নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সকল বিষয়ে শূন্য-তাই আমি অনন্য। জন্ম- ২৮।০২।১৯৮৭, জন্মস্থান- নোয়াখালী

সাইফুলসাইফসাই

আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।

সাইফুলসাইফসাই › বিস্তারিত পোস্টঃ

সুখ-দুঃখ

২৭ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:০৬

সুখ-দুঃখ
সাইফুল ইসলাম সাঈফ

সুখ হচ্ছে প্রাপ্তি আর দুঃখ হলো অপ্রাপ্তি। কোনো কিছু মিললে তৃপ্তি না পেলে অতৃপ্তি। জীবনে কেউ কোনো কিছু যখনই চেয়েছে আর তখনই পেয়েছে সে খুবই খুশি আর যে চেয়ে চেয়ে কিছু না পেয়েছে সে দুখি! কিছু পেয়ে কেউ কেউ সন্তুষ্ট কিন্তু বেশিভাগই হয় অসন্তুষ্ট!

কিছু মানুষ বহুকিছু লাভ করে চাওয়া মাত্র বা স্বপ্নের মতো আর কিছু মানুষ চেয়ে চেয়ে হয় নিরাশ-হতাশ ক্লান্ত! প্রায় প্রত্যেক মানুষ কিছু না কিছু পায়। স্বাভাবিক চলতে আর কতটুকু লাগে। খাবার, পোশাক আশাক পড়াশোনার, চিকিৎসা, চিত্তের খরাক। আমার দেশে অধিকাংশ পরিবার পারে না সাদাসিধা চলতে, পারে না সমাজ চলতে, পারে না রাষ্ট্র চলতে।

এই দেশেরে নেতা তো চাইলে অন্য দেশে বসবাস করতে পারে নাগরিকও হতে পারে। কেবল পারে না গরীব চলতে। এদের চারদিকে কেবল সীমা আর সীমা। তারা চাইলেই যতটুকু দরকার পায় না। এতবড় পৃথিবী তবুও কারো একটুকরো থাকার ব্যবস্থা নেই।

উত্তরা, ঢাকা।
২৭.১২.২০২৩

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:৫৯

বাকপ্রবাস বলেছেন: রাষ্ট্র মধ্যবিত্ত পর্যন্ত খেয়াল করে বাকীদের জন্য তেমন একটা ভাবেনা। আমি আমার রাষ্ট্রের কথা বলছি

২| ২৭ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:৩১

প্রামানিক বলেছেন: সুখ চাইতে হয় কিন্তু দুঃখ চাওয়া লাগে না এমনিতেই এসে হাজির হয়

৩| ২৭ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:৩৪

রাজীব নুর বলেছেন: দরিদ্র মানুষ দিয়ে দেশ ভরে গেছে।

৪| ২৭ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:১৫

বিজন রয় বলেছেন: বাহ! এই তো লেখায় পরিবর্তন এনেছেন।
কে বলে আপনি পারেন না।

এবার কবিতায় এভাবে দেখান।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.