| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাইফুর রহমান.
বেঁচে থাকার মহত্তম উদ্দেশ্যটা খুজে ফিরছি
প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার জীবনে খুব গুরুত্বপূর্ণ তিনটি ভুল করেছিলেন।
প্রথমত ২৫শে মার্চের রাতে যখন তার ইউনিট সহ চিটাগাং আর্মি বেইসে আত্মসমর্পন করতে বলা হয় তখন কমান্ডিং অফিসারকে হত্যা করে ইউনিট সহ বিদ্রোহ করা এবং পরবর্তীতে কালুরঘাট বেতারকেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষনা।
দ্বিতীয়ত, ৩রা নভেম্বরের ঘটনাপ্রবাহে কর্ণেল তাহেরের বাহিনীর হাতে খালেদ মোশারফের মত নিহত না হওয়া এবং
তৃতীয়ত,বিএনপি নামক দলটা,যে দলটা স্বৈরাচার পতনের পর সকল পূর্ব ধারনার হিসেব নিকেশ উল্টে দিয়ে গনসমর্থনের মাধ্যমে সরকার গঠন করেছিল,তার ভিত্তি তৈরী করে দেয়া।
এবং এই তিনটা মধুর ভুলের জন্য আমি জিয়াকে ভালবাসি এবং শ্রদ্ধা করি।
এখন অনলাইন আর ব্লগস্ফিয়ারে জিয়াকে নিয়ে যে কুতসিত মিথ্যাচারে চলছে তার মূল কারন হচ্ছে সে সময়ের প্রতিষ্ঠিত রাজনৈতিক শক্তিকে জিয়া চ্যালেন্জ জানিয়েছিল।এবং জনগনের ভালবাসা নিয়ে জিয়া বিজয়ী হয়েছিল রাজনৈতিক দ্বৈরথে।জিয়া তার জীবনের গুরুত্বপূর্ণ সময়ে তিনটি সিদ্ধান্ত না নিলে আজ জিয়াকে কেউ সমালোচনা করার দরকার অনুভব করতো না কারন ইতিহাসেও জিয়াকে মনে রাখার মত কোন কারন থাকতো না।
শান্ত সমুদ্রে যেমন দক্ষ নাবিক হওয়া যায় না তেমনি জাতির ক্রান্তিকাল ব্যাতীত সত্যিকারের নেতা চেনা যায় না।জিয়া বেঁচে থাকুক মানুষের হৃদয়ে ভালবাসা নিয়ে,নিন্দুকের মুখে ছাই-কালি দিয়ে
২|
৩০ শে মে, ২০১৩ রাত ৮:১২
নানাভাই বলেছেন: এই ফটুক দুইটা দ্যাখেন
৩|
৩০ শে মে, ২০১৩ রাত ৮:২৫
নষ্ট ছেলে বলেছেন: সবচেয়ে বড় ভুল বহুদলীয় গণতন্ত্র চালু করা।
জিয়ার উচিত ছিল বাকশালের মত একদলীয় কোন কিছু করা।
৪|
৩০ শে মে, ২০১৩ রাত ৮:২৯
সামুরাই হান বলেছেন: +++.....
৫|
৩০ শে মে, ২০১৩ রাত ৮:৪১
লিঙ্কনহুসাইন বলেছেন: জিয়ার সব চাইতে বড় ভুল হইছে পোলা দুইডারে জন্ম দেওয়া
যেই সন্তানেরা পিতার হত্যার বিচার করেনা বা বিচার দাবী করেনা এমন সন্তান দিয়া কাম কি ? দুই দুইবার রাষ্ট্রীয় ক্ষময়া থেকেও বাপের হত্যাকারীদের বিচার করতে পারেনি , এমন সন্তান দিয়া কি হইবো
৬|
৩০ শে মে, ২০১৩ রাত ৯:০৪
দায়িত্ববান নাগরিক বলেছেন: জিয়া হত্যার বিচার চায়না কেনো তার স্ত্রী পুত্র? এটা ক্লিয়ার করেন।
৭|
৩০ শে মে, ২০১৩ রাত ৯:২৫
শিংগারা বলেছেন: মীর্জা প্রীয়ম বলেছেন: জিয়ার বিখ্যাত ভূল হলো- আওয়ামী লীগ নামক শয়তান ও জঙ্গি দলকে পূনরায় রাজনৈতিক বৈধতা দেয়া ও শেখ ফজিলার জারজ সন্তানকে ভরত থেকে এনে রাজনীতিতে পূনর্বাসিত করা। শুধু এই অপরাধের জন্য জিয়াউর রহমানকে ক্ষমা করা যায় না।
১০০০% একমত !
