নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মন-মনন-চিন্তা থাকুক মুক্ত।জাগ্রত হোক মনুষ্যত্ব মানুষ হোক মানবিক।আমরাই গড়বো মানবিক বিশ্ব।

সাইফুল বিন হানিফ

সঙ্গীত গবেষক ও রাষ্ট্রচিন্তক

সাইফুল বিন হানিফ › বিস্তারিত পোস্টঃ

আমি ভালবাসতে চাই, ভালবাসা পেতেও চাই সাইফুল বিন হানিফ

১৯ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২৪


আমি মানুষ। আমি দিতে চাই প্রেম,পেতেও চাই। আমি দিতে চাই কাম,পেতেও চাই। আমি ভালবাসতে চাই,ভালবাসা পেতেও চাই। তীব্রতর প্রেম কাম আর ভালবাসা চাই আমার। আমি মরতে চাই না। আমি বাঁচতে চাই। বাঁচার জন্যেই তো জন্মেছি আমি। মরতে মরতে বাঁচা নয় । বাঁচার মত বাঁচা। আত্ন তিক্ততায় চিরতাও মিষ্টি লাগছে। খুব ইচ্ছে করছে ইছে মত মদ খেয়ে বমি করে ঝেরে ফেলি আমৃত্যু কষ্ট।

অভিজ্ঞতা জীবনের শ্রেষ্ঠ শিক্ষা। ক্ষমাশীল ও উদারদৃষ্টি মনোভাব রোগ থেকে দেয় সুরক্ষা। বোধোদয় হয় বোধ থেকে। উচ্চ ইন্দ্রিয় শক্তি মাঝেমাঝে তালঘুল পাকিয়ে ফেলে রাগে-দুক্ষে-ক্ষোভে।

যদি কেউ কাউকে ভালবাসে, অন্যজনের ভালবাসার দায়িত্বের মধ্যে পড়লেও এড়িয়ে যাওয়া যায়। পতারনা, বহুগামিতা, মনসাপনা ভাল লক্ষণ নয় বরঞ্চ মানুষ ঠকানোর মাঝে প্রগতিশীলতা,মুক্তচিন্তা নেই যা আছে তা হলো নিজের অসৎ স্বার্থের জন্য অমর দার্শনিকদের মাথা খাওয়া। সেই সাথে নিজের বাবা-মার সাথে সর্বোচ্চ পতারনার নীল নকশা বাস্তবায়ন করা।

যে অতীত বা বর্তমান কর্ম নিজের সন্তানের কাছে বলা যায় না বা যাবে না তা কখনো ভাল কাজ হতে পারে না। তাই কাজ করার আগে ভাবা খুব জরুরি। আবেগ-মোহ দিয়ে বিবেক চলে না। বিবেক থেকে মানুষকে জাগতে হবে ন্যায়-সত্যের পথে। যে পথ হবে মানবতার-সাম্যের। মানুষ কি মুক্ত করতে পারবে নিজেদের, পরিবর্তিত হয়ে সচেতনতায়, সুশিক্ষায় আর আত্ননির্ভরশীলতায়?

গত কয়েকদিন নির্ঘুম কেটেছে বৃষ্টি স্নাত রাত। টিনের চালের ঝুমঝুম বৃষ্টির শব্দে অদৃশ্য হয়ে ধরা দিয়েছে প্রিয়তমার হাসি। এপাশ-ওপাশ করে করে ছটফটিয়ে একটু ঘুম এলেও দুঃস্বপ্নে ভেঙ্গেছে ঘুম বহুবার। বেড়েছে চোখের অসুখ, মাথা ও পেটে ব্যথা, বমিও হচ্ছে, হাত-পা কাঁপছে। ডাক্তার বলছে ঢাকায় ডাক্তার দেখানোর জন্য জানি না হৃদপিণ্ডের পচন রোধ করা যায় কিনা। দুঃসহ ঠকা স্মৃতি চুষে খাচ্ছে রক্ত অবিরত। চোখের নিচে পড়েছে কালো দাগ, চোখের জল মুছতেই ফুরিয়েছে ফেসিয়াল টিস্যুর বক্স।

সব ধরনের বৈষম্য মেনে , সব ধরনের অন্যায়-অনাচার-অসততা করেও, সভ্য বলতে পারে কিভাবে মানুষ নিজেদের?

বিজ্ঞান আর প্রযুক্তির ধারাবাহিক উন্নয়ন এবং তার সুফল ভোগ করতে পারাকেই কি সভ্যতা বলে মনে করছে মানুষ?

নিজের মত নিজের জীবন যাপন করতে পারলে মানুষের কোন অভিযোগ থাকে না কারো নিজের জীবনের উপর। পারবে কি মানুষ সেই সাহস, শক্তি অর্জন করতে? যা দিয়ে বাতিল করবে , তার বিরুদ্ধে তৈরী করা যে কোন বর্বরতা,অসভ্যতা, অন্যায় আর অনাচার? পরিবর্তনের বড়ো একটি বিষয় কি হয়ে উঠবে আজ?

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৯ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৪৮

চাঁদগাজী বলেছেন:

" আমি দিতে চাই কাম,পেতেও চাই। আমি ভালবাসতে চাই,ভালবাসা পেতেও চাই। "

-নারায়নগন্জের বাসে উঠার ভাড়া আছে তো?

২| ১৯ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৩৮

সাইফুল বিন হানিফ বলেছেন: নারায়ণগঞ্জ কোথায়?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.