নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অচেনা আমি

ছেঁড়া কবিতার খাতা থেকে যে পাতা গুলো হারিয়েছে সেই পাতা গুলো কে খুজে বেড়াই

সৈকতে আমি

সত্য কে যে যত ভাবে রাজনীতির বেড়া জালে আটকে রাখার চেষ্টা করুক না কেন তারা কোনো দিনও সফল হবে না এখন শুধু মরিচীকা গুলোকে দূর করাটা কেবল সময়ের ব্যাপার সময়ই বলে দেবে এর পরবর্তী পর্বে কী অপেক্ষা করছে

সৈকতে আমি › বিস্তারিত পোস্টঃ

না বলা কথা

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৪

বলতে পারিনি তোমায়

কতো ভালো লাগে

তোমার ঐ টোল পড়া মুখের হাসি

বলতে পারিনি তোমার,

ঐ কাজল দেয়া আখি কতো ভালবাসি

তোমার চলে যাওয়ার সময়

তোমায় দিলাম নিরব একটু হাসি

তুমি শুধু বললে,আজ তবে আসি

আমার কছে বলার মতো কিছুই ছিলনা

মনে মনে বলছিলাম এই তো এলে এক্ষুনি যেও না,

আর কিছুক্ষন থাকি হতে হাত রাখি,

কিন্তু মনের কথাটা মনেই থেকে গেল

তুমি গেলে চলে আমায় দিয়ে ফাকি,

দুর থেকে তোমার নাম ধরে যতোই তোমায় ডাকি

তুমি কেনো কছে আসোনা আমার হলুদিয়া পাখি



মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৪

ফিরোজ রিয়েল বলেছেন: চমৎকা্র..... :)

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪০

সৈকতে আমি বলেছেন: ধন্যবাদ আমার কবিতা কষ্ট করে পড়ার জন্য :)

২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২১

রক্তাক্ত সাগর বলেছেন: ভাই , অস্ঠির হয়েছে ।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪২

সৈকতে আমি বলেছেন: ধন্যবাদ রক্তাক্ত সাগর আমার কবিতা কষ্ট করে পড়ার জন্য :)

৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪২

আবু সাইফ শেখ বলেছেন: ভাই কি লিখিলেন...? “আর কিছুক্ষন থাকি হতে হাত রাখি” আহা......

৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৪

সৈকতে আমি বলেছেন: ধন্যবাদ আবু সাইফ শেখ আমার কবিতা কষ্ট করে পড়ার জন্য :)

৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৭

রক্তাক্ত সাগর বলেছেন: আমিও ধন্য আপনার এই কবিতা পড়ে।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩২

সৈকতে আমি বলেছেন: আপনাদের মূল্যবান কমেন্ট আমার কবিতা লেখার জন্য অনুপ্রেরনা সরূপ আবারো আপনাকে ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.