৮|
৩০ শে মে, ২০১৩ রাত ৯:৫৮
খাটাস বলেছেন: কারও নামে নিন্দা করলেই তার সম্মান কমে যায় না। আর মুজিব ও জিয়ার তুলনা খুব বিরক্তিকর। টাইটেল দিতে ইচ্ছে করছে না। টাইটেল না দিলে তাদের প্রতি শ্রদ্ধা কমবে না আমার। দুজনেরই অবদান আছে আমাদের বাংলায়, আবার দুজনের ই ভুল ও আছে অনেক, কারন তারা মানুষ। কে বড় এই আলোচনা করা টা, আর বোকার স্বর্গে বাস একই কথা। ইতিহাস তার সাক্ষি। যে দলের ই সমর্থন করেন, সম্মানি কে সম্মান দিতে শেখা উচিত।
৯|
৩০ শে মে, ২০১৩ রাত ১০:০৯
খাটাস বলেছেন: সিংগার আর মির্জা প্রিয়ম আপনাদের কথা বড্ড ছেলেমানুষি হয়ে গেল। বাংলাদেশের মানুষ হিসেবে স্বাধীনতার পর থেকে শুধু জামাত ইসলাম বাদে সবার রাজনিতি করার অধিকার আছে। জিয়া নেতা হিসেবে তা মনে রেখেছেন বলেই তিনি নিরপেক্ষ মানুষের জন্য শ্রদ্ধার পাত্র হয়ে থাকবেন, মুজিব ও তাই আছেন। কিন্তু এক জনের মেয়ে আর এক জনের বউ রে তার রাজনৈতিক ভুলের সুযোগ নিয়ে রাজনিতি এর মাঠ থেকে নিশ্চিহ্ন করতে চাইছে। এটা তো জিয়া যা করেনি, যে কারন নিয়ে আপনারা আফসোস করছেন, তাঁরই প্রয়োগ। তাহলে রাগ করছেন কেন? নিরপেক্ষ চিন্তা করতে শিখুন। এই মেয়ে আর বউ দুইটাই ছাগল। ছাগল দিয়ে হাল চাস হয় না, হয়ত শক্তিশালী ছাগল দিয়ে ঠেকা কাজ পারি দেয়া যায়। ১৯৯০ থেকে ২০১৩ এই ২৩ বছর ধরে তাই চলছে।
১০|
৩০ শে মে, ২০১৩ রাত ১০:২৪
সাইফুর রহমান. বলেছেন: ভাইরে কাওরে পছন্দ না হৈলেই গালাগালি করা অনুচিত তা সে যে রাজনৈতিক আদর্শেরই হোক আর যে দলেরই হোক না কেন।সমালোচনা করেন কিন্তু গালাগালি করলে সেইটা নিজের উপরই পড়ে।
©somewhere in net ltd.
১|
৩০ শে মে, ২০১৩ রাত ৮:০৩
মীর্জা প্রীয়ম বলেছেন: জিয়ার বিখ্যাত ভূল হলো- আওয়ামী লীগ নামক শয়তান ও জঙ্গি দলকে পূনরায় রাজনৈতিক বৈধতা দেয়া ও শেখ ফজিলার জারজ সন্তানকে ভরত থেকে এনে রাজনীতিতে পূনর্বাসিত করা। শুধু এই অপরাধের জন্য জিয়াউর রহমানকে ক্ষমা করা যায় না।