নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সকল বিষয়ে শূন্য-তাই আমি অনন্য। জন্ম- ২৮।০২।১৯৮৭, জন্মস্থান- নোয়াখালী

সাইফুলসাইফসাই

আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।

সাইফুলসাইফসাই › বিস্তারিত পোস্টঃ

পরীক্ষা

১৪ ই আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৭:২৩

পরীক্ষা
সাইফুল ইসলাম সাঈফ

প্রতি সময় প্রতিটি শ্রেণীতে পরীক্ষা
কারণ এরমাঝে আমরা পাই শিক্ষা।
ভুলও আমরা করি সঠিক ভেবে
কেউ হারে, উত্তীর্ণ, সেরা হবে।
সবার বিষয় এক নয় ভিন্ন
কিন্তু তবে সবার প্রয়োজন অন্ন।
ধন হলেই সে যে ভালো
শিক্ষিত হলেই সে যে আলো!
কত না ভাবে করি যাচাই
কত না ভাবে করি বাছাই।
কিন্তু কি পারি মন্দ এড়াতে
পুণ্য থাকতে পারি জগতে যাতে?
চরিত্র রক্ষা করতে পারে কয়জন
সবাই নিখুঁত খুঁজি প্রিয়-আপনজন।
না চাইলেও করে ফেলি মন্দ
কারণ কখন যে হই অন্ধ!
তুমি চাইলে কি মতো আমার....
আমি চাইলে কি মতো তোমার।
আমি যে বিষয়ে খুব তৃপ্ত
সে বিষয়ে হয়তো তুমি বিরক্ত!
জ্ঞানী কখনও না যে অকৃতজ্ঞ
সমাজে ঐশ্বর্যে যাপিয়ে পড়ে অজ্ঞ!
আমি হতে পারনি চেয়েও উত্তম
সবশেষ কারণ আছে আমার শরম!
লজ্জা কিন্তু গুণ, না দোষ
কেউ রাখে লজ্জাহীন করতে খোঁজ।
হে পরিপক্ক পুরুষ বলো নারী-
কেমন দেখতে তোমার কাছে বাহারি!
যদি প্রকাশ হয় মনের ভাবনা
যেমন দেখা যায় নিজেকে, আয়না।
আমরা কি চাই বলো পৃথিবীতে
চাই না, তবে ব্যতীত রাতে...!
আল্লাহ কি বলেছেন, কী করি
হঠাৎ সব ছেড়ে প্রত্যেকেই মরি!
স্বীয় কেনো এখনও একলা থাকি
নাই কেবল কেবল স্বপ্ন আঁকি।
নাই বিধায় কি ইচ্ছে নেই
সবার চোখের সামনে যেই-সেই।
কি চাও তোমরা আমার কাছে
গোপনে হাহাকার কত যুবক কাঁদছে!
নিরুৎসাহিত করছ সঠিক পথের দিশার
আভিজাত্য শুধু নয় নয় আশার

সেক্টর-সাত, উত্তরা, ঢাকা।
১২.০৮.২৩

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৪ ই আগস্ট, ২০২৩ রাত ৮:৪৬

কামাল১৮ বলেছেন: বহু বছর আমি ছিলাম সাত নাম্বার সেক্টরে।রোজ হাঁটতাম স্কুলের পাশের মাঠটিতে।
লম্বা কবিতা তবু পড়লাম।সিকদার আমিনুল হকের মতো বড় বড় লাইন না।

২| ১৪ ই আগস্ট, ২০২৩ রাত ১১:৩৫

রাজীব নুর বলেছেন: কবিতা পাঠ করলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.