়িত্ব না নিত কৃতজ্ঞতা প্রকাশ করছি যাদের শ্রমের বিনিময়ে এই মিলনমেলা। কর্মজিবিরা যাতে অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারে তার জন্য পরিকল্পিতভাবে কর্মদিবসে করা হয়েছে বলে অনেকে মনে করছে।
এই স্কুল আমার বিশ্ববিদ্যালয় হলেও অনেকের মত গৌরব বোধ করি না কারণ এই স্কুল থেকে যেমন গুণী, জ্ঞানীজন তৈরি হয়েছে তেমনি তৈরি হয়েছে দুর্নিতিবাজ,ক্ষমতার অপব্যবহারকারি,বনখেকু, সুদখোর, ঘুষ্কহোর,সন্তাসি,মৌলবাদি,জ্ঞানপাপি,ভণ্ড,পতারক,খুনী,ধর্ষকসহ সমাজের কিট।

সর্বজন শ্রদ্ধেয় নওয়াব নবাব আলী যে স্বপ্ন নিয়ে এই স্কুল প্রতিষ্টা করেছিলেন ১৯১০ সালে তা কতটুকু বাস্তবায়ন করতে সক্ষম হয়ে ১১৬ বছরে তা এখন সময়ের প্রশ্ন ?
অবিভক্ত বাংলার প্রথম শিক্ষামন্ত্রি, ঢাকা বিশ্ববিদ্যালয়য়ের অন্যতম প্রতিষ্ঠাতা নওয়াব আলী চোধুরির জন্মভুমি, ঐতিহ্যবাহী আমার এই বিশ্ববিদ্যালয়য়ের(ধনবাড়ি নওয়াব ইনষ্টিটিউশন) শতবর্ষের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মহামান্য রাষ্ট্রপ্রতি উপস্থিত হয়ে শুধু আমাদের ধন্য করলেন না তিনি নিজেও ধন্য হলেন, পুর্ণ হলেন। এর জন্য আমি ব্যক্তিগত ভাবে মহামান্য রাষ্ট্রপ্রতির কাছে কৃতজ্ঞ।
ঐতিহাসিক এই অনুষ্ঠানের উদ্ভোধক হওয়ার প্রয়োজন ছিল দেশ বরেণ্য শিক্ষাবিদ অথবা নোবেল পুরুস্কার প্রাপ্ত আলোকিত মানুষ অথচ দুভাগ্য জনক হলেও সত্যি এই মহতি অনুষ্ঠানের উদ্ভোদক একজন দুর্নীতিবাজ।
তাই ইচ্ছা থাকা সত্ত্বেও সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এই অনুষ্ঠান বয়কট করলাম। শুভ বুদ্ধির উদয় হোক।
কুলষিত মুক্ত আলোকিত মানবিক সমাজ বিনির্মাণে অগ্রণী ভুমিকা পালন করুক আমার প্রাণের স্কুলের ছাত্রছাত্রীরা।
এই প্রত্যাশা ও শুভ কামনা সবার প্রতি।

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৪৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: প্রতিবাদের নূন্যতম স্তরটা যে ধারন করে রাখতে পেরেছেন সে জন্য সাধুবাদ!

সবাই তো সুযোগ আর সুবিধার জন্য নূন্যতমের সীমারেখাটাও মুছে দেয়.. তোষামুদি আর চামচামিতে সত্য আর মিথ্যাকে গুলিয়ে ফেলে...

যদিও পুরো ঘটনা বিস্তারিত জানিনা। আপনার লেখা থেকেই আপনার মিনিমাম জাগ্রত চেতনাকে সম্মান জানালাম।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:০৯

সাইফুল বিন হানিফ বলেছেন: আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে।

ধন্যবাদ মন্তব্য করার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